২১শে এপ্রিল ২০২২
ইউক্রেনে রুশ হামলা শুরু হবার পর থেকে উত্তর ইউরোপের নরডিক অঞ্চলের সুইডেন এবং ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের আলোচনা শোনা যাচ্ছে। এই দুই দেশ ন্যাটোতে যোগদান করবে কিনা সেই প্রশ্নের চাইতে এদের ন্যাটোতে যোগদানের প্রেক্ষাপট এবং আঞ্চলিক ভূরাজনীতিতে এর প্রভাব বুঝতে পারাটা বেশি গুরুত্বপূর্ণ। ‘ডিফেন্স নিউজ’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, একদিকে ফিনল্যান্ড যেমন ন্যাটোতে যোগদানের ব্যাপারে দ্রুত অগ্রগামী হতে চাইছে, অন্যদিকে সুইডেন চিন্তাভাবনা করে সময় নিয়ে সিদ্ধান্ত নিতে চাইছে। গত ১৩ই এপ্রিল সুইডেনের রাজধানী স্টকহোমে সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা এন্ডারসনের সাথে যৌথ সংবাদ সন্মেলনে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন বলেন যে, ইউক্রেনে রুশ হামলা ফিনল্যান্ডের নিরাপত্তা কৌশলকে নতুনভাবে দেখতে বাধ্য করেছে। তিনি বলেন যে, কোন সময় বেঁধে না দিলেও ফিনল্যান্ড কয়েক মাস নয়, বরং কয়েক সপ্তাহের মাঝে ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। অপরদিকে সুইডিশ প্রধানমন্ত্রী এন্ডারসন বলেন যে, সুইডেন তার স্বার্থের জন্যে কোনটা ভালো, সেব্যাপারে যথেষ্ট চিন্তা করেই সিদ্ধান্ত নেবে। পরদিন ১৪ই এপ্রিল রুশ সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেন যে, সুইডেন এবং ফিনল্যান্ড যদি ন্যাটোতে যোগ দেয়, তাহলে রাশিয়া বল্টিক সাগরে আগের সমঝোতা বাতিল করে পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে। ১২ই এপ্রিল ‘ফিনিস বিজনেস পলিসি ফোরাম’এর প্রকাশিত এক জরিপে বলা হচ্ছে যে, দেশের ৮৪ শতাংশ জনগণ রাশিয়াকে ফিনল্যান্ডের প্রতি বড় হুমকি বলে মনে করছে। ৬০ শতাংশ মানুষ ন্যাটোতে যোগ দেয়ার পক্ষপাতি; যেখানে গত বছর অক্টোবরে তা ছিল মাত্র ২৬ শতাংশ।
এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ন্যাটোতে যোগদানের আগেই সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোর সাথে সহযোগিতাকে বহুদূরে এগিয়ে নিয়ে গেছে; যা কিনা চিন্তাগত মিল না থাকলে হতো না। এই দুই দেশের লিবারাল সমাজ বাকি ইউরোপের সাথে এতটাই সামঞ্জস্যপূর্ণ যে, এটা বিশ্বাস করাটা কঠিন যে, ন্যাটো এবং এই দুই দেশ আলাদা কিছু। ন্যাটোর ‘আর্টিকেল ৫’ বলছে যে, একটা ন্যাটো সদস্য দেশ আক্রান্ত হলে বাকিরা সরাসরি সহায়তা দেবে। সুইডেন এবং ফিনল্যান্ড এই আর্টিকেলের অংশ নয়; তবে তারা সেখান থেকে খুব বেশি দূরেও নয়। ১৯৯৪ সালে এই দুই দেশ ন্যাটোর ‘পার্টনারশিপ ফর পীস’ প্রকল্প এবং ১৯৯৭ সালে ‘ইউরো আটলান্টিক পার্টনারশিপ কাউন্সিল’এর অংশ হয়। উভয় দেশই ন্যাটোর ‘পার্টনারশিপ ইন্টারঅপারাবিলিটি ইনিশিয়েটিভ’এর অধীনে আফগানিস্তান, বলকান এবং ইরাকে সেনা পাঠিয়েছিল।
নরওয়েতে সদ্য সমাপ্ত হওয়া ন্যাটোর বিশাল সামরিক মহড়া ‘কোল্ড রেসপন্স ২০২২’এ সুইডেন এবং ফিনল্যান্ড অংশ নেয়। এই দুই দেশের সেনারা মহড়ায় ন্যাটোর সেনাদের শত্রুর ভূমিকায় অবতীর্ণ হয়ে তাদেরকে অতি ঠান্ডা আবহাওয়ায় যুদ্ধ করার জন্যে প্রশিক্ষণ দেয়। এছাড়াও নরডিক অঞ্চল এবং বল্টিক সাগরের নিরাপত্তা দিতে ব্রিটিশ নেতৃত্বে তৈরি করা ‘জয়েন্ট এক্সপিডিশনারি ফোর্স’ বা ‘জেইএফ’এর সদস্য হিসেবে সুইডেন এবং ফিনল্যান্ড নাম লেখায় ২০১৭ সালে। ‘জেইএফ’এর অধীনেও ২০১৯ সালে বল্টিক ও উত্তর সাগরে বড় আকারের মহড়া হয়, যেখানে এই দুই দেশ অংশ নেয়। গত মার্চ মাসে লন্ডনে ‘জেইএফ’এর বৈঠক ছাড়াও বল্টিক সাগরে সামরিক মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে সুইডেন অংশ নেয়।
তথাপি রাশিয়ার সাথে সরাসরি সীমানা এবং দীর্ঘ সংঘাতের ইতিহাসের কারণে ফিনল্যান্ডের ইতিহাস বেশকিছুটা আলাদা; যদিও সেখানে বাকি নরডিক দেশ নরওয়ে এবং সুইডেনকে আলাদা করে দেখাটা কঠিন।
ফিনল্যান্ড – নারী শাসিত সমাজ, নাকি অন্য কিছু?
