১৩ই ডিসেম্বর ২০২২
|
বাংলাদেশের সামরিক মহড়াগুলিকে আরও বাস্তবধর্মী করা হচ্ছে। বিশেষ করে সমুদ্র উপকূলে
গুরুত্বপূর্ণ কিছু দ্বীপ (মহেষখালি, সন্দ্বীপ, দুবলার চর, সেন্ট মার্টিন)
শত্রুর হাতে দখল হয়ে যাওয়া এবং সেগুলি পুনরূদ্ধার করা; অথবা শত্রুর আক্রমণ
ঠেকাতে কম্বাইন্ড অপারেশন; এসল্ট রিভার ক্রসিং অপারেশন; শহর এলাকায় শত্রুর
আক্রমণ রক্ষায় মহড়া; যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক পরিবর্তনগুলিকে মহড়ার মাঝে
অন্তর্ভুক্ত করা; ইত্যাদি। ২০২১-২২এর শীতকালীন মহড়ায় সেনাবাহিনী প্রথমবারের
মতো সেনাবাহিনী পর্যায়ে বাস্তবমুখী লজিস্টিকস যুক্ত করেছে। সেনা, নৌ ও
বিমান বাহিনী এক স্থান থেকে অন্য স্থানে রসদ সরবরাহের কৌশলগত সক্ষমতা
বৃদ্ধিতে নৌ ও আকাশপথের ব্যবহারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। |
গ্রেট পাওয়ার প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র যখন বাকি দুনিয়াকে চীন এবং রাশিয়ার বিপক্ষে নিতে চাইছে, তখন কিছু দেশ, সংস্থা এবং ব্যক্তি পশ্চিমা কোয়ালিশনের সিদ্ধান্তগুলিকে নিজেদের স্বার্থের পরিপন্থী হিসেবে দেখছে। আত্মকেন্দ্রিক পশ্চিমা চিন্তাগুলি এখন এমন এক পর্যায়ে চলে গেছে যে, সকলেই এখন নিজের স্বার্থ রক্ষার্থে ব্যস্ত; আদর্শকে রক্ষার কাজ এখন কারুর কাজ নয়। অন্ততঃ আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর পলায়ন সেই ব্যাপারটাকেই আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। নিজস্ব স্বার্থ রক্ষার এই যুগে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ চাইছে কোন কৌশলগত জোটে যোগ না দিয়ে নিজস্ব অবস্থান ধরে রাখতে। ব্যাপারটা ঠান্ডা যুদ্ধের সময় ব্রিটিশ কমনওয়েলথের কিছু দেশের জোট নিরপেক্ষ আন্দোলনের মতোই। সেবারের মতো এবারও যুক্তরাষ্ট্র চাইছে তার নিজের স্বার্থ বাস্তবায়নে দুনিয়ার সকল দেশের উপরে চাপ সৃষ্টি করতে। আর সেবারের মতো এবারও কিছু দেশ তাদের নিজেদের অবস্থান ধরে রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে; বাংলাদেশ এমনই একটা দেশ। এই ভূরাজনৈতিক খেলায় বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমার ও ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের সাথে সংমিশ্রিত হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে চীনের গ্রেট পাওয়ার প্রতিযোগিতা। ভারত এক্ষেত্রে চীনের সাথে দ্বন্দ্বে জড়ালেও বাংলাদেশ নিরপেক্ষ থাকতে চাইছে। বাংলাদেশের এই নিরপেক্ষ নীতি কিভাবে কাজ করছে? আর সেটা ধরে রাখার সক্ষমতা বাংলাদেশের কতটুকু রয়েছে?
মিয়ানমারের সামরিকীকরণ নভেম্বরের প্রথম সপ্তাহে মিয়ানমারের একটা মনিটরিং গ্রুপ বলে যে, মিয়ানমার রাশিয়া থেকে প্রথম ব্যাচের অত্যাধুনিক ‘সুখোই-৩০’ ফাইটার বিমানের ডেলিভারি পেয়েছে। রুশ মিডিয়ার বরাত দিয়ে ‘ব্যাংকক পোস্ট’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, ২০১৮ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু কিএর সরকার ক্ষমতায় থাকার সময়েই মিয়ানমার রাশিয়া থেকে ৬টা বিমান অর্ডার করেছিল। এছাড়াও গত নভেম্বর মাসে মিয়ানমার বিমান বাহিনী চীন থেকে প্রথম ব্যাচের ৪টা ‘এফটিসি-২০০০জি’ ফাইটার বিমানের ডেলিভারি পেয়েছে। ব্রিটিশ সামরিক ম্যাগাজিন ‘জেনস’এর এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, এই বিমানগুলি খুব সম্ভবতঃ লাইট এটাক বিমান হিসেবে বর্তমানের ‘কে-৮’ বিমানগুলিকে প্রতিস্থাপন করবে। এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে মিয়ানমার বিমান বাহিনী একসাথে ২টা চীন ও পাকিস্তানে নির্মিত ‘জেএফ-১৭’ ফাইটার বিমান, ৬টা রুশ নির্মিত ‘ইয়াকোভলেভ-১৩০’ এডভান্সড প্রশিক্ষণ ও লাইট এটাক বিমান এবং দু’টা রুশ নির্মিত ‘এমআই-৩৫পি’ এটাক হেলিকপ্টার অন্তর্ভুক্ত করে।
সুইডেনের ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পীস রিসার্চ ইন্সটিটউট’ বা ‘সিপরি’র তথ্য অনুযায়ী মিয়ানমার মোট ১৬টা ‘জেএফ-১৭’ বিমান কিনেছে চীন থেকে। এর সাথে তারা ৬০টা ‘পিএল-১২’ ও ১’শটা ‘পিএল-৫ই’ আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং ৩০টা ‘সি-৮০২একে’ জাহাজ ধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনেছে। এই বিমানগুলি মিয়ানমারের বিমান বাহিনীর সক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ‘ফ্লাইট গ্লোবাল’এর হিসেবে এই বিমানগুলি ডেলিভারি পাবার আগেই মিয়ানমারের বিমান বাহিনীতে ৩১টা ‘মিগ-২৯’ যুদ্ধবিমান এবং ২৭টা ‘এফ-৭’ যুদ্ধবিমান ছিল। এর বিপরীতে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে রয়েছে ৮টা ‘মিগ-২৯’ এবং ৪৭টা ‘এফ-৭’ যুদ্ধবিমান। এই বিমানগুলির সাথে ব্যবহারের জন্যে মিয়ানমার গত এক দশকে রাশিয়া থেকে ৮০টা ‘আর-২৭’ মধ্যম পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং ২’শ ২৫টা ‘আর-৭৩’ স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রও কিনেছে। অর্থাৎ শুধুমাত্র সংখ্যার হিসেবে বলতে গেলেও মিয়ানমার বাংলাদেশ বিমান বাহিনী থেকে বেশ অনেকটাই এগিয়ে রয়েছে।
