Friday 1 February 2019

মার্কিন দুনিয়ায় পরিবর্তনের হাওয়া



 ০১লা ফেব্রুয়ারি ২০১৯

আলহামদুলিল্লাহ!
আমার প্রথম বই প্রকাশিত হলো।

'মার্কিন দুনিয়ায় পরিবর্তনের হাওয়া - সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং সুপারপাওয়ারের বাস্তবতা'

ইনশাআল্লাহ এবারের বই মেলায় বইখানার মোড়ক উন্মোচিত হতে যাচ্ছে।









বই-এর বিষয়বস্তু সম্পর্কে কিছুটা ধারণা এই বর্ণনা থেকে পাওয়া যাবে -


-----------------------------------------------------------------------------------------------

"যুক্তরাষ্ট্র এখনও সুপারপাওয়ার। দুর্বল হলেও এখনও ভূরাজনীতির অনেকটাই যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সুপারপাওয়ার হিসেবে যুক্তরাষ্ট্র দুনিয়ার ভাগ্য নির্ধারণের দায়িত্ব নিয়েছে। গত ২৮ বছরে সুপারপাওয়ারের কোন চ্যালেঞ্জার না থাকা সত্ত্বেও এই সময়ের মাঝে যুক্তরাষ্ট্রের সামরিক, কূটনৈতিক, আদর্শিক ও অর্থনৈতিক সক্ষমতা কমেছে। একইসাথে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ স্থিতিশীলতাও এখন প্রশ্নাতীত নয়।

লেখকের ২০১৭ এবং ২০১৮ সালে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত লেখাগুলি বই আকারে প্রকাশের চিন্তাটা এসেছে একটা ‘বার্ডস আই ভিউ’ পাবার ইচ্ছে থেকে। লেখাগুলি আঞ্চলিকভাবে সাজালে বিশ্বব্যাপী সুপারপাওয়ারের রাজনৈতিক নেতৃত্ব খর্ব হবার আভাস পাওয়া যায়। বিশ্বের ভাগ্য-নির্ধারকের ভূমিকা থেকে বিশ্ব-বাস্তবতাকে মেনে নেবার মতো অবস্থানে নেমে এসেছে যুক্তরাষ্ট্র। বাস্তবতা এখন আর সুপারপাওয়ারের তৈরি করা খেলার মাঠ যে নয়, তা গত দুই বছরের ঘটনাবলি দেখিয়ে দেয়।

গত দুই বছরে ‘মার্কিন দুনিয়া’ ভূরাজনৈতিক বাস্তবতাকে মেনে চলেছে। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে, বাস্তবতা যুক্তরাষ্ট্রকে বিভিন্ন নীতির ব্যাপারে বাধ্য করেছে। বিশ্বের নিয়ন্ত্রকের ভূমিকা যুক্তরাষ্ট্রের হাতে আর কতদিন থাকবে? আর বর্তমান সুপারপাওয়ারের স্থলাভিষিক্তই বা কে হতে পারে?"

-----------------------------------------------------------------------------------------------






আশা রাখি বইখানা আপাততঃ বই মেলার "অমৃত অন্বেষা" স্টলে পাওয়া যাবে। অন্য স্টলেও বইখানা রাখার ব্যবস্থা করা হচ্ছে।

'মার্কিন দুনিয়ায় পরিবর্তনের হাওয়া - সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং সুপারপাওয়ারের বাস্তবতা'

লেখক - আহমেদ শরীফ

প্রকাশক - মুহাম্মদ রাশেদুল ইসলাম,
                 ড্রিমস পাবলিকেশনস, আবহাওয়া অফিস রোড, আকুর টাকুর পাড়া, টাঙ্গাইল

প্রথম প্রকাশ - জানুয়ারি ২০১৯

প্রচ্ছদ - তৌহিদুল ইসলাম

বানান সমন্বয় - আযাদ কামাল

লিপি বিন্যাস - আনোয়ার পারভেজ

মুদ্রণ - ওমাসিস প্রেস, কাঁটাবন, ঢাকা

পৃষ্ঠা সংখ্যা - ৩২৬; হার্ড কভার 

মূল্য - ৪৫০/- (চারশত পঞ্চাশ টাকা মাত্র) 


ISBN : 978-984-34-6437-8


-----------------------------------------------------
আপডেট - ১৮ই অক্টোবর ২০১৯

বইটা এখন রকমারি ডট কম-এ পাওয়া যাচ্ছে - 
 https://www.rokomari.com/book/184641/markin-duniyar-poribortoner-haoya--samprotik-vurajnoitik-poristhiti-ebong-superpowerer--bastobota