ফিনল্যান্ডের লিবারাল চিন্তার রাজনৈতিক পরিমন্ডলে যেকেউ মহিলাদের দাপট দেখতে পাবে। দেশটার বর্তমান প্রধানমন্ত্রী সান্না মারিন মাত্র ৩৪ বছর বয়সে ২০১৯ সালে দেশের প্রধানমন্ত্রী হন। তার ক্যাবিনেটে তার ‘সোশাল ডেমোক্র্যাটিক পার্টি’ ছাড়াও রয়েছে আরও চারটা কোয়ালিশন দলের মন্ত্রী। ক্যাবিনেটের ১৯ জন মন্ত্রীর মাঝে ১২ জনই মহিলা; যাদের বেশিরভাগের বয়সই ৪০ বছরের নিচে! ইতোমধ্যেই তার ক্যাবিনেট সদস্যরা মন্ত্রীপদে বহাল থেকে ৮ সন্তানের জন্ম দিয়েছেন; এবং একজন এখনও অন্তঃসত্ত্বা! ‘সেন্টার পার্টি’র ৩২ বছর বয়সী প্রধান কাত্রি কুলমিনি ছিলেন অর্থমন্ত্রী। দলে তাকে প্রতিস্থাপন করা ব্যক্তিটিও একজন মহিলা। আইনমন্ত্রী হয়েছেন ৫৬ বছর বয়সী সুইডিশ ভাষাভাষী অভিজ্ঞ আনা হেনরিকসন; যিনি ‘সুইডিশ পিপলস পার্টি’র উপপ্রধান। বামপন্থী ‘লেফট এলায়েন্স’এর প্রধান ৩২ বছর বয়সী লি এন্ডারসন শিক্ষামন্ত্রী হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন ‘গ্রীন লীগ’এর প্রধান ৩৫ বছর বয়সী মারিয়া ওহিসালো। কেউ কেউ মন্তব্য করেছেন যে, মারিনের ক্যাবিনেটের মাত্র ৩৭ শতাংশ পুরুষ হবার কারণে লিঙ্গবৈষম্য তৈরি হচ্ছে! কিন্তু আসলেই কি ফিনল্যান্ডের নীতি মহিলা রাজনীতিবিদেরা নিয়ন্ত্রণ করছে? ফিনল্যান্ডের ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে যে, দেশটার দীর্ঘমেয়াদী নীতির উপর স্বল্প সময়ের জন্যে নির্বাচিত এই রাজনীতিবিদদের প্রভাব যথেষ্টই কম। যে ব্যাপারটা নিশ্চিত তা হলো, রাষ্ট্রের ভিত এই রাজনীতিবিদেরা নন। দেশটার লিবারাল সংস্কৃতির সাথে সাংঘর্ষিক চিন্তাগুলি, বিশেষ করে প্রতিরক্ষার ক্ষেত্রে কঠোর নীতিগুলি সেদিকেই ইঙ্গিত দেয়। ফিনল্যান্ডের ইতিহাস, সংস্কৃতি এবং দীর্ঘমেয়াদী নীতি সংঘাতের ভূরাজনীতি, বিশেষ করে রাশিয়ার সাথে সংঘাত দ্বারা যথেষ্টই প্রভাবিত।
ফিনল্যান্ডের ভূকৌশলগত অবস্থান
ফিনল্যান্ডের পশ্চিমে রয়েছে বথনিয়া উপসাগর; যার পশ্চিমে রয়েছে সুইডেন। উত্তর পশ্চিমে রয়েছে সুইডেন এবং নরওয়ে। পূর্বের প্রায় পুরোটাই রাশিয়া। আর দক্ষিণে রয়েছে ফিনল্যান্ড উপসাগর; যার ওপাড়ে রয়েছে এস্তোনিয়া। দক্ষিণ পূর্বে কারেলিয়ান যোযক পার হয়ে রাশিয়ার গুরুত্বপূর্ণ শহর এবং বন্দর সেইন্ট পিটার্সবার্স। এই সরু যোযকের পশ্চিমে ফিনল্যান্ড উপসাগর এবং পূর্বে লাদোগা হ্রদ। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এই যোযকের পুরোটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দখল করে নেয়। রাশিয়া এখনও এটার মালিক। রাশিয়ার হাতে থাকলে এই যোযক সেইন্ট পিটার্সবার্গকে স্ট্র্যাটেজিক ডেপথ দেয়।
দেশটার বেশিরভাগ মানুষ উপকূলীয় সমতলে বসবাস করে। এখানে বার্লি, রাই এবং আলুর চাষ হলেও উত্তর মেরুর বেশ কাছে হওয়ায় এখানে কৃষির সম্ভাবনা সর্বদাই একটা নির্দিষ্ট গন্ডির মাঝে সীমাবদ্ধ। ২ লক্ষাধিক মানুষ বাস করে এমন ৫টা শহর রয়েছে ফিনল্যান্ডে। এছাড়াও আরও ১’শ ৭টা ছোট শহর রয়েছে। বেশিরভাগ শহরই উপকূলের পাশে এবং কোন না কোন বড় কারখানাকে ঘিরে গড়ে উঠেছে। উপকূলীয় অঞ্চলে আরও রয়েছে ১ লক্ষ ৮০ হাজার দ্বীপ; যার বেশিরভাগ সুইডেন এবং ফিনল্যান্ডের মূল ভূখন্ডের মাঝে। ৫৫ লক্ষ মানুষের দেশ ফিনল্যান্ড; যেখানে প্রতি বর্গ কিঃমিঃএ ইইউএর মাঝে সবচাইতে কম লোকের বসবাস।
দেশটার ‘লেইক ডিসট্রিক্ট’ বা হ্রদ অঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চলে রাশিয়ার সীমানা ঘেঁষে অবস্থিত। পুরো ফিনল্যান্ডে ৫৬ হাজারের বেশি হ্রদ রয়েছে; যেগুলি বিভিন্ন হিমবাহের বরফ গলা পানি থেকে সৃষ্ট! সবচাইতে বেশি হ্রদ রয়েছে ‘লেইক ডিসট্রিক্টে’। সবচাইতে বড় সাইমা হ্রদকে একটা খালের মাধ্যমে ফিনল্যান্ড উপসাগরের সাথে যুক্ত করা হয়েছে। এই খাল দিয়ে হ্রদ অঞ্চলের কাঠ বার্জে করে পরিবহণ করা হয়। ইইউএর মাঝে সবচাইতে বেশি কাঠ উৎপাদন করে ফিনল্যান্ড। দেশটার ৮০ শতাংশ ভূমিই মূলতঃ বনভূমি। তবে নদী, হ্রদ এবং জলাভূমি যোগ করলে মোট জলাভূমি দেশটার প্রায় এক তৃতীয়াংশ। দেশটার সর্বউত্তরে রয়েছে ল্যাপল্যান্ড এলাকা, যেখানে অক্টোবরের শুরু থেকে মে মাসের শুরু পর্যন্ত শীতকাল থাকে। শীতকালে উত্তরাঞ্চল সূর্য দেখেনা; আর গ্রীষ্মকালে সূর্য অস্তই যায়না! এখানকার বেশিরভাগ নদীই পুরোপুরিভাবে বরফে ঢাকা। স্বল্প সময়ের গ্রীষ্মকালে এখানকার বরফ গলে বিশাল জলাভূমি তৈরি করে।
সমুদ্রসোতের কারণে উপকূলীয় অঞ্চলে শীতকাল এবং গ্রীষ্মকালের সময় সমান। হেলসিনকিতে গ্রীষ্মকালীন তাপমাত্রা গড়ে ১৭ ডিগ্রী সেলসিয়াসের মতো থাকে। তবে শীতকালে তা গড়ে শূণ্যের নীচে ৫ ডিগ্রীর মতো থাকে। তারপরেও অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত তুষারপাত হয় এবং দেশটার অপাক্ষাকৃত উষ্ণ উপকূলীয় অঞ্চলও বছরে ৩ থেকে ৪ মাস বরফাচ্ছাদিত থাকে। দেশটায় তেমন কোন বড় পাহাড় না থাকলেও উত্তর এবং পূর্বাঞ্চলের এলাকাকে ‘বিপজ্জনক’ বলে বলা হয়। সর্বোচ্চ পাহাড় মাত্র ১৩’শ মিটার উঁচু।
ফিনল্যান্ডের দক্ষিণ উপকূল মাত্র ৮০ কিঃমিঃ চওড়া ফিনল্যান্ড উপসাগরের উপর কর্তৃত্ব করছে। একারণেই সেইন্ট পিটার্সবার্গ থেকে বের হওয়া যেকোন রুশ জাহাজের উপর ফিনল্যান্ড নজর রাখতে পারে এবং দরকার বিশেষে সেগুলিকে হুমকিতেও ফেলতে পারে। সেইন্ট পিটার্সবার্গ থেকে রাশিয়ার জাহাজের মহাসমুদ্রে পৌঁছাবার জন্যে বৈরী ফিনল্যান্ড একটা বড় হুমকি। সেকারণেই রাশিয়া সর্বদা চায় ফিনল্যান্ড অন্ততঃ তার বিরুদ্ধে না যাক। কারেলিয়ান যোযক সেইন্ট পিটার্সবার্গের নিরাপত্তা জন্যে গুরুত্বপূর্ণ; যেকারণে রাশিয়া যুদ্ধ করে এই অঞ্চল দখল করেছিল। তবে রাশিয়ার সাথে ফিনল্যান্ডের বিশাল সীমানা হাজারো হ্রদে পরিপূর্ণ হওয়ায় রাশিয়া থেকে আক্রমণ করে ফিনল্যান্ডের জমি দখল করাটা একেবারেই অবাস্তব। একইসাথে দেশটার অতিশীতল আবহাওয়া এবং দেশের মানুষের যুদ্ধ করার সক্ষমতা দেশটাকে দখলের জন্যে অনুপযুক্ত করে তোলে; যেটা সোভিয়েতরা টের পেয়েছে।
ফিনল্যান্ড – যাকে কেউই চায়নি