|
বাংলাদেশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে স্বল্প পাল্লার কাঁধের উপর থেকে ছোঁড়া বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র 'কিউডব্লিউ-১৮এ'। এগুলির মাধ্যমে শত্রুর বিমান ও হেলিকপ্টারের জন্যে নিচু দিয়ে ওড়া অসম্ভব করে ফেলা
যায়; যা ইউক্রেন যুদ্ধে প্রমাণিত। তবে এই কৌশলকে বাস্তবায়ন করতে হলে যে
মধ্যম উচ্চতার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের প্রয়োজন, তা এখনও অফিশিয়ালি
ডেলিভারি পায়নি বাংলাদেশ। মধ্য উচ্চতায় শত্রুর বিমান ঘায়েল করতে পারার
সক্ষমতা বাংলাদেশের আকাশসীমানাকেও শত্রুর জন্যে মাইনফিল্ড বানিয়ে ফেলবে। |
বাংলাদেশের প্রত্যুত্তর এবং ভারত ইস্যু ডিসেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারের রামু সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীতে চীনে নির্মিত ‘ভিটি-৫’ লাইট ট্যাংক এবং ‘কিউডব্লিউ-১৮এ’ স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত করা হয়। এই অনুষ্ঠানগুলিকে মিয়ানমারের সাম্প্রতিক সামরিকীকরণের প্রত্যুত্তর বলা সম্ভব নয়। বাংলাদেশের এই পদক্ষেপগুলি মূলতঃ প্রতিরক্ষামূলক। কারণ একদিকে ‘ভিটি-৫’ ট্যাংকের কাজ হবে মিয়ানমারের সেনাবাহিনীকে আক্রমণ করা থেকে বিরত রাখা। আর ‘কিউডব্লিউ-১৮এ’ ক্ষেপণাস্ত্রের কাজ হবে বাংলাদেশের আকাশ সীমানার ভেতরে খুব নিচু দিয়ে ওড়া বিমান বা হেলিকপ্টারকে ভূপাতিত করা। অর্থাৎ নিজেদের ভূমি এবং আকাশসীমায় আক্রমণকারী সেনা ও বিমানের বিরুদ্ধে এগুলি কার্যকর হবে। একটু খেয়াল করলেই বোঝা যাবে যে, বাংলাদেশ মিয়ানমারের প্রত্যুত্তর দিচ্ছে না। বরং এখানে বাংলাদেশ চাইছে যত কম খরচে মিয়ানমার সীমান্তকে রক্ষা করতে পারে। এক্ষেত্রে সহায়তা দেবে কক্সবাজার অঞ্চলের ভূপ্রকৃতি। সেখানে সামরিক অপারেশন চালাবার মতো স্থলভাগ খুবই সংকীর্ণ; একদিকে পাহাড় এবং অপরদিকে সমুদ্র।
বাংলাদেশ প্রকৃতপক্ষে তাদের শক্তিকে মজুত করছে অন্যদিকে। সাম্প্রতিক সময়ে অনেকগুলি দেশই বাংলাদেশের ২০১৭ সালের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ক্রয়ের টেন্ডারের ভিত্তিতে তাদের বিমানগুলিকে বিক্রি করতে আগ্রহ দেখিয়েছে; লবিংও করেছে। এর মাঝে রয়েছে ব্রিটিশ ‘ইউরোফাইটার টাইফুন’, ফরাসি ‘রাফাল’ এবং মার্কিন ‘এফ-১৬’। এটাক হেলিকপ্টার ক্রয়ের টেন্ডারেও যথেষ্ট আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র; যারা তাদের ‘এএইচ-৬৪ এপাচি’ হেলিকপ্টার অফার করেছিল। কিন্তু সাড়ে পাঁচ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফটের ব্যাপারে কোন ঘোষণাই দেয়নি। অফিশিয়ালি কিছু না বলা হলেও যে ব্যাপারটা এখানে স্পষ্ট, তা হলো এই যুদ্ধবিমানের সাথে কি কি শর্ত আসবে, তা বাংলাদেশকে খুশি করেনি। পশ্চিমারা উঁচু মানের সামরিক হার্ডওয়্যার বিক্রি করার সময়ে যথেষ্ট শর্ত আরোপ করে। এর ফলে অনেক ক্ষেত্রেই তাদের কাছ থেকে অতি চড়া মূল্যে কেনা অস্ত্রগুলি শো-কেসে সাজানো ফুলদানির মতো হয়ে যায়। পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং অন্যান্য দেশ এই উদাহরণের মাঝে পড়বে। এই যুদ্ধবিমানগুলির কার্যক্ষমতার গুরুত্বপূর্ণ উপাদান হলো এগুলির সাথে ব্যবহৃত অস্ত্রসস্ত্র। এই অস্ত্রগুলি প্রতিটা বিমানের সাথে ব্যবহারের আগে আলাদাভাবে সফওয়্যার আপগ্রেড করতে হয়। প্রতিটার জন্যে আলাদা রাজনৈতিক অনুমতির প্রয়োজন হয়।
রাজনৈতিক অনুমতি আসে সেসব দেশের পার্লামেন্ট বা সরকারের কাছ থেকে। অনুমতি না আসলে এই বিমানগুলি অতি সাধারণ অস্ত্র বহণে বাধ্য হয়। তখন এই বিমানগুলির সাথে পুরোনো মডেলের যুদ্ধবিমানের কোন পার্থক্যই থাকে না। মার্কিন যুদ্ধবিমানের প্রযুক্তি ব্যবহারের জন্যে অতি সংবেদনশীল চুক্তিতে স্বাক্ষর করতে হয়; যেগুলির শর্ত একটা সার্বভৌম রাষ্ট্রের পক্ষে মানা কঠিন। শুধুমাত্র ভূরাজনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের স্বার্থের একেবারে সমান্তরালে না হলে এসকল চুক্তি স্বাক্ষর করা কঠিন। এহেন চুক্তিতে স্বাক্ষর করা দেশগুলি যুক্তরাষ্ট্রের শুধু খুব কাছের বন্ধুই নয়; তারা প্রতিরক্ষার দিক থেকে যুক্তরাষ্ট্রের উপর যথেষ্টই নির্ভরশীল। যুক্তরাষ্ট্র নির্ধারণ করে