---------------

একইসাথে যেকোন জেলা শহরে বই পৌঁছে দেয়া যাবে। নিচের ফেসবুক পেইজে ইনবক্স-এ ঠিকানা এবং ফোন নম্বর পাঠিয়ে দিন; বই পৌঁছে যাবে ইনশাআল্লাহ। 
https://web.facebook.com/k360bd/ 

---------------

এছাড়াও বইটা ঢাকার 'বেঙ্গল বই'-এর লালমাটিয়া সেন্টার-এ পাওয়া যাচ্ছে। 
1/3 Block D, Lalmatia
1209 Dhaka, Bangladesh

https://web.facebook.com/Bengalboidhaka/


--------------- 

ঢাকা এবং চট্টগ্রামের 'বাতিঘর'-এও বইখানা পাওয়া যাচ্ছে। সিলেটের স্টোরেও খুব শিগগিরই পাওয়া যাবে ইনশাআল্লাহ।

বাতিঘর ঢাকা
বিশ্বসাহিত্য কেন্দ্র ভবন, ১৭ ময়মনসিংহ রোড, বাংলা মোটর
ঢাকা ১০০০
ফোন ০২ ৯৬৩৫৩৩৯; ০১৯৭৩৩০৪৩৪৪
বাতিঘর চট্টগ্রাম
প্রেসক্লাব ভবন, ১৪৬/১৫১ জামাল খান রোড, চট্টগ্রাম ৪০০০
ফোন ০৩১ ২৮৬৯৩৯১; ০১৭৩৩০৬৭০০৫
facebook.com/baatigharCTG
বাতিঘর সিলেট
গোল্ডেন সিটি কমপ্লেক্স
৬৮২ পূর্ব জিন্দাবাজার, সিলেট ৩১০০
ফোন ০১৯১১৫০৯৬৯৬
facebook.com/baatigharSYL

-----------------

বইটি ঢাকার শাহবাগের 'পাঠক সমাবেশে'-এও ডিসপ্লেতে রয়েছে।
https://web.facebook.com/PscltdDhaka

------------------------ 



বইটি ঢাকার ধানমন্ডি, গুলশান এবং কল্যানপুরে Bookends-এর তিনটি স্টোরে পাওয়া যাচ্ছে। খুব শিগগিরই যমুনা ফিউচার পার্কের স্টোরেও পাওয়া যাবে ইনশাআল্লাহ। 
https://web.facebook.com/Bookendsbd/ 

-----------------------------
 

10 comments:

  1. Congratulation.
    Indiaয় পাওয়া যাবে?

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ!

      পৃথিবীর কয়েকটা দেশে বইখানা পাওয়া যাওয়ার ব্যবস্থা করার চেষ্টা চলছে। বইটা গ্লোবাল; তাই গ্লোবালি পাওয়া যাওয়াটা আমাদের উদ্দেশ্যের মাঝে রয়েছে। আমরা আশা রাখি ভারতের পাঠকরা এই বইখানা পাবেন।

      Delete
  2. ভাইয়া রাজশাহী থেকে নিবো কিভাবে

    ReplyDelete
    Replies
    1. আপাততঃ ঢাকায় বই মেলায় পাওয়া যাবে। আপনি নিজে ঢাকায় না আসতে পারলে অন্য কাউকে দিয়ে বই মেলা থেকে সংগ্রহ করতে পারেন। বই মেলা শেষে কোথায় কোথায় পাওয়া যাবে সেটা বলে দেয়া হবে।

      Delete
    2. আপনি ফেসবুকে নিচের পেইজে ইনবক্স-এ আপনার ঠিকানা এবং ফোন নম্বর দিন। বই পৌঁছে যাবে ইনশাআল্লাহ।
      https://web.facebook.com/k360bd/

      Delete
  3. ভাই বইটা আমি কিভাবে পাবো

    ReplyDelete
    Replies
    1. আগ্রহ দেখাবার জন্যে অনেক ধন্যবাদ।

      বইটা কয়েকটা স্টোরে রাখার ব্যবস্থা হচ্ছে। ইনশাআল্লাহ,শিগগিরই এটা করা সম্ভব হবে। কোন কোন স্টোরে পাওয়া যাবে তা জানিয়ে দেয়া হবে।

      Delete
  4. Is the book available in Rokomari.com?

    ReplyDelete
    Replies
    1. Not yet. But it soon will be, InshaAllah!
      We are also making arrangements to make the book available at other important stores of Dhaka, as well as at other important towns. We will announce this when it is implemented.

      Delete
    2. The book is now available at Rokomari.com .....
      https://www.rokomari.com/book/184641/markin-duniyar-poribortoner-haoya--samprotik-vurajnoitik-poristhiti-ebong-superpowerer--bastobota

      Delete