ন্যাপোলিয়নের সময় ঊনিশ শতকের শুরুতে রুশরা চাইছিল যে, সুইডেন ব্রিটিশ রয়াল নেভিকে বল্টিক সাগরে ঢুকতে বাধা দিক। সুইডেন সেটা করতে রাজি না হওয়ায় ১৮০৮ সালে সুইডেনের কাছ থেকে রুশরা ফিনল্যান্ড নামের এলাকাটা দখল করে নেয়। পরের বছর ফিনিসরা রাশিয়ার অধীনত্ব মেনে নেয়। গ্র্যান্ড ডাচি অব ফিনল্যান্ড নামে রাশিয়ার অধীনে একটা রাজ্য গঠিত হয়। ফিনল্যান্ডের অঞ্চলগুলি রাশিয়ার সাথে পরবর্তী চুক্তিগুলির মাধ্যমে নিশ্চিত করা হয়। তবে ফিনল্যান্ড স্বাধীন ছিল না। প্রথম বিশ্বযুদ্ধের সময় রাশিয়া দুর্বল হয়ে পড়লে জার্মানরা ফিনল্যান্ডের কর্তৃত্ব নিয়ে নেয়। এরপর জার্মান এবং রাশিয়ায় ক্ষমতা নেয়া সোভিয়েতদের সমর্থকদের মাঝে ফিনল্যান্ডে গৃহযুদ্ধ চলে, যার মাঝ দিয়ে দেশটার স্বাধীন অস্তিত্বের আলোচনার শুরু। এখানে ব্রিটিশ বা ফরাসিদের কোন ভূমিকা ছিল না; কারণ তারা ফ্রান্সের রণাঙ্গনে ব্যস্ত ছিল। তবে ১৯১৮ সালে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের মাধ্যমে ফিনল্যান্ড থেকে জার্মান সেনারা চলে যায়। ১৯১৯ সাল থেকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ব্রিটিশ এবং ফরাসি মিত্রশক্তি যুদ্ধ শুরু করে। সেসময় তাদের ফোকাস ছিল রাশিয়ার উত্তরাঞ্চল এবং এস্তোনিয়া; ফিনল্যান্ড নয়। ব্রিটিশরা এস্তোনিয়া এবং লাটভিয়ার জন্ম দিলেও ফিনল্যান্ড কারুর কাছেই গুরুত্ব পায়নি। রাশিয়ায় ক্ষমতা নেয়া বলশেভিকরা ১৯২০ সালে ফিনল্যান্ডকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, যদিও তারা এস্তোনিয়া এবং লাটভিয়াকে দখল করে নিয়েছিল। অর্থাৎ তখন পর্যন্ত ফিনল্যান্ড রাশিয়ার কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। এই হিসেবটা অবশ্য খুব অল্প সময়ের মাঝেই পাল্টে যায়, যখন সোভিয়েত ইউনিয়ন নিজেদেরকে সংগঠিত করে ক্রমেই আগ্রাসী হতে থাকে। এসময়েই রাশিয়ার উপর নির্ভরশীল ফিনল্যান্ড রাশিয়াকে হুমকি হিসেবে দেখতে থাকে।
১৯৩৯-৪০ সালের 'উইন্টার' যুদ্ধ। এই যুদ্ধে ফিনল্যান্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সোভিয়েতরা ফিনল্যান্ডের বৈরী আবহাওয়া, কঠিন ভূপ্রকৃতি এবং ফিনিস সেনাদের দৃঢ়তার ব্যাপারে একটা ধারণা পায়। |
রাশিয়ার সাথে ফিনল্যান্ডের সম্পর্ক অবিশ্বাসের
তবে জন্মের পর থেকেই ফিনল্যান্ডের প্রতিরক্ষা চিন্তাটা ছিল রাশিয়াকে ঘিরে। রাশিয়ার সাথে দেশটার ১৩’শ ৪০ কিঃমিঃএর বিশাল স্থলসীমানা রয়েছে। আর এই পুরো সীমানা জুড়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝে ১৯৩৯ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করেছে ফিনল্যান্ড। ১৯৩৯ সালের নভেম্বর থেকে ১৯৪০ সালের মার্চ মাস পর্যন্ত ‘উইন্টার’ যুদ্ধ বলে পরিচিত সংঘাতে সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ড আক্রমণ করে বসে। এসময় ব্রিটিশ এবং ফরাসিরা ফিনিসদের কোন সহায়তা দেয়নি। তবে প্রচন্ড শীতের মাঝে তিন মাস যুদ্ধের পর উভয় পক্ষই যুদ্ধ শেষ করতে বাধ্য হয়। ফিনল্যান্ডের অফিশিয়াল হিসেবে সেই যুদ্ধে প্রায় ২৬ হাজার মানুষ নিহত হয় এবং আরও প্রায় ৪৪ হাজার হয় আহত। সোভিয়েতরা যুদ্ধে সাড়ে ৪৮ হাজার মৃত এবং দেড় লক্ষাধিক আহত ও শীতে অসুস্থ হওয়ার কথা স্বীকার করে। তবে পরবর্তী রুশ গবেষকেরা মৃতের সংখ্যাকে ৫৩ হাজার থেকে ৬৪ হাজার বলে দাবি করেছেন। আরও কিছু গবেষণায় এই সংখ্যা ১ লক্ষাধিক বলেও উল্লেখ করা হয়। যুদ্ধে সোভিয়েতরা ১ হাজারের বেশি ট্যাংক এবং ২’শর বেশি যুদ্ধবিমান হারায়। এই যুদ্ধে ফিনল্যান্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সোভিয়েতরা ফিনল্যান্ডের বৈরী আবহাওয়া, কঠিন ভূপ্রকৃতি এবং ফিনিস সেনাদের দৃঢ়তার ব্যাপারে একটা ধারণা পায়। ১৯৪১ সালে জার্মানরা সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করার পরে ফিনল্যান্ড জার্মানির পক্ষে যুদ্ধে যোগ দেয়। ১৯৪৪ সাল পর্যন্ত সোভিয়েতদের সাথে এই যুদ্ধে ফিনিশরা আরও ৬৩ হাজার মানুষ হারায়; এছাড়াও আরও দেড় লক্ষাধিক হয় আহত। অপরদিকে সোভিয়েতরা হারায় আড়াই লক্ষাধিক সেনা; এবং আরও সাড়ে ৫ লক্ষের বেশি আহত ও শীতে অসুস্থ্য হয়। যুদ্ধে ফিনিসরা গড়ে সাড়ে ৪ লক্ষ সেনা যুদ্ধক্ষেত্রে মোতায়েন রেখেছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝে ফিনল্যান্ডের সোভিয়েত বিরোধী অবস্থান তাদেরকে পরবর্তীতে ভুগিয়েছে; কারণ ১৯৪৫ সালে জার্মানি যুদ্ধে হেরে যায়। বিজয়ী সোভিয়েতদের কাছে ফিনিসরা ভাইবর্গ বন্দর শহর সহ বেশকিছু ভূমি ছেড়ে দিতে বাধ্য হয় এবং যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে ৮ বছরের মাঝে ৩’শ মিলিয়ন ডলার দিতে রাজি হয়। এছাড়াও সমরাস্ত্র তৈরি এবং রাখার ব্যাপারে ফিনল্যান্ডের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা ছিল; যেমন ফিনল্যান্ডের নৌবাহিনীতে কোন সাবমেরিন থাকতে পারবে না। এছাড়াও রাজধানী হেলসিনকির দক্ষিণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পোরক্কালা উপদ্বীপ ৫০ বছরের জন্যে সোভিয়েত ইউনিয়নের কাছে লীজ দিতে বাধ্য হয় ফিনল্যান্ড। এই উপদ্বীপ রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ বন্দর থেকে বের হওয়া যেকোন জাহাজের ফিনল্যান্ড উপসাগর অতিক্রম করার উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। পোরক্কালা থেকে মাত্র ৮০ কিঃমি দক্ষিণে রয়েছে এস্তোনিয়ার টালিন বন্দর; এই দুয়ের মাঝ দিয়ে রাশিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ গিয়েছে। তবে সোভিয়েতরা ১৯৫৬ সালেই এই উপদ্বীপ ফিনল্যান্ডের কাছে ফিরিয়ে দেয়।
ঠান্ডা যুদ্ধ পরবর্তী ফিনল্যান্ডের প্রতিরক্ষা চিন্তা