দেয় যে, তাদের সরবরাহকৃত অস্ত্র কোন দেশের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। এখানেই সমস্যা! বাংলাদেশ অনেক ক্ষেত্রেই নিশ্চিত যে, পশ্চিমা দেশ থেকে কেনা অস্ত্র বাংলাদেশ মিয়ানমারের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে। কিন্তু বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে সেই অস্ত্র ব্যবহার করতে যায়, তাহলে কি সেই অনুমতি সরবরাহকারী দেশের কাছ থেকে মিলবে? যদি ভবিষ্যতে ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধে অবতীর্ণ হতে হয়, তাহলে কয়েক বিলিয়ন ডলার খরচে কেনা এই যুদ্ধবিমানগুলি খেলনা হয়ে যাবে না তো? এই উত্তর পাওয়া যাবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের দিকে তাকালে।
|
চীনের সাথে ভারতের সীমান্ত বিরোধ বহু বছর ধরেই। হিমালয়ের পাদদেশে চীনের সাথে দ্বন্দ্বে ভারত যখন বাংলাদেশকে পাশে চাইছিল,
তখন নিজেদের নিরপেক্ষ অবস্থান ধরে রাখতে বাংলাদেশ তাদের ভূরাজনৈতিক
অবস্থানকে আরও শক্তিশালী করতে উদ্যত হয়; যার মাঝে ছিল কূটনৈতিকভাবে বিশ্বে
নতুন কৌশলগত বন্ধু খোঁজা এবং নিজেদের সমরশক্তিকে বৃদ্ধি করা। |
ভারত-চীন দ্বন্দ্বে বাংলাদেশের অবস্থান করোনা মহামারির লকডাউন চলার সময়েই ২০২০এর অগাস্টে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা হঠাৎ ঢাকা সফরে আসেন। পরদিন ঢাকায় ভারতের দূতাবাস থেকে বলা হয় যে, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়ে অফিশিয়ালি কিছুই বলা হয়নি। তবে ভারতীয় মিডিয়াতে আলোচনা শুরু হয় যে, ভারতের সাথে চীনের উত্তেজনা চলার মাঝে শ্রিংলার সফরের মাধ্যমে ভারত হয়তো বাংলাদেশের সাথে সম্পর্কোন্নয়ন করতে চাইছে। কারণ সাম্প্রতিক সময়ে ভারতে উগ্রপন্থী হিন্দুত্ববাদী সরকারের ধর্মীয় নীতি বাস্তবায়নের কারণে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ খুবই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে। ঢাকার পক্ষ থেকে এব্যাপারে বিভিন্নভাবে ভারতকে বার্তাও দেয়া হয়েছে; যদিও অফিশিয়ালি বাংলাদেশ সরকার সর্বদাই বলেছে যে, সেগুলি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার।
শ্রিংলার ঢাকা সফরের তিন সপ্তাহের মাঝেই সেপ্টেম্বরে বাংলাদেশ সরকার তাদের কূটনীতিকে নতুন পথে ধাবিত করে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একেএ মোমেন তুরস্কের রাজধানী আঙ্কারা সফরে যান। সফরের মাঝে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঙ্কারাতে নতুন দূতাবাস ভবন উদ্ভোধন করেন। আঙ্কারার অনুষ্ঠানে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুও যোগদান করেন। তুরস্ক এই সুযোগটা হাতছাড়া করেনি। পরের ডিসেম্বরেই কাভুসোগলু ঢাকা সফর করে বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রয়ের ইচ্ছা ব্যক্ত করেন। তুরস্কের সাথে পাকিস্তানের কৌশলগত সম্পর্ক এবং সেই একই সূত্রে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনের কারণে ঢাকা-আঙ্কারা সম্পর্কোন্নয়নের গুরুত্ব ছিল খুবই গুরুত্ববহ। বিশেষ করে হিমালয়ের পাদদেশে চীনের সাথে দ্বন্দ্বে ভারত যখন বাংলাদেশকে পাশে চাইছিল, তখন নিজেদের নিরপেক্ষ অবস্থান ধরে রাখতে বাংলাদেশ তাদের ভূরাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে উদ্যত হয়; যার মাঝে ছিল কূটনৈতিকভাবে বিশ্বে নতুন কৌশলগত বন্ধু খোঁজা এবং নিজেদের সমরশক্তিকে বৃদ্ধি করা। কাভুসোগলুর ঢাকা সফরের ছয় মাসের মাঝেই বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কে নির্মিত ‘টি-৩০০ কাসিরগা’ নামের ৩০০ মিঃমিঃ মাল্টিপল রকেট লঞ্চারের ডেলিভারি পায়। ১’শ ২০ কিঃমিঃ পাল্লার এই রকেট বাংলাদেশকে নতুন এক সামরিক সক্ষমতা দেয়। বাংলাদেশের ভৌগোলিক আকৃতি এবং অবস্থানের কারণে এই পাল্লার রকেট দেশটাকে কৌশলগত শক্তি দিয়েছে। এগুলির মাধ্যমে দেশের সীমানার ভেতরে অবস্থান করেই আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ কৌশলগত যোগাযোগ পথ এবং সামরিক বিমান ঘাঁটির উপরে নিখুঁতভাবে হামলা করা সম্ভব।
বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা কতটা সন্দেহের ভিতের উপরে, তার প্রমাণ পাওয়া যায় যখন ২০১৭ সালে চীন থেকে বাংলাদেশের সাবমেরিন ক্রয়ের পর ভারত মিয়ানমারের কাছে সাবমেরিন খোঁজার জন্যে সোনার এবং সাবমেরিন ধ্বংসী টর্পেডো বিক্রি করে। এরপর ২০১৯ সালে ভারতীয় নৌবাহিনী থেকে অবসরে যাওয়া একটা রুশ নির্মিত ‘কিলো-ক্লাস’এর সাবমেরিন মিয়ানমারকে দান করার সিদ্ধান্ত নেয় ভারত। সেই সাবমেরিন মিয়ানমারের হাতে পৌঁছায় ২০২০ সালের অক্টোবরে। ভারতীয় ম্যাগাজিন ‘স্বরাজ্য’এর এক লেখায় বেশ খোলাখুলিভাবেই বলা হয় যে, বঙ্গোপসাগরে, তথা বাংলাদেশে চীনের প্রভাবকে ব্যালান্স করতেই ভারত মিয়ানমারকে সাবমেরিন দিয়েছে।
