Thursday 5 December 2019

বঙ্গোপসাগর আসলে কার?

০৫ ডিসেম্বর ২০১৯ 
বঙ্গোপসাগর আসলে কার?




আলহামদুলিল্লাহ!
আমার দ্বিতীয় বই প্রকাশিত হলো।
 
'বঙ্গোপসাগর আসলে কার? বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের ভূরাজনীতিতিতে বাংলাদেশের অবস্থান'










 বই-এর বিষয়বস্তু সম্পর্কে কিছুটা ধারণা এই বর্ণনা থেকে পাওয়া যাবে -


-----------------------------------------------------------------------------------------------



"স্রষ্টার ইচ্ছাই ফাইনাল! জায়গাটা এমন এক ভৌগোলিক অবস্থানে রয়েছে, যেখানে সারা ভারত মহাসাগরের বৃষ্টির মেঘগুলি রিমোট কন্ট্রোল ড্রোনের মতো বাকি সকল স্থান বাদ দিয়ে এখানেই ঢুকছে; তৈরি করছে বৃষ্টির সাম্রাজ্য! এই বৃষ্টি তৈরি করেছে তিনটা বিশাল নদী, যেগুলির সঙ্গমস্থলে রয়েছে একাধিক সমুদ্রবন্দর। বন্দরগুলি নদীর মাধ্যমে দক্ষিণ এশিয়ার উর্বরতম এলাকাগুলির সাথে যুক্ত। নদীগুলি ভারত মহাসাগরের সাথে সরাসরি যুক্ত থাকায় এই ভূমির মানুষের সমুদ্র দাপিয়ে বেড়ানোটা শুধু ইচ্ছের ব্যাপার। এই জায়গাটার নামই বাংলা বা বেঙ্গল। আর এর নামেই এর দক্ষিণের সাগরের নামকরণ – বঙ্গোপসাগর বা বে অব বেঙ্গল। ভারতীয় উপমহাদেশ বা হিন্দুস্তানের সবচাইতে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে এই বাংলা। কিন্তু বাংলার অস্তিত্ব এখন টিকে রয়েছে রাজনৈতিকভাবে বিভাজিত এক ভূমির মাঝে। এই ভূমির নাম কাঁধে নিয়েছে বাংলাদেশ নামে এক রাষ্ট্র। ভারত মহাসাগরের উপকূলে শক্তিশালী এক রাষ্ট্রের উত্থানের হাতছানি এদেশের মানুষ শুনতে পাচ্ছে কি?

১৯৪৭ সালের আদর্শিক বাউন্ডারির চিন্তাগুলি দেশটাকে এখনও বেঁধে রাখার প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে। বাউন্ডারি আঁকিয়েদের আদর্শের ক্রাইসিসের সাথে সাথে ইতোমধ্যেই এই বাউন্ডারি পড়েছে চ্যালেঞ্জের মাঝে। তবে এই চ্যালেঞ্জকে ব্যবহার করতে পারাটা পুরোটাই নির্ভর করছে এদেশের মানুষের চিন্তাগত উতকর্ষতার উপর। বাস্তবতার পর্দা উঠে যাবার পরিবর্তিত বাস্তবতা মানুষের চিন্তাকে উস্কে দিচ্ছে; প্রশ্ন করাচ্ছে। অস্বস্তিকর এই প্রশ্নগুলির মাঝেই রয়েছে চিন্তার উত্থান; আর সেই চিন্তার মাঝেই রয়েছে শক্তিশালী রাষ্ট্রের ভিত।" 


-----------------------------------------------------------------------------------------------


  
আশা রাখি বইখানা খুব শিগগিরই বেশ কয়টি বুকস্টোরে (অনলাইনসহ) পাওয়া যাবে ইনশাআল্লাহ। 

----------------------------------------------------------------------------------------------- 

আপডেট ৩০শে ডিসেম্বর ২০১৯

রকমারি ডট কমে পাওয়া যাচ্ছে বইখানা।

https://www.rokomari.com/book/193534/bongoposagor-asole-kar-



----------------------------------------------------------------------------------------------- 


বইটি কুরিয়ারের মাধ্যমে ডেলিভারির ব্যবস্থা করা হয়েছে। যারা অর্ডার করতে ইচ্ছুক, তারা নিচের ফেসবুক পেইজে পুরো ঠিকানা এবং ফোন নম্বরসহ 'ইনবক্স' করুন। পেমেন্ট করতে হবে বিকাশে। ডেলিভারি চার্জ ফ্রি। অর্থাৎ বইএর মূল্যের বাইরে কোন চার্জ দিতে হবে না।  

https://www.facebook.com/k360bd/

--------------------------------------------------------------------------------------------------

বইটি ঢাকার ধানমন্ডি, গুলশান এবং যমুনা ফিউচার পার্কের Bookends-এর তিনটি স্টোরে পাওয়া যাবে ইনশাআল্লাহ। Bookends-এর ধানমন্ডি এবং গুলশানের স্টোরগুলি Unimart সুপারস্টোরের ভিতরে। আর যমুনা ফিউচার পার্কের Wholesale Club-এ। 
 
https://web.facebook.com/Bookendsbd/


-------------------------------------------------------------------------------------

লেখক - আহমেদ শরীফ

প্রকাশক - মুহাম্মদ রাশেদুল ইসলাম, ড্রিমস পাবলিকেশনস, টাঙ্গাইল

প্রথম প্রকাশ - নভেম্বর ২০১৯

প্রচ্ছদ - তৌহিদুল ইসলাম

মুদ্রণ - ওমাসিস প্রেস, কাঁটাবন, ঢাকা

পৃষ্ঠা সংখ্যা - ৩৭১; হার্ড কভার 

মূল্য - ৯০০/- (নয়শত টাকা মাত্র) 

ISBN : 978-984-34-7564-0
 -------------------------------------------------------------------------------
লেখকের প্রথম বইটা না পেয়ে থাকলে এই লিঙ্ক থেকে ঘুরে আসুন - 
 

2 comments:

  1. বইটি কি ডিসকাউন্ট পাবার সুযোগ আছে?

    ReplyDelete
    Replies
    1. অবশ্যই সুযোগ আছে। সাধারণতঃ রকমারি কিছু ডিসকাউন্টেই বিক্রি করে থাকে। ওটা ওদের মার্কেটিংএর নীতি। তাদের কিছু সমস্যার কারণে এখনও এই বইটা সেখানে স্থান পায়নি। তবে বইটা শিগগিরই করমারিতে পাবেন ইনশাআল্লাহ।

      প্রথম বইটা এখনও সেখানে পাবেন। আর এখনও ওরা ২৫% ডিসকাউন্ট অফারে দিচ্ছে।
      https://www.rokomari.com/book/184641/markin-duniyar-poribortoner-haoya--samprotik-vurajnoitik-poristhiti-ebong-superpowerer--bastobota

      Delete