পুরো ঠান্ডা যুদ্ধের মাঝে ফিনল্যান্ড সোভিয়েত ইউনিয়নকে তুষ্ট করেই চলেছে। তবে পশ্চিমের সাথে তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়েছে। ১৯৯০ সালে জার্মানির একত্রীকরণ এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ১৯৪৭ সালের যুদ্ধের বাধ্যবাধকতাসমূহকে বাতিল বলে ঘোষণা দেয়। ততদিনে ফিনল্যান্ডের লিবারাল নীতির কারণে পশ্চিমারা ব্যাপারটাকে খারাপ চোখে দেখেনি। ফিনল্যান্ড সাবমেরিন রাখার নীতি পরিবর্তন করলেও এখনও তারা কোন সাবমেরিন ক্রয়ের পরিকল্পনা করেনি। যদিও সাম্প্রতিক সময়ে রাশিয়ার সাথে উত্তেজনার মাঝে ব্যাপারটা আলোচিত হচ্ছে।
রাশিয়ার সাথে ফিনল্যান্ডের বিশাল সীমানা রক্ষা করতে ফিনিসরা কিছু নীতির পক্ষে, যা কিনা পশ্চিমা লিবারাল চিন্তার সাথে সাংঘর্ষিক। ১৯৯৯ সালে ‘অটোয়া কনভেশন’এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ভারত ব্যাতীত বিশ্বের বেশিরভাগ দেশ এন্টি-পার্সোনেল মাইন বা একজন মানুষ হত্যা বা আহত করার মতো ক্ষমতার মাইন তৈরি, ব্যবহার, স্টক বা রপ্তানি না করার ব্যাপারে সম্মত হয়। ২০১১ সালে পশ্চিমা দেশগুলির মাঝে শেষ দেশ হিসেবে ফিনল্যান্ড এই কনভেনশনে স্বাক্ষর করে। ‘রয়টার্স’ বলছে যে, দেশটার অনেকেই রাশিয়ার সাথে তাদের বিশাল স্থলসীমানা রক্ষার্থে মাইনকে অতি প্রয়োজনীয় হিসেবে দেখে। ২০১৮ সালে তৎকালীন ফিনিস প্রতিরক্ষামন্ত্রী জুসসি নিনিস্তো সাংবাদিকদের বলেন যে, ফিনল্যান্ড নিজেদের মতো করে ‘বাউন্ডিং মাইন’ ধরণের একটা মাইন ডেভেলপ করছে, যা রিমোট কন্ট্রোলে কাজ করবে। ট্রিগার টিপলে এই মাইন মাটি থেকে লাফ দিয়ে উপরে উঠে গিয়ে বহু বুলেটে বিভক্ত হয়ে মাটিতে থাকা শত্রুদের সকলকে একত্রে ঘায়েল করবে। তিনি বলেন যে, দেশের জরুরী প্রয়োজনে ‘অটোয়া কনভেনশন’এর মত চুক্তিগুলি অদরকারি কাগজ হয়ে যেতে পারে।
ফিনল্যান্ডে সকল পুরুষদের সেনাবাহিনীতে সার্ভিস দেয়া বাধ্যতামূলক। দেশটার সেনাবাহিনীর সদস্যসংখ্যা মাত্র ২০ হাজারের মতো; যা যুদ্ধের সময় বহুগুণ করার পরিকল্পনা রয়েছে। ১৯৯৫ সালে ফিনল্যান্ড প্রথমবারের মতো তাদের সেনাবাহিনীতে মহিলাদের রিক্রুট করা আরম্ভ করে। তবে মহিলাদের ক্ষেত্রে সার্ভিস হলো ঐচ্ছিক। গড়ে প্রতিবছর মোট রিক্রুটের প্রায় আড়াই শতাংশ থাকে মহিলা। ২০১৮ সালে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী নিনিস্তো এক টেলিভিশন সাক্ষাতে বলেন যে, ফিনল্যান্ডের প্রতিরক্ষার একটা মূল স্তম্ভ হলো সম্ভাব্য যুদ্ধের সময় ২ লক্ষ ৮০ হাজার সেনার একটা বাহিনী তৈরি করতে পারার মতো সক্ষমতা তৈরি করা। আর সেটা নিশ্চিত করতে শুধু পুরুষদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক রিক্রুট করলেই হবে না; মহিলাদেরকেও এই পরিকল্পনার মাঝে আনতে হবে। ‘বিবিসি’র এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, নিনিস্তো ফিনল্যান্ডের সামরিক বাহিনীতে মহিলাদের ভূমিকা নিয়ে নতুন একটা আলোচনার জন্ম দিয়েছেন; যা দেশটার নিরাপত্তার সাথে সম্পর্কিত। তবে দেশটার পুরো সমাজেই নারী নির্যাতনের পরিস্থিতি ভয়াবহ। লিবারাল সমাজ হলেও দেশটার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরিপের হিসেবে ফিনল্যান্ডের ৩৫ বছরের নিচে সকল মহিলার অর্ধেকের বেশি কোন না কোন প্রকারের যৌন হয়রানির শিকার হয়েছে। একারণে সামরিক বাহিনীতে মহিলাদের সার্ভিস দেয়ার বিষয়টা আলোচনার উর্ধ্বে নয়।
‘স্ট্যাটিস্টা’র হিসেবে ফিনল্যান্ডের ১৯ বছরের নীচে জনসংখ্যা সাড়ে ১১ লক্ষ; ২০ থেকে ৩৯ বছরের জনসংখ্যা ১৩ লক্ষ ৮০ হাজার; ৪০ থেকে ৫৯ বছরের জনসংখ্যাও ১৩ লক্ষ ৮০ হাজার; আর ৬০ বছরের অধিক বয়সের জনসংখ্যা ১৬ লক্ষ ৩৩ হাজার। অর্থাৎ দেশটায় বৃদ্ধ মানুষ বেশি। ০ দশমিক ০২ শতাংশ হারে বৃদ্ধি পাওয়া জনসংখ্যার যে এই দশা হবে, তা অবশ্য অনুমেয়। বয়সভিত্তিক জনসংখ্যার এই হিসেবে যুদ্ধ করার জন্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী হবে ২০ থেকে ৩৯ বছর বয়সের। এর সাথে ১৫ থেকে ১৯ এবং ৪০ থেকে ৫০ বছরের কিছু মানুষও থাকবে। তাহলে দেশের যুদ্ধ করার সক্ষমতার মানুষ ২০ লক্ষের মত হতে পারে। এর মাঝে মহিলা বাদ দিলে শুধু ১০ লক্ষ পুরুষের মাঝ থেকেই ২ লক্ষ ৮০ হাজার সৈন্যের বাহিনী তৈরি করতে হবে; যা খুব একটা সহজ কাজ না হলেও অসম্ভব নয়। ২ লক্ষ ৮০ হাজার সেনার একটা বাহিনী যেকোন রুশ হামলার জন্যে মারাত্মক প্রতিরোধ হিসেবে দাঁড়াবে।
ফিনল্যান্ডের যুদ্ধ প্রস্তুতি, ২০০৭-২০১২
২০১২ সালের সেপ্টেম্বরে ‘পলিটিকো’র এক প্রতিবেদনে বলা হয় যে, বেশিরভাগ মানুষই জানে না যে, ছোট্ট জনসংখ্যার ফিনল্যান্ডের রয়েছে ইউরোপের সবচাইতে বড় আর্টিলারি বাহিনী এবং সবচাইতে উন্নত আকাশ সার্ভেইল্যান্স ব্যবস্থাগুলির একটা। এছাড়াও দেশটার সামরিক ইন্টেলিজেন্স, স্পেশাল ফোর্স এবং সাইবার প্রতিরক্ষা বহু দেশ থেকে উন্নততর। তবে রাশিয়ার সাথে ফিনল্যান্ডের সম্পর্ক খারাপ হচ্ছে সেসময় থেকেই। ফিনল্যান্ড ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘এফএ-১৮’ যুদ্ধবিমানে ব্যবহার করার জন্যে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য দূরপাল্লার ‘এজিএম-১৫৮ জেএএসএসএম’ ক্ষেপণাস্ত্র কেনার অনুরোধ করে; যুক্তরাষ্ট্র তখন তা প্রত্যাখ্যান করে। তবে ২০০৮ সালের মার্চে জর্জিয়াতে রুশ সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা বৃদ্ধি পাওয়া এবং এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের জর্জিয়া এবং ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার প্রস্তাবের পর জুলাই মাসে মার্কিন সরকার ফিনল্যান্ডের কাছে ৪’শ ৩৫ মিলিয়ন ডলারে ৩’শ অত্যাধুনিক দূরপাল্লার রাডার গাইডেড ‘এমরাম’ আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নেয়; যদিও ‘টেকনিক্যাল’ কারণে এর ডেলিভারি ২০১২এর আগে হয়নি।