মিয়ানমার ভারতীয় সাবমেরিন হাতে পাবার কয়েকদিনের মাঝেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮শে অক্টোবর বরিশালে সেনাবাহিনীর ৭ম পদাতিক ডিভিশনের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদানের মাধ্যমে ঘোষণা দেন যে, বাংলাদেশ ‘কোনও ধরণের সংঘাতে’ জড়াতে চায় না। তবে ‘আক্রান্ত’ হলে সেটা মোকাবিলা করার মতো শক্তি অর্জন করতে চায় বাংলাদেশ। শেখ হাসিনার কথাগুলি বেশ পরিষ্কারভাবেই জানিয়ে দেয় যে, বাংলাদেশ আঞ্চলিক কোন সংঘাতে নিরপেক্ষ থাকতে ইচ্ছুক। আর কথাগুলি বলার জন্যে প্রধানমন্ত্রী যখন সামরিক অনুষ্ঠানকে বেছে নিয়েছেন, তখন বুঝতে বাকি থাকে না যে, বাংলাদেশ তার নিরপেক্ষ নীতি বাস্তবায়নে প্রয়োজনে সামরিক সংঘাতের জন্যেও প্রস্তুত রয়েছে।
|
ভারতে অনেকেই মনে করছেন যে, চীনের সাথে যেকোন সম্ভাব্য ভবিষ্যৎ যুদ্ধে চীনারা ভারতের পূর্বের সাতটা
রাজ্যকে ভারতের মূল ভূখন্ড থেকে আলাদা করে ফেলতে চাইবে। সেই লক্ষ্যে এই
রাজ্যগুলিকে ভারতের সাথে যুক্ত করা মাত্র ২২ কিঃমিঃ প্রশস্ত ‘শিলিগুড়ি
করিডোর’কে চীনারা টার্গেট করতে পারে। ভারতীয়রা চাইছে বাংলাদেশ তাদের নিরপেক্ষ নীতি থেকে সরে এসে ভারতকে সরাসরি
বাংলাদেশের মাঝ দিয়ে ট্রানজিট দিক; যার মাঝে সামরিক সাপ্লাইও থাকবে। |
বাংলাদেশের মাঝ দিয়ে সামরিক ট্রানজিট ভারতে অনেকেই মনে করছেন যে, চীনের সাথে যেকোন সম্ভাব্য ভবিষ্যৎ যুদ্ধে চীনারা ভারতের পূর্বের সাতটা রাজ্যকে ভারতের মূল ভূখন্ড থেকে আলাদা করে ফেলতে চাইবে। সেই লক্ষ্যে এই রাজ্যগুলিকে ভারতের সাথে যুক্ত করা মাত্র ২২ কিঃমিঃ প্রশস্ত ‘শিলিগুড়ি করিডোর’কে চীনারা টার্গেট করতে পারে। অস্ট্রেলিয়ার থিঙ্কট্যাঙ্ক ‘লোয়ি ইন্সটিটিউট’এর এক লেখায়ও এই আশংকাটাই প্রকাশ করা হয়। এই করিডোরকে অনেকেই কৌশলগত ‘চিকেন নেক’ বলে আখ্যা দিয়ে থাকেন। করিডোরের মাঝ দিয়ে যাওয়া রাস্তা, রেলপথ এবং সেতুগুলির উপরেই নির্ভর করছে ভারতের পূর্বাঞ্চলের রাজ্যগুলির রাজনৈতিক ভবিষ্যৎ। ১৯৪৭ সালে ব্রিটিশদের এঁকে দেয়া এই সীমানার উপরেই দোদুল্যমান বিশাল ভারতের রাজনৈতিক অস্তিত্ব। আর এর মাঝে সবচাইতে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বাংলাদেশ; যার ভৌগোলিক সীমানার কারণেই ভারতকে সাত রাজ্যকে বাঁচিয়ে রাখতে ‘চিকেন নেক’এর উপরে নির্ভর করতে হচ্ছে। ভারতীয়রা চাইছে বাংলাদেশ তাদের নিরপেক্ষ নীতি থেকে সরে এসে ভারতকে সরাসরি বাংলাদেশের মাঝ দিয়ে ট্রানজিট দিক; যার মাঝে সামরিক সাপ্লাইও থাকবে। ‘দ্যা টাইমস অব ইন্ডিয়া’র এক লেখায় ভারতীয় সেনাবাহিনীর সাবেক কর্নেল মহিন্দর পাল সিং এই ট্রানজিনের ব্যাপারটাকেই চীনের হুমকির বিরুদ্ধে সবচাইতে বড় পদক্ষেপ বলে আখ্যা দেন। ভারতের হিলি থেকে বাংলাদেশের গাইবান্ধা হয়ে যমুনা নদী পার হয়ে জামালপুরের উপর দিয়ে ভারতের মেঘালয়ের তুরা পর্যন্ত এই ট্রানজিট রাস্তা চলবে। অর্থাৎ পুরো বৃহত্তর রংপুর ও দিনাজপুর এলাকার দক্ষিণ দিয়ে যাবে এই পথ। ‘চিকেন নেক’ থেকে বেশ খানিকটা দূরে থাকবে বলে এই রাস্তার নিরাপত্তা হবে অপেক্ষাকৃত অনেক বেশি। যুদ্ধের সময়ে ভারত এই রাস্তা দিয়ে পূর্বের সাত রাজ্যে সৈন্য ও রসদ পাঠাবে। আর বাংলাদেশের মাঝ দিয়ে যাওয়ায় এই রাস্তার উপর চীনারা আক্রমণ নাও করতে পারে।
দিল্লী এবং ওয়াশিংটনের নীতি ভারতের কাছে এই সামরিক ট্রানজিট যতটাই গুরুত্বপূর্ণ মনে হোক না কেন, দিল্লীর নীতিনির্ধারকেরা চিন্তা করেননি যে, বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সেনার উপস্থিতি বাংলাদেশের মানুষ কিভাবে দেখবে। অথবা ভারতকে এই ট্রানজিট প্রদান করার পর ঢাকায় কোন সরকারের পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব কিনা। এছাড়াও চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের কোন বাস্তবিক বিকল্প না আছে দিল্লীর কাছে; না আছে ওয়াশিংটনের কাছে। ওয়াশিংটনের কাছে চীনকে নিয়ন্ত্রণ করাটা বাংলাদেশের জনগণের মতামতের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাজেই চীনের সাথে সম্ভাব্য ভবিষ্যৎ সংঘাতে দিল্লীকে সামরিক ট্রানজিট প্রদান করতে ওয়াশিংটন ঢাকার উপরে সর্বোচ্চ চাপ সৃষ্টি করবে। শুধু তাই নয়, ভারতের সাথে সংঘাতে চীনকে যাতে কোন দেশ কোন রকম সহায়তা দিতে না পারে, সেদিকে যুক্তরাষ্ট্র সকল চেষ্টা করবে। বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশ যেন ভারতকে সমর্থন দেয়, সেব্যাপারে ওয়াশিংটন সোচ্চার হবে। ওয়াশিংটন চাইবে এই সংঘাতে পাকিস্তান নিরপেক্ষ থাকুক এবং বাংলাদেশ সরাসরি ভারতের পক্ষ নিক। তবে এহেন নীতির সাফল্য কতটুকু হবে, তা বলা মুস্কিল। কারণ ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়াকে পুরোপুরিভাবে একঘরে করে ফেলতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। চীনের ক্ষেত্রে এই প্রচেষ্টা আরও বেশি সমস্যা পড়বে; কারণ গোটা বিশ্বের অর্থনীতির উপরে চীনের প্রভাব রাশিয়ার চাইতে বহুগুণে বেশি।