রাশিয়া ইতোমধ্যেই ২০০৮ সালের অগাস্টে জর্জিয়ায় সামরিক হামলা করে; যা ফিনল্যান্ডের ব্যাপারে মার্কিন সরকারের নীতিকে আরও পরিবর্তন করার অজুহাত দেয়। ২০১১ সালের অক্টোবরে মার্কিন সরকার ১’শ ৯৩ মিলিয়ন ডলারে ফিনল্যান্ডের কাছে ‘জেএএসএসএম’ ক্ষেপণাস্ত্র বিক্রি করার অনুমতি দেয়। ৩’শ ৭০ কিঃমিঃ পাল্লার এই ক্ষেপণাস্ত্র বেশিরভাগ রাডারের চোখকে ফাঁকি দিয়ে টার্গেটে আঘাত হানতে সক্ষম। যুক্তরাষ্ট্র এই অস্ত্র এর আগে ন্যাটোর কোন সদস্য রাষ্ট্রকেও দেয়নি! ২০১৮ সালের মার্চে ফিনিস বিমান বাহিনীর ‘এফএ-১৮’ যুদ্ধবিমান থেকে এই ক্ষেপণাস্ত্রের টেস্ট ফায়ারিং করা হয়। ২০১২ সালের মার্চে এই বিক্রি নিশ্চিত হবার পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফিনল্যান্ডের ন্যাটোর সাথে সহযোগিতা বৃদ্ধি এবং আরও সামরিক সরঞ্জাম কেনাকাটার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। ‘পলিটিকো’র প্রতিবেদনে বলা হচ্ছে যে, এটা ফিনল্যান্ডকে রাশিয়ার বিরুদ্ধে একটা শক্তিশালী ডিটারেন্ট দিয়েছে। ফিনিস নিরাপত্তা বিশ্লেষক চার্লি স্যালোনিয়াস পাস্তারনাক ২০১২ সালের সেপ্টেম্বরে এক প্রতিবেদনে বলেন যে, ফিনিসরা এখন ২১ শতকের প্রযুক্তি ব্যবহার করে আশেপাশের সকল সমুদ্রপথ রাশিয়ার জন্যে বন্ধ করে দিতে সক্ষম। তিনি যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পিছনে ২০০৮ সালে রাশিয়ার জর্জিয়া আক্রমণ এবং ২০০৯ সালে বড় সামরিক মহড়ার কথা উল্লেখ করেন। ২০১০ সাল থেকে ন্যাটো উত্তর ইউরোপে কতগুলি সামরিক মহড়া করেছে, সেটার হিসেব রাখাটাই কঠিন হয়ে যায়। সুইডেন এবং ফিনল্যান্ডকে বাদ দিয়ে ন্যাটোর উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব। একারণেই ন্যাটো এই দুই দেশের সাথে সামরিক সম্পর্ক জোরদার করছে। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নরওয়ে, যে কিনা ন্যাটোর সদস্য। নরওয়ের সাথে সুইডেন ও ফিনল্যান্ড ঘনঘন সামরিক মহড়া দিচ্ছে। পুতিন যত বেশি হুঁশিয়ারি উচ্চারণ করছেন, ফিনল্যান্ডের ডানপন্থীরা তত শক্তিশালী হচ্ছে এবং দেশটার প্রতিরক্ষার ব্যাপারে আরও শক্তিশালী পদক্ষেপ নেবার কথা বলছে।
আরও অস্ত্র এবং সামরিক বাজেট বৃদ্ধি, ২০১৪-বর্তমান
২০১৪ সালের জানুয়ারি মাসে ফিনল্যান্ড ২’শ ২৫ মিলিয়ন ডলার খরচে ডাচ সেনাবাহিনীর ১’শ ‘লেপার্ড-২এ৬’ ট্যাংক কিনে নেয়ার সিদ্ধান্ত নেয়। মার্কিন থিংকট্যাংক ‘আটলান্টিক কাউন্সিল’এর এক লেখায় বলা হচ্ছে যে, ১৯৮৪ থেকে ১৯৯০ সালের মাঝে ফিনল্যান্ড সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে ১’শ ৬০টা ‘টি-৭২এম১’ ট্যাংক কেনে। এগুলি ২০০৩ সালের পর জার্মান সেনাবাহিনীর কাছ থেকে কেনা ১’শ ২৪টা ‘লেপার্ড-২এ৪’ ট্যাংক দিয়ে প্রতিস্থাপন করা হয়। স্টকে থাকা ১’শটা ‘লেপার্ড-২এ৪’ ট্যাংককে ডাচ সেনাবাহিনীর ট্যাংক দিয়ে প্রতিস্থাপন করার পরিকল্পনা ছিল। তবে কিছুদিন পরেই বোঝা যায় যে, ফিনিসরা আসলে পুরোনো ট্যাংক প্রতিস্থাপন করছিল না; তারা ট্যাংকের সংখ্যা দ্বিগুণ করে ২’শতে নিয়ে যাচ্ছিলো। ফিনল্যান্ডের সামরিক বাহিনীর ওয়েবসাইট বলছে যে, ২০২১এর ডিসেম্বরে ফিনিসরা জার্মান কোম্পানি ‘ক্রাউস-মাফেই ওয়েগমান’এর সাথে ১১ মিলিয়ন ডলার খরচে সবগুলি ‘লেপার্ড-২’ ট্যাংক উন্নয়নের চুক্তি করে। এর ফলে ফিনিস ট্যাংকগুলি নতুন হাই এক্সপ্লোসিভ ফ্র্যাগমেন্টেশন গোলা নিক্ষেপ করতে সক্ষম হবে। এই প্রকল্প ফিনিসরা নিয়েছে সুইডেনের সাথে সমন্বয় করে; যাতে দরকারে দুই দেশের মাঝে গোলাবারুদ আদানপ্রদান সম্ভব হয়।
২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে মার্কিনীরা ঘোষণা দেয় যে, তারা ৬’শ ২২ মিলিয়ন ডলারে ফিনল্যান্ডের কাছে ১’শ ১২টা ‘হারপুন’ জাহাজ ধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ১’শ ১৩ মিলিয়ন ডলারে ৬৮টা ‘ইএসএসএম’ বিমান ধ্বংসী ক্ষেপণাস্ত্র বিক্রি করছে। প্রায় আড়াই’শ কিঃমিঃ পাল্লার ‘হারপুন ব্লক ২ প্লাস ইআর’ ক্ষেপণাস্ত্রগুলি ফিনল্যান্ডের ‘হামিনা ক্লাস’ মিসাইল বোটগুলিতে ‘আরবিএস-১৫’ ক্ষেপণাস্ত্রের স্থলাভিষিক্ত হবে। এছাড়াও কিছু ক্ষেপণাস্ত্র ভূমি থেকে নিক্ষেপণযোগ্য হিসেবে রাখা হবে। নতুন ক্ষেপণাস্ত্রে সজ্জিত হয়ে ফিনল্যান্ড সরু সমুদ্রপথের উপর রুশ জাহাজের বিরুদ্ধে নতুন হুমকি তৈরি করতে পারবে। একই বছরের জুলাই মাসে ফিনল্যান্ড ঘোষণা দেয় যে, তারা ইস্রাইলের কাছ থেকে ‘গ্যাব্রিয়েল’ জাহাজ ধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনবে। প্রায় ২’শ মিলিয়ন ডলারে কেনা এই ক্ষেপণাস্ত্র এবং ‘ইএসএসএম’ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ভবিষ্যৎ ৪টা ‘স্কোয়াড্রন ২০২০’ কর্ভেটে বসানো হবে। এই ক্ষেপণাস্ত্রগুলি বল্টিক এবং ফিনল্যান্ড উপসাগরে ফিনল্যান্ডের নৌসক্ষমতাকে অনেক বাড়িয়ে দেবে।
২০২১এর সেপ্টেম্বরে ফিনিস প্রতিরক্ষা মন্ত্রণালয় পার্লামেন্টের সামনে একটা রিপোর্ট পেশ করে; যেখানে বলা হয় যে, ফিনল্যান্ডের প্রতিরক্ষা আবহ বেশ থমথমে এবং অনিশ্চিত। ফিনল্যান্ডের পাশে আর্কটিক অঞ্চলের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। আর ফিনিসরা চিন্তিত যে, রুশরা ফিনল্যান্ডের আশেপাশের এলাকায় বিশাল সমরশক্তি মোতায়েন রেখেছে। প্রতিবেদনে পুরো ফিনল্যান্ড জুড়ে প্রতিরক্ষা কাঠামো তৈরির কথা বলা হয়; বিশেষ করে আঞ্চলিক ইউনিট গঠনের উপর গুরুত্ব দেয়া হয়, যেখানে রিজার্ভ সেনাদের যথেষ্ট ভূমিকা থাকবে। আঞ্চলিকভাবে ফিনল্যান্ডের আশেপাশের দেশগুলির সাথে প্রতিরক্ষা সহযোগিতাগুলির উপর গুরুত্ব আরোপ করে বলা হয় যে, ‘নরডিক ডিফেন্স কোঅপারেশন’, ইইউ, ন্যাটো, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সাথে ফিনল্যান্ডের সহযোগিতা বৃদ্ধি করতে হবে। ন্যাটো এবং ইইউএর সাথে সামরিক মহড়া এবং আন্তর্জাতিক সমস্যা নিরসনে অংশ নেয়ার কথাও বলা হয়।
রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর থেকে ফিনল্যান্ড তার প্রতিরক্ষার পিছনে খরচ ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। পাঁচ দলের কোয়ালিশন সরকার আগামী চার বছরের সামরিক বাজেট ৭০ শতাংশ বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে। অতিরিক্ত খরচের মাঝে থাকবে ১ দশমিক ৯ বিলিয়ন ডলারে বিভিন্ন অস্ত্র এবং বন্দুক; ১’শ ৭৭ মিলিয়ন ডলারে সীমানা পাহাড়ার জন্যে আকাশে সার্ভেইল্যান্সে সক্ষম ইন্টেলিজেন্স। ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী আনত্তি কাইক্কোনেন বলেন যে, ইউরোপে যুদ্ধ শুরুর কারণে ফিনল্যান্ডের নিরাপত্তা আবহ পুরোপুরি পরিবর্তিত হয়ে গেছে। একারণেই প্রতিরক্ষা বাজেট যথেষ্ট বৃদ্ধি করার প্রস্তাব দেয়া হয়েছে। ‘ডিফেন্স পোস্ট’ বলছে যে, গত ১২ই এপ্রিল ফিনিস সেনাবাহিনী ঘোষণা দেয় যে, তারা প্রায় ১৫ মিলিয়ন ডলার খরচে ১ থেকে ২ হাজার ছোট আকৃতির ইন্টেলিজেন্স ড্রোন ক্রয় করতে যাচ্ছে।
ফিনল্যান্ডের প্রতিরক্ষার পিছনে বিনিয়োগের সবচাইতে বড় ঘোষণা আসে ২০২১এর ডিসেম্বরে; যখন ফিনল্যান্ড ঘোষণা দেয় যে, তারা মার্কিন ‘এফ-৩৫’ স্টেলথ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে। ‘এয়ার ফোর্স ম্যাগাজিন’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, গত ১১ই ফেব্রুয়ারি ফিনল্যান্ড ৯ দশমিক ৪ বিলিয়ন ডলারে ৬৪টা ‘এফ-৩৫’ বিমান কেনার ব্যাপারটা নিশ্চিত করেছে। এই প্রকল্পে ফিনিস প্রতিরক্ষা শিল্প বিমানের কিছু অংশ তৈরি করবে এবং ২০২৬ থেকে শুরু করে ২০৩০ সালের মাঝে বিমানগুলির ডেলিভারি পাবে তারা। এই বিমানগুলি ১৯৯২ সালে যুক্তরাষ্ট্র থেকে কেনা ৫৭টা ‘এফএ-১৮’ বিমানকে প্রতিস্থাপিত করবে।
ফিনল্যান্ড ইউক্রেনকে ব্যপকভাবে সামরিক সহায়তা দিচ্ছে। ‘ডিফেন্স নিউজ’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, ফিনল্যান্ড তাদের যুদ্ধকালীন সামরিক সদস্যের সংখ্যাকে সাড়ে তিন লক্ষ থেকে আড়াই লক্ষে নামিয়ে আনার পরিকল্পনা করার কারণে প্রায় ১ লক্ষ কালাশনিকভ রাইফেল অদরকারি হয়ে পড়েছে। এই রাইফেলগুলি এখন ইউক্রেন যাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী আনত্তি কাইক্কোনেন বলছেন যে, ইউক্রেনে রুশ হামলার পর ফিনল্যান্ড সিদ্ধান্ত নিয়েছে যে, তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যাপকভাবে উন্নয়ন করতে ইস্রাইল থেকে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করতে যাচ্ছে। গত ৫ই মার্চ কাইক্কোনেন ফিনিস মিডিয়া ‘ওয়াইএলই’র সাথে এক সাক্ষাতে বলেন যে, ‘এফ-৩৫’ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্তের পরে এটা আরেকটা বড় খরচের খাত। ইস্রাইলের ‘আইএআই’ এবং ‘রাফায়েল’ কোম্পানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির জন্যে প্রতিযোগিতা করছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে ফিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে তিনি বলেন যে, যদিও তাদের সীমান্ত এলাকা শান্তিপূর্ণই রয়েছে, তথাপি তাদের নিরাপত্তাকে শক্তিশালী করাটা খুবই প্রয়োজন। মহামারির কারণে ফিনল্যান্ডের রিজার্ভ সেনারা তাদের ট্রেনিং থেকে বঞ্চিত হয়েছে; যা এখন নিশ্চিত করা হবে। কাইক্কোনেন দৃঢ়তার সাথে বলেন যে, পশ্চিমা দেশগুলির সাথে ফিনল্যান্ডের সম্পর্ক এতটাই গভীর যে, যদি ফিনল্যান্ড আক্রান্ত হয়, তাহলে ইইউএর সদস্য দেশগুলি নিঃসন্দেহে ফিনল্যান্ডকে বাঁচাতে এগিয়ে আসবে। তিনি বলেন যে, ব্রিটেনের সাথে নিরাপত্তার ব্যাপারে ফিনিসরা আলোচনা করছে। এর একদিন আগেই ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো ওয়াশিংটন সফর করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করেন এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কোন্নয়নের ব্যাপারে কথা বলেন। আলোচনার মাঝেই বাইডেন সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা এন্ডারসনকে ফোন করে কথা বলেন; যা ফিনল্যান্ডের সাথে সম্পর্কের ক্ষেত্রে সুইডেনের গুরুত্বকে তুলে ধরে। ‘ওয়াইএলই’ বলছে যে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর তারা জনমত জরিপ করে পেয়েছে যে, দেশের ৫৩ শতাংশ জনগণ ন্যাটোতে যোগদানের পক্ষে।
ফিনল্যান্ডের প্রতিরক্ষার জন্যে নরওয়ে ও সুইডেনের উপর নির্ভরশীলতা
বাইডেন ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সাথে আলোচনার মাঝেই সুইডেনের প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন, কারণ ফিনল্যান্ডের প্রতিরক্ষার কথা বলতে গেলে সুইডেনের কথা আসবেই; সাথে আসবে নরওয়ের কথা। ২০২১এর সেপ্টেম্বরে ফিনল্যান্ড সুইডেনের সাথে একটা সামরিক চুক্তি করে, যার মাঝে বলা হয় যে, দুই দেশ তাদের পদাতিক বাহিনীর জন্যে যেসকল অস্ত্র ও গোলাবারুদ কিনবে, সেগুলি একে অপরের সাথে মিল রেখে কিনবে। ‘আর্মি টেকনলজি’ বলছে যে, এই চুক্তির পাঁচ মাস আগে দুই দেশ এব্যাপারে একটা সমঝোতায় পৌঁছেছিল। এছাড়াও ২০২১এর জুলাই মাসে ফিনল্যান্ড ১৬ মিলিয়ন ডলার খরচে ফিনিস কোম্পানি ‘প্যাট্রিয়া গ্রুপ’এর কাছ থেকে পদাতিক সেনাদের ব্যবহৃত লেজার ও ইনফ্রারেড টার্গেটিং যন্ত্র এবং রাতের বেলায় যুদ্ধ করার জন্যে নাইট ভিশন গগলস অর্ডার করে। ‘প্যাট্রিয়া’র মালিকানার অর্ধেক ফিনিস সরকারের; বাকি অর্ধেক নরওয়ের ‘কংসবার্গ’ কোম্পানির। ‘প্যাট্রিয়া গ্রুপ’এর ওয়েবসাইটে বলা হচ্ছে যে, কোম্পানিটার সাথে ফিনল্যান্ডের সম্পর্ক অনেক পুরোনো এবং যথেষ্ট গভীর। ১৯৬০এর দশক থেকে ফিনল্যান্ডের নৌবাহিনীর জাহাজগুলির ডিজেল ইঞ্জিন রক্ষণাবেক্ষণের কাজ করছে তারা। ১৯৯০এর দশক থেকে ফিনিস বিমান বাহিনীর ব্যবহৃত ‘এফএ-১৮’ ফাইটার বিমান, ‘হক মার্ক৫১’ ট্রেনিং বিমান, ‘এনএইচ ৯০’ হেলিকপ্টার, ‘কাসা সি-২৯৫এম’ পরিবহণ বিমান এবং ‘গ্রোব জি-১১৫ই’ ট্রেনিং বিমানগুলিকে তারা রক্ষণাবেক্ষণ করছে। এছাড়াও ‘প্যাট্রিয়া’ ফিনল্যান্ডের বিমান বাহিনী, সেনাবাহিনী এবং বর্ডার গার্ডের বেসিক পাইলট ট্রেনিংএর দায়িত্বে রয়েছে। ‘প্যাট্রিয়া’র মালিকানায় থাকা ‘নাম্মো’ নামের কোম্পানি নরওয়ের সাথে যৌথভাবে গোলাবারুদ ও রকেট মোটর তৈরি করে। নরওয়ের ‘কংসবার্গ এভিয়েশন মেইনটেন্যান্স’ কোম্পানির অর্ধেক শেয়ার ‘প্যাট্রিয়া’র হাতে।
ফিনল্যান্ড - ভূকৌশলগত সজারু
ফিনল্যান্ডকে কেউ চায়নি। রাশিয়াও একসময় ফিনল্যান্ডকে গুরুত্ব দেয়নি। তবে এই পরিস্থিতি দ্রুতই পাল্টে যায়। ভূপ্রকৃতি, আবহাওয়া এবং দেশটার জনগণের যুদ্ধ করার সক্ষমতা ফিনল্যান্ডকে ভূকৌশলগত সজারুতে রূপান্তরিত করেছে; যা রাশিয়া টের পেয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। কিন্তু বল্টিক সাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথের উপর নিয়ন্ত্রণমূলক অবস্থানে থাকার কারণে ফিনল্যান্ডকে প্রতিবেশী রাশিয়া এড়িয়ে যেতে পারছে না। ফিনল্যান্ডের অবস্থান রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ সমুদ্রবন্দরের জন্যে এবং রুশ জাহাজ চলাচলের জন্যে হুমকি। অপরদিকে রাশিয়ার মতো বিশাল দেশের পাশে ফিনল্যান্ডের জন্ম হবার কারণে দেশটাকে সর্বদাই হুমকির মাঝে থাকতে হয়েছে। রাশিয়া তার নিরাপত্তা নিশ্চিতে ফিনল্যান্ডকে অন্ততঃ তার বিপক্ষে দেখতে চায় না। রাশিয়া তার স্বার্থকে হাসিল করতে একবার ফিনল্যান্ডের সাথে যুদ্ধ করেছে। তবে সেই যুদ্ধ জিততে হয়েছে বিরাট খরচের বিনিময়ে; রাশিয়া নিঃসন্দেহে সেটা ভুলেনি।
ফিনল্যান্ডের জন্মের সময় ব্রিটিশরা সহায়তা না দিলেও সাম্প্রতিককালে ব্রিটিশ এবং মার্কিনীরা নিজের রাশিয়াকে নিয়ন্ত্রণে ফিনল্যান্ডের গুরুত্বপূর্ণ ব্যবহার খুঁজে পেয়েছে। সেই দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করেই গত পনেরো বছর ধরে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ন্যাটো ফিনল্যান্ডকে সামরিক দিক থেকে শক্তিশালী করছে; যা রাশিয়া হুমকি হিসেবে দেখেছে। তবে একইসাথে পশ্চিমা দেশগুলি বল্টিক রাষ্ট্র এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া ছাড়াও পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া, এমনকি ইউক্রেনকেও সহায়তা দিয়েছে। এগুলির মাঝে ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাশিয়া একেবারেই নিতে পারেনি। রাশিয়াকে হয়তো হিসেব করতে হয়েছে যে, কোন দেশটার ন্যাটোর মাঝে যাওয়াটা রাশিয়ার জন্যে অপেক্ষাকৃত বেশি হুমকির। সেই হিসেবে বল্টিক রাষ্ট্রগুলি এবং ফিনল্যান্ডের তুলনায় ইউক্রেন বড় হুমকি ছিল। একারণেই রাশিয়া ইউক্রেনে হামলা করেছে; বাকিগুলিকে বাদ রেখে। সেই হিসেবে ফিনল্যান্ডে রুশ হামলার সম্ভাবনা খুবই কম। অন্ততঃ ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির পর ফিনল্যান্ডের মতো আরেকটা দেশ আক্রমণ পুতিনের জন্যেও অবাস্তব ব্যাপার।
ফিনল্যান্ড আজ প্রায় পুরোপুরিভাবেই পশ্চিমা সমাজের অন্তর্গত। তার সামরিক বাহিনীও পশ্চিমাদের সাথে সমন্বিতভাবে কাজ করছে। লিবারাল চিন্তার ফিনল্যান্ড পশ্চিমাদের যতটা কাছের, বহুকাল রুশ প্রভাবে থাকা ইউক্রেন ততটা কাছের নয়। ইউক্রেনকে পশ্চিমারা রক্ষা না করলেও ফিনল্যান্ডের প্রশ্নটা ভিন্ন; দেশটা ন্যাটোতে যোগদান করুক, আর না করুক। তথাপি ফিনল্যান্ড ন্যাটোতে যোগদান করবে কিনা, সেটা রাশিয়ার জন্যে প্রভাব ধরে রাখার প্রশ্ন। আর ফিনল্যান্ড ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ন্যাটোর উপর নিরাপত্তাগত দিক থেকে এতটাই নির্ভরশীল হয়ে গেছে যে, দেশটাকে আর পশ্চিম থেকে আলাদা করা যাচ্ছে না। ফিনল্যান্ড প্রতিদিনই শক্তিশালী হচ্ছে। ভূকৌশলগত সজারু ফিনল্যান্ডকে আক্রমণ করা যেমন অবান্তর হয়ে যাচ্ছে, তেমনি পশ্চিমা ঘেঁষা ফিনল্যান্ড বল্টিক সাগরে রাশিয়ার সমুদ্রপথের নিরাপত্তাকে ক্রমেই হুমকির মাঝে ফেলে দিচ্ছে। অন্ততঃ মার্কিন ‘জেএএসএসএম’ এবং ‘হারপুন’ ক্ষেপণাস্ত্রগুলি রুশ জাহাজের জন্যে বিরাট হুমকি। রাশিয়ার পক্ষে তার আঞ্চলিক প্রভাব ধরে রাখাটা ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে। অর্থনৈতিক এবং সামরিক উভয় দিক থেকেই ফিনল্যান্ডের সাথে যুদ্ধ রাশিয়ার জন্যে কাম্য নয়। তবে শক্তিশালী ফিনল্যান্ড বল্টিক সাগরে রুশ নৌবাহিনীকে বন্দরের মাঝে আটকে ফেলতে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনকে বিরাট সহায়তা দিতে পারে।
সূত্র –
‘Finland’ in Britannica (https://www.britannica.com/place/Finland/Plant-and-animal-life)
‘Finland Geography’ in Country Reports (https://www.countryreports.org/country/Finland/geography.htm)
‘A Frozen Hell : The Russo-Finnish Winter War of 1939-1940’ by William R Trotter (1991)
‘Finland at War: The Winter War 1939-40’ by Vesa Nenye, Peter Munter and Toni Wirtanen (2015)
‘Finland at War: The Continuation and Lapland Wars 1941-45’ by Vesa Nenye, Peter Munter, Toni Wirtanen and Chris Birks (2016)
‘The Baltic States from 1914 to 1923: The First World War and the Wars of Independence’ by Lt. Col. Andrew Parrott in Baltic Defence Review No. 8 Vol 2/2002
‘Total population of Finland from 2016 to 2021, by age group’ at Statista (https://www.statista.com/statistics/521152/population-of-finland-by-age/)
‘Raytheon delays AMRAAM deliveries to Finnish Air Force’ in Airforce Technology, 03 September 2012
‘Finland tones up its security muscles’ in Politico, 19 September 2012 (https://www.politico.eu/article/finland-tones-up-its-security-muscles/)
‘Long-Term Development Key to Sustained Air Defence Capability’ in Finnish Defence Forces (https://puolustusvoimat.fi/en/web/ilmavoimat/development_of_finlands_air_defense_capability)
‘Valmet Corporation (Valmet Oy)’ in Encyclopedia (https://www.encyclopedia.com/books/politics-and-business-magazines/valmet-corporation-valmet-oy)
‘Finland Buys One Hundred Tanks from the Netherlands’ in Atlantic Council, 22 January 2014
‘US approves $735 million sale to Finland of Harpoon anti-ship and ESSM air defense missiles’ in The Defense Post, 06 February 2018
‘Finland develops 'bounding' mine as military deterrence’ in Reuters, 08 March 2018