বাংলাদেশের সাথে মিয়ানমারের সংঘাত; ভারতের সুবিধা কেন? ভূরাজনৈতিক কারণেই বাংলাদেশ যে তাদের সামরিক সক্ষমতা বাড়াবে, তা বোঝাই যাচ্ছিলো গত কয়েক বছর ধরে। ২০১৭ সাল থেকে হিমালয়ের পাদদেশে ভারত-চীন উত্তেজনা; একই বছর মিয়ানমার থেকে সাড়ে ১১ লক্ষ মুসলিম জনগণকে উৎখাত করে বাংলাদেশে প্রেরণ; বঙ্গোপসাগরে ‘কোয়াড’ বা ভারত-যুক্তরাষ্ট্র-জাপান-অস্ট্রেলিয়ার বার্ষিক সামরিক মহড়া; ভারতে হিন্দুত্ববাদী সরকারের মুসলিমদের উপরে দমনপীরন; ইত্যাদি ইস্যু বাংলাদেশকে সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টা বৃদ্ধি করতে বাধ্য করেছে। বিশেষ করে মিয়ানমারের সাথে ছোটখাটো একপ্রকারের অস্ত্র প্রতিযোগিতা চলছিল ১৯৯০এর দশক থেকে; যদিও তা মিডিয়াতে তেমন প্রাধান্য পায়নি। ২০১৭ সালে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর দমনপীড়নের পর থেকে অনেকেই মিয়ানমারের সাথে সামরিক সংঘাতে জড়াবার জন্যে বলতে থাকেন। কিন্তু এখানে ভারতের উদ্দেশ্য তারা আমলে নিতে চাননি; যদিও সেটা গোপন ছিল না।
সেসময়ে বাংলাদেশের সামরিক সক্ষমতা কতটুকু ছিল, তা ছিল প্রশ্নবিদ্ধ। চট্টগ্রাম বিভাগে সেনাবাহিনীর ২৪তম পদাতিক ডিভিশনের সবগুলি ইউনিট পার্বত্য চট্টগ্রামে মোতায়েন ছিল। কক্সবাজারের রামুতে ১০ম পদাতিক ডিভিশন স্থাপন করা হলেও সেই ডিভিশনের সক্ষমতা তখনও খুব বেশি ছিল না। বিশেষ করে ট্যাংকের ক্ষেত্রে ঘাটতি ছিল। বগুড়ার ১১তম পদাতিক ডিভিশন এবং সাভারের ৯ম পদাতিক ডিভিশন থেকে লম্বা পথ পাড়ি দিয়ে টেকনাফে ট্যাংক মোতায়েন করতে হয়েছিল। এই পরিস্থিতির মোটামুটি সমাধান হয়েছে চীন থেকে ‘ভিটি-৫’ ট্যাংক আমদানি করার পর থেকে। ট্যাঙ্কগুলি মিয়ানমারের আক্রমণ (যা বেশ অবাস্তব) থেকে বাংলাদেশকে বাঁচালেও মিয়ানমারের সাথে সম্ভাব্য সংঘাত এড়াতে তা যথেষ্ট নয়। কারণ মিয়ানমারের হাতে এমন অনেক অস্ত্রই রয়েছে, যেগুলির মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে সেনা না পাঠিয়েও যুদ্ধ করা সম্ভব। আর এই সক্ষমতা মিয়ানমার বেশ দ্রুততার সাথে যোগাড় করতে পেরেছে; যা এখনও ক্রমবর্ধমান। এই সক্ষমতার মূলে রয়েছে মিয়ানমারের নৌবাহিনী এবং বিমানবাহিনী।
হিমালয়ের পাদদেশে ভারত-চীনের সম্ভাব্য সংঘাতের মাঝে ভারত যদি বাংলাদেশের কাছে সামরিক ট্রানজিট দাবি করে না পায়, তাহলে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করার জন্যে মিয়ানমার বড় ভূমিকা রাখতে পারে। উত্তর এবং দক্ষিণে দুই ফ্রন্টে যুদ্ধ এড়াবার জন্যেই বাংলাদেশ বাধ্য হতে পারে ভারত এবং যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিয়ে ভারতের সামরিক কলামগুলিকে বাংলাদেশের মাঝ দিয়ে যেতে দিতে। তবে সেই সিদ্ধান্ত নেবার পর ঢাকার রাজনৈতিক পরিস্থিতি হবে টালমাটাল।
|
বাংলাদেশ সেনাবাহিনীর রুশ নির্মিত ট্যাংক বিধ্বংসী 'মেটিস এম-১'। দেশের কিছু অঞ্চল, বিশেষ করে উত্তরাঞ্চল, যেখানে বড় আকারের সেনা আগ্রাসনের
সম্ভাবনা বেশি, সেখানে যুদ্ধ সক্ষমতা বাড়াতে বিনিয়োগ করা হচ্ছে। সবচাইতে বড়
বিনিয়োগ করা হয়েছে ট্যাংক বিধ্বংসী অস্ত্রের ক্ষেত্রে। উদ্দেশ্য হলো, শত্রুর জন্যে পুরো জায়গাটাই একটা মাইনফিল্ড বানিয়ে ফেলা এবং
চরমতম ক্ষয়ক্ষতির সন্মুখীন করা। ইউক্রেন আক্রমণে রাশিয়া যে ধরণের
ক্ষয়ক্ষতির মাঝে পড়েছে, সেটা এরকমই একটা উদাহরণ। |
বাংলাদেশ নিজেকে রক্ষা করার পন্থা খুঁজছেপ্রথমতঃ বাংলাদেশ তার কূটনৈতিক তৎপরতা যথেষ্ট বাড়িয়েছে। উদ্দেশ্য হলো, সম্ভাব্য যেকোন সংঘাতের মাঝে নিজের রাজনৈতিক সমর্থন বাড়ানো এবং সামরিক বাণিজ্যের প্রসার। বিশেষ করে সামরিক সরঞ্জাম উৎপাদন করে এবং পশ্চিমা বিধিনিষেধ উপেক্ষা করে সামরিক সরঞ্জাম রপ্তানি করতে সক্ষম, এরূপ দেশের সাথে সম্পর্কোন্নয়ন করেছে বাংলাদেশ। পশ্চিমা যন্ত্রাংশ নেই, এরূপ যুদ্ধাস্ত্রের প্রতি বাংলাদেশের আগ্রহ তাকে বহুদূর নিয়ে গিয়েছে। রাশিয়া, চীন, তুরস্ক এখানে প্রথম সাড়িতে থাকলেও সার্বিয়া, স্লোভেনিয়া, চেক রিপাবলিক, বেলারুশ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, ইত্যাদি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে। অস্ত্র অবরোধের মাঝে পড়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম মনে করেই ইউরোপিয় দেশ ইতালি, ফ্রান্স ও স্পেন থেকেও অস্ত্র কিনেছে বাংলাদেশ; যার মাঝে প্রযুক্তিগতভাবে সংবেদনশীল দূরপাল্লার রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সামগ্রীও রয়েছে।
দ্বিতীয়তঃ বাংলাদেশ সামরিক উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করছে। বিশেষ করে গোলাবারুদ নিজস্ব কারখানায় প্রস্তুত করার উপর জোর দিয়েছে; যাতে করে যথেষ্ট সময়ের জন্যে যুদ্ধ চালিয়ে নেয়া সম্ভব হয়। এর মাঝে ১০৫ মিঃমিঃ ও ১৫৫ মিঃমিঃ আর্টিলারির গোলাবারুদ ছাড়াও রয়েছে স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎপাদনের দিকেও এগুচ্ছে বাংলাদেশ। বিমান বাহিনীর বিমানগুলিকে প্রযুক্তি হস্তান্তর ও নিজস্ব গবেষণার মাধ্যমে ‘প্রিসিশন গাইডেড মিউনিশন’ বা ‘পিজিএম’এর জন্যে উপযোগী করে তোলা হয়েছে।
তৃতীয়তঃ সামরিক আগ্রাসন ঠেকাতে প্রচুর গোলাবারুদ যোগাড় করা ছাড়াও যতদূর সম্ভব গোপনীয়তা রক্ষা করার উপর জোর দিয়েছে। নিজস্ব পরিবহণ বিমান ব্যবহার করতে পারাটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ইস্যু। তদুপরি সাম্প্রতিক সময়ে গ্রিসে একটা দুর্ঘটনার কারণে অস্ত্র বাণিজ্য জনসন্মুখে চলে আসে।
চতুর্থতঃ সামরিক সক্ষমতার ব্যাপারে গোপনীয়তা বৃদ্ধি করেছে। একইসাথে শত্রুকে ভুল তথ্য দেয়ার ব্যাপারে মনোযোগী হয়েছে; যাতে করে শত্রুরা সামরিক সক্ষমতার সঠিক পরিমাপ করতে না পারে। সামরিক ইন্টেলিজেন্সের সক্ষমতাও বৃদ্ধি করা হচ্ছে।
পঞ্চমতঃ সামরিক মহড়া আরও বাস্তবধর্মী করা হচ্ছে। বিশেষ করে সমুদ্র উপকূলে গুরুত্বপূর্ণ কিছু দ্বীপ (মহেষখালি, সন্দ্বীপ, দুবলার চর, সেন্ট মার্টিন) শত্রুর হাতে দখল হয়ে যাওয়া এবং সেগুলি পুনরূদ্ধার করা; অথবা শত্রুর আক্রমণ ঠেকাতে কম্বাইন্ড অপারেশন; এসল্ট রিভার ক্রসিং অপারেশন; শহর এলাকায় শত্রুর আক্রমণ রক্ষায় মহড়া; যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক পরিবর্তনগুলিকে মহড়ার মাঝে অন্তর্ভুক্ত করা; ইত্যাদি। ২০২১-২২এর শীতকালীন মহড়ায় সেনাবাহিনী প্রথমবারের মতো সেনাবাহিনী পর্যায়ে বাস্তবমুখী লজিস্টিকস যুক্ত করেছে। সেনা, নৌ ও বিমান বাহিনী এক স্থান থেকে অন্য স্থানে রসদ সরবরাহের কৌশলগত সক্ষমতা বৃদ্ধিতে নৌ ও আকাশপথের ব্যবহারে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
ষষ্ঠতঃ সামরিক মহড়া এখন পুরো জাতীয় প্রতিরক্ষার অংশ। তাই সামরিক ছাড়াও অন্যান্য বাহিনীকেও প্রতিরক্ষার অন্তর্ভূক্ত করা হচ্ছে। এর মাঝে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিএর সক্ষমতা বৃদ্ধি। তাদেরকে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং মাইন দিয়ে সজ্জিত করা। একইসাথে তাদেরকে সামরিক মহড়ার অংশ করা; যেখানে তাদের ভূমিকা হবে বাইরের আগ্রাসন প্রতিরোধ করা। ২০২০ সাল থেকে বিজিবি সেনাবাহিনীর সাথে মহড়ায় সরাসরি অংশ নিচ্ছে।
|
বর্তমানে থাকা সামরিক সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করতে চাইছে বাংলাদেশ। বিদেশ থেকে নতুন
অস্ত্র খুব একটা না কিনতে পারলেও বাংলাদেশ কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের সক্ষমতা
এমনভাবে বৃদ্ধি করছে, যাতে করে তা সংখ্যার দিক থেকে দুর্বলতাকে কিছুটা হলেও
কাটিয়ে উঠতে পারে। ‘মিগ-২৯’ বিমানগুলিকে জাহাজ ধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র বহণে সক্ষম করা
ছাড়াও এগুলিকে এবং ‘ইয়াকোভলেভ-১৩০’ বিমানগুলিকে টিভি গাইডেড বোমা বহণে
সক্ষম করা এবং একইসাথে এগুলিতে শত্রুর ক্ষেপণাস্ত্র থেকে নিজেকে রক্ষা করার
সক্ষমতা তৈরি করা হয়েছে। |
সপ্তমতঃ বর্তমানে থাকা সামরিক সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার। বাংলাদেশ বিদেশ থেকে নতুন অস্ত্র খুব একটা না কিনতে পারলেও কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের সক্ষমতা এমনভাবে বৃদ্ধি করছে, যাতে করে তা সংখ্যার দিক থেকে দুর্বলতাকে কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারে। যেমন, চীনা ও তুর্কিদের সহায়তায় ‘এফ-৭’ বিমানগুলিকে আকাশ থেকে ভূমির টার্গেটে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম করে তোলা হয়েছে। এছাড়াও ‘মিগ-২৯’ বিমানগুলিকে জাহাজ ধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র বহণে সক্ষম করা ছাড়াও এগুলিকে এবং ‘ইয়াকোভলেভ-১৩০’ বিমানগুলিকে টিভি গাইডেড বোমা বহণে সক্ষম করা এবং একইসাথে এগুলিতে শত্রুর ক্ষেপণাস্ত্র থেকে নিজেকে রক্ষা করার সক্ষমতা তৈরি করা হয়েছে। নৌবাহিনীর পুরোনো যুদ্ধজাহাজগুলিকে নতুন ধরণের ক্ষেপণাস্ত্রে সজ্জিত করার প্রচেষ্টাও চলছে। উপকূলীয় অঞ্চলকে শত্রুর জাহাজের জন্যে বিপজ্জনক করে ফেলা, যাতে করে তারা যেকোন প্রকারের উভচর অপারেশন করতে এলে মারাত্মক ক্ষয়ক্ষতির সন্মুখীন হয়।
অষ্টমতঃ দেশের কিছু অঞ্চল, বিশেষ করে উত্তরাঞ্চল, যেখানে বড় আকারের সেনা আগ্রাসনের সম্ভাবনা বেশি, সেখানে যুদ্ধ সক্ষমতা বাড়াতে বিনিয়োগ করা। সবচাইতে বড় বিনিয়োগ করা হয়েছে ট্যাংক বিধ্বংসী অস্ত্রের ক্ষেত্রে। ‘মেটিস এম-১’, ‘পিএফ-৯৮’, ‘আলকোটান-১০০’এর মতো ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ভান্ডার গড়ে তোলা হচ্ছে। এর সাথে অন্যান্য প্রকারের সাঁজোয়া যান ও সামরিক গাড়ি ধ্বংস করার জন্যে উপযুক্ত অস্ত্র যেমন রকেট প্রপেল্ড গ্রেনেড, অটোম্যাটিক গ্রেনেড লঞ্চার, আরমার পিয়ার্সিং বুলেট, ইত্যাদি যুক্ত হচ্ছে। ১০৫ মিঃমিঃ আর্টিলারিগুলিকে ট্যাংক বিধ্বংসী সক্ষমতা দেয়া হচ্ছে; যাতে করে এগুলিকে ‘এমবুশ’ ট্যাকটিকসএ ব্যবহার করা যায়। ট্যাংক বিধ্বংসী মাইন ব্যবহারে জোর দেয়া হচ্ছে; যা কিনা শত্রুর ট্যাংক ফর্মেশনের গতি বহুলাংশে কমিয়ে দেবে এবং তাদেরকে নির্দিষ্ট কিছু পথে যেতে বাধ্য করবে। উদ্দেশ্য হলো, শত্রুর জন্যে পুরো জায়গাটাই একটা মাইনফিল্ড বানিয়ে ফেলা এবং চরমতম ক্ষয়ক্ষতির সন্মুখীন করা। ইউক্রেন আক্রমণে রাশিয়া যে ধরণের ক্ষয়ক্ষতির মাঝে পড়েছে, সেটা এরকমই একটা উদাহরণ।
নবমতঃ স্বল্প পাল্লার কাঁধের উপর থেকে ছোঁড়া বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মজুত বৃদ্ধি করা ছাড়াও নিজস্ব উৎপাদন বৃদ্ধি করা। এর মাধ্যমে শত্রুর বিমান ও হেলিকপ্টারের জন্যে নিচু দিয়ে ওড়া অসম্ভব করে ফেলা যায়; যা ইউক্রেন যুদ্ধে প্রমাণিত। তবে এই কৌশলকে বাস্তবায়ন করতে হলে যে মধ্যম উচ্চতার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের প্রয়োজন, তা এখনও অফিশিয়ালি ডেলিভারি পায়নি বাংলাদেশ। মধ্য উচ্চতায় শত্রুর বিমান ঘায়েল করতে পারার সক্ষমতা বাংলাদেশের আকাশসীমানাকেও শত্রুর জন্যে মাইনফিল্ড বানিয়ে ফেলবে।
দশমতঃ এমন কিছু ডিটারেন্ট তৈরি করা, যার মাধ্যমে শত্রুর নিজস্ব ক্ষয়ক্ষতি বহুগুণ বাড়িয়ে দেয়া সম্ভব। এর মাঝে রয়েছে শত্রুর ঘাঁটির উপরে দূরপাল্লার হামলা। বিমান বাহিনীর বিমানে লেজার, জিপিএস ও আইএনএস গাইডেড বোমা, রানওয়ে ধ্বংস করার জন্যে বোমা, বড় টার্গেট (যেমন সেতু, রেলওয়ে জংশন, কমান্ড সেন্টার, ইত্যাদি) ধ্বংস করার জন্যে দূরপাল্লার আর্টিলারি এবং স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, স্পেশাল ফোর্সের মাধ্যমে ডীপ পেনেট্রেশন স্ট্রাইক, ড্রোনের মাধ্যমে হামলা, শত্রুর অভ্যন্তরীণ কোন্দল ব্যবহারে ইন্টেলিজেন্সের কার্যক্রম, ইত্যাদি।
এছাড়াও বাংলাদেশের একটা অতি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো মিয়ানমারের সাথে যেকোন মূল্যে সামরিক সংঘাত এড়ানো। এতে করে বাংলাদেশ যেমন একইসাথে দুই ফ্রন্টে যুদ্ধে জড়ানো থেকে বিরত থাকতে সক্ষম হবে, তেমনি চীনের সাথে অস্ত্র বাণিজ্যের পথটা খোলা থাকবে। কারণ চীনের সাথে বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ অস্ত্রের চালানগুলি মিয়ানমারের উপর দিয়েই আসে।
বাংলাদেশ তার অভ্যন্তরীণ নিরাপত্তার দিক দিয়েও যথেষ্ট মনোযোগী হয়েছে; বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এলাকার নিরাপত্তা জোরদার ও সেখানে নতুন করে সহিংসতাকে উস্কে দেয়ার চেষ্টা প্রতিহত করতে চাইছে। বিভিন্ন ইস্যুতে সংখ্যালঘুদের নিরাপত্তা বিঘ্নিত করে দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের সুযোগ তৈরি করার ব্যাপারেও রাষ্ট্র তার দৃষ্টি সজাগ রাখছে। মানবাধিকার এবং শরণার্থীদের অধিকারের নাম করে পশ্চিমা দেশগুলি যেন চাপ সৃষ্টি করতে না পারে, সেদিকেও যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে রাষ্ট্রকে। তবে অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলে ইন্ধন যুগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করার সুযোগ বাইরের শক্তিগুলি যে নেবে, সেটা পশ্চিমা বিশ্বব্যবস্থার একটা অংশ। এখানে বাংলাদেশের সাফল্য সীমিতই থাকবে; কারণ এটা শুধুমাত্র পশ্চিমা আদর্শের বিপরীত কোন আদর্শই মোকাবিলা করতে সক্ষম।
বাংলাদেশের প্রচেষ্টা কি যথেষ্ট?আপাতঃদৃষ্টিতে বাংলাদেশের নিজেকে রক্ষা করার প্রচেষ্টা যথেষ্ট নয়। কারণ এতে করে রাষ্ট্রের অর্থনীতি এবং অবকাঠামোর মারাত্মক ক্ষতিসাধন হবে; এবং শত্রুকে দেশের সীমানা থেকে পুরোপুরিভাবে বের করে দেয়া সম্ভব হবে কিনা, তা নিয়েও সন্দেহ রয়েছে। বিশেষ করে এরূপ আগ্রাসনে পশ্চিমা সমর্থন থাকলে বাংলাদেশ তার কিছু অতি গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা শত্রুর কাছে হারাবে। যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে গেলে সেই অঞ্চলগুলিকে শত্রুর হাতে ছেড়ে দিতে হবে। এতকাল বাংলাদেশ গার্মেন্টস শিল্পের মতো রপ্তানিমুখী শিল্প গড়েছে; আর এখন ভারি শিল্প না থাকার কারণে সার্বভৌমত্ম রক্ষার সংকটে পড়েছে। নিজস্ব ভারি শিল্প থাকলে আজকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে অস্ত্রের জন্যে সকলের দ্বারে দ্বারে ঘুরতে হতো না। বাংলাদেশ তার জিডিপি গড়েছে; কিন্তু সেটা রক্ষা করার জন্যে পশ্চিমা দেশগুলির উপরে নির্ভর করেছে। এখন সেই দেশগুলিই বাংলাদেশকে তাদের স্বার্থে চীনের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে।
বাংলাদেশের সামনে সম্ভবতঃ সবচাইতে গুরুত্বপূর্ণ পথ হলো এমন কিছু কৌশলগত পার্টনারশিপ গঠনের দিকে আগানো, যা কিনা ভারতের সাথে সম্ভাব্য সংঘাতে যুক্তরাষ্ট্রের চোখ রাঙানোকে উপেক্ষা করতে সক্ষম। এক্ষেত্রে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের কথা শুরুতেই আসলেও এই দেশগুলিও ঐতিহাসিকভাবেই চিন্তাগত দিক থেকে যুক্তরাষ্ট্রের ইচ্ছার বিপক্ষে যেতে অক্ষমতার পরিচয় দিয়েছে। তবে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে যথেষ্ট প্রচেষ্টা এই রাষ্ট্রগুলির অফিশিয়াল এবং আনঅফিশিয়াল অবস্থানকে পরিবর্তন করতে সক্ষম হতে পারে; যদিও সেটার শতভাগ নিশ্চয়তা কেউই দিতে পারবে না। পূঁজিবাদী চিন্তার জের ধরে প্রতিটা দেশই হয়তো তাদের জাতীয়তাবাদী স্বার্থকে অন্য যেকোন কিছুর উপর স্থান দেবে। তবে এক্ষেত্রে বন্ধু হতে পারে পশ্চিমা পুঁজিবাদী আদর্শের ক্ষয়িষ্ণু অবস্থা। পশ্চিমা আদর্শের দুর্বলতার ফলশ্রুতিতেই বিশ্বব্যাপী বহু আঞ্চলিক জাতীয়তাবাদী শক্তির আবির্ভাব হয়েছে। পশ্চিমা নিয়মকানুনকে বাইপাস করেই অনেক রাষ্ট্র, সংস্থা এবং ব্যক্তি এমন সব কর্মকান্ড করতে পারছে, যা একসময় চিন্তা করাই অসম্ভব ছিল। একইসাথে আদর্শিক দৈন্যতার কারণেই পশ্চিমা আদর্শের ঝান্ডাবাহী যুক্তরাষ্ট্র নিজেই নানা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সমস্যার মাঝে পতিত হয়েছে। হয়তো পুঁজিবাদের এই ক্রান্তিলগ্নই হতে পারে বাংলাদেশের নিরপেক্ষতা বজায় রাখার সবচাইতে বড় বন্ধু। তবে কাজটা মোটেই সহজ নয়।
সূত্রঃ
‘যেকোনও হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর’, বাংলা ট্রিবিউন, ২৮শে অক্টোবর ২০২০
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ নিয়ে কেন লুকোচুরি’, বিবিসি বাংলা, ২১শে অগাস্ট ২০২০
‘কাল তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী’, কালেরকন্ঠ, ১২ই সেপ্টেম্বর ২০২০
‘আঙ্কারায় বাংলাদেশের দূতাবাস কমপ্লেক্সের উদ্বোধন’, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ১৪ই সেপ্টেম্বর ২০২০
‘বাংলাদেশে সমরাস্ত্র রপ্তানিতে আগ্রহী তুরস্ক’, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, ২৩শে ডিসেম্বর ২০২০
‘Explained: Why India Is Giving A Submarine To Myanmar Despite Itself Facing Shortage’, in Swarajya Magazine, 16 October 2020
‘India gifts a submarine to Myanmar, gains edge over China’ in Hindustan Times, 21 October 2020
‘Bangladesh Army inducts new 300 mm MRLs’ in Janes, 21 June 2021
‘Taking it to next level, India readies submarine for Myanmar’ in The Economic Times, 30 July 2019
‘What if China wrings India’s ‘Chicken’s Neck’ – the Siliguri corridor? Here are some countermeasures’ by Col. Mohinder Pal Singh, in The Times of India, 09 October 2019
‘Twisting India’s Chicken’s Neck’ by Syed Fazal-e-Haider, in The Interpreter, The Lowy Institute, 15 July 2020
‘Myanmar Air Force inducts new FTC-2000Gs’ in Janes, 09 December 2022
‘Myanmar takes delivery of Russian fighter jets’ in Bangkok Post, 04 November 2022
‘Myanmar Air Force commissions 10 new aircraft to boost counter-insurgency capabilities’ in Janes, 17 Decemer 2019
‘World Air Forces directory 2022’ in Flight Global (https://www.flightglobal.com/reports/world-air-forces-directory-2022/146695.article)
‘লাইট ট্যাংক ভিটি-৫ কিউডব্লিউ ১৮ এ মিসাইল সিস্টেমের অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠানে সেনা প্রধান’, ইত্তেফাক, ০৬ ডিসেম্বর ২০২২
‘BAF floats tender to purchase 8 fighters’, in New Age, 07 March 2017
‘France keen to sell weapons to Bangladesh’ in New Age, 01 November 2021
‘Many countries keen to sell weapons to Bangladesh’