‘Finland has second thoughts about its women soldiers’ in BBC, 03 July 2018
‘Finland to acquire Israel’s Gabriel anti-ship missile system’ in The Defense Post, 06 July 2018
‘The Finnish Defence Forces has received the total delivery of the Main Battle Tank Leopard 2A6’ in Finnish Defence Forces, 25 October 2019 (https://maavoimat.fi/en/-/puolustusvoimat-on-vastaanottanut-kaikki-leopard-2a6-taistelupanssarivaunut)
‘Marin's Government deviated from the principle of gender equality’ in University of Helsinki, 20 December 2019 (https://researchportal.helsinki.fi/en/publications/marins-government-deviated-from-the-principle-of-gender-equality)
‘Firepower and interoperability of the Army MBTs Leopard 2 to improve’ in Finnish Defence Forces, 07 December 2021 (https://maavoimat.fi/en/-/firepower-and-interoperability-of-the-army-mbts-leopard-2-to-improve)
‘Senop to supply laser sights and image intensifiers to Finland’ in Army Technology, 08 July 2021
‘Finland and Sweden sign arrangement for joint procurement of weapons’ in Army Technology, 06 September 2021
‘Finnish government publishes defence report’ in Janes, 14 September 2021 (https://www.janes.com/defence-news/news-detail/finnish-government-publishes-defence-report)
‘Finnish Defence Forces to Upgrade Leopard 2 Main Battle Tank Fleet’ in The Defense Post, 10 December 2021
‘Finland Formalizes Deal for 64 Block 4 F-35s’ in Air Force Magazine, 11 February 2022
‘Finland buying Israeli air defence weapons’ in YLE, 05 March 2022 (https://yle.fi/news/3-12345358)
‘Today I welcomed President Niinistö of Finland to the White House to talk about European security’. (https://twitter.com/POTUS/status/1499907464623501332)
‘Audit clears Finnish F-35 buy amid rising spending on pandemic, Ukraine’ in Defense News, 28 March 2022
‘Finland to Spend $15M on New Surveillance Drones’ in The Defence Post, 12 April 2022
‘Finland and Sweden pursue unlinked NATO membership’ in Defense News, 15 April 2022
‘Patria's Successful Strategic Partnership with the Finnish Air Force’ (https://www.patriagroup.com/services/strategic-defence-partnership-concept/strategic-partnership-with-the-finnish-air-force)
অনেক তথ্যবহুল লেখা। বেশ কিছু পয়েন্ট নিয়ে এসেছেন। প্রতিবার আপনার সকল পোস্টে গ্লোবাল বৃটেন নিয়ে কিছু থাকেই কিন্তু এই পোস্টে নাই।
ReplyDeleteহা হা। আসলে ব্রিটেনের কথা এসেছে, যদিও কম। এর কারণ হলো ফিনল্যান্ডের জন্মের পিছনে ব্রিটেনের কোন হাত ছিল না। অথচ এস্তোনিয়া এবং লাটভিয়া ব্রিটেনের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল; এখনও তাই। ব্রিটেন এই দুই দেশের জন্ম দিয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পরপর। কিন্তু ফিনল্যান্ডের জন্মের পিছনে তাদের আগ্রহ ছিল না। এমনকি ফিনল্যান্ডের জন্মের পর ১৯৩৯ সালে যখন সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ড আক্রমণ করে, তখনও ব্রিটেন এবং ফ্রান্স হাত গুটিয়ে বসেছিল। ফিনিসরা নিজেরাই সোভিয়েতদের মোকাবিলা করেছে। তারা যুদ্ধ শেষ পর্যন্ত বন্ধ করতে বাধ্য হয়েছে ঠিকই, কিন্তু রাশিয়ার ক্ষতির পরিমাণও ছিল ভয়াবহ। রাশিয়া সেটা মনে রেখেছে।
Deleteএখন যখন রাশিয়াকে নিয়ন্ত্রণে রাখার প্রশ্ন আসছে, তখনও বেশি গুরুত্ব পেয়েছে এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া। অথচ ফিনল্যান্ডের কথা এসেছে মাত্র ক'দিন হলো। এস্তোনিয়া এবং লাটভিয়ার জন্মদাতা হিসেবে ব্রিটেন বল্টিক সাগরের নিরাপত্তার ক্ষেত্রে নেতৃত্ব নিয়েছে। যুক্তরাষ্ট্র এক্ষেত্রে সহযোগীর ভূমিকায় রয়েছে। এর মূল কারণ হলো বল্টিক সাগর চারিদিক থেকে ঘেরা একটা যায়গা, যেখানে ঢোকার পথ নিয়ন্ত্রণ করে সুইডেন এবং ডেনমার্ক। এই দুই দেশ সর্বদাই ব্রিটেনের প্রভাবের মাঝে রয়েছে। বল্টিক সাগরকে ব্রিটেন নিজের প্রভাবের অন্তর্গত করে রাখতে চায়। আর এখানে জার্মানি হলো উল্টো পক্ষ। তাই বল্টিক সাগরের তথাকথিত নিরাপত্তা চিন্তার মাঝে জার্মানি নেই।
এখন মনে হচ্ছে ব্রিটিশরাই সব কিছু নিয়ন্ত্রণ করছে/ করতে চায়৷ এরা আবার বিশ্বে সোল সুপারপাওয়ার হিসেবে ফিরে আসবে? নাকি আর 3rd রেট পাওয়ার হয়ে থেকে যাবে?
ReplyDeleteযেমন টা গ্লোবাল ব্রিটেন ইনিশিয়েটিভ মাধ্যমে, আফগানিস্তানে আবার প্রভাব বিস্তার করতে চেয়ে অনেকটা ইউএস লাইন থেকে সরে এসে নিজেদের প্লান অনুযায়ী চলছে মনে হচ্ছে৷
এদের কি পুরোপুরি ভাবে বিনাশ হচ্ছে না কেন?
ব্রিটেনকে সুপারপাওয়ার ভাবার কোন কারণ নেই। ব্রিটেনের সবচাইতে বড় সমস্যা হলো যে আদর্শের উপর ভিত্তি করে সে দুনিয়াব্যাপী প্রভাব বিস্তার করতে চাইছে, সেই আদর্শের দৈন্যদশা। আর একদিকে ব্রিটেনের যেমন নিজস্ব সম্পদ নেই, তেমনি সেই সম্পদ আবারও তৈরি করার মতো সুযোগ তার হাতে নেই। কারণ দুনিয়ার বাস্তবতা অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে। এখন সম্পদ অনেক বেশি বিভাজিত; এবং আগের মতো পশ্চিমা বিশ্বের হাতে দুনিয়ার সম্পদের বিশাল অংশের নিয়ন্ত্রণ নেই। এই সম্পদের নেতৃত্বে না আসতে পারলে ব্রিটেনের খুব একটা কিছু করতে পারার সক্ষমতা নেই। কারণ ক্যাপিটালিজমে সম্পদের গুরুত্বই সর্বোচ্চ।
Deleteধন্যবাদ।
ReplyDeleteঅতএব যেহেতু ধীরে ধীরে লিবরালিজম- ক্যাপিটালিজম এর অবস্থা খারাপ, তাই ব্রিটেনের সব ইচ্ছা পুরন হবে না?
ভবিষ্যতে ঠিক কি হবে, সেটা সৃষ্টিকর্তাই জানেন। তবে আমাদের জ্ঞানবুদ্ধি দিয়ে যতটুকু বিশ্লেষণ করা সম্ভব, তাতে ব্রিটেনের আবারও সুপারপাওয়ার হবার সম্ভাবনা নেই।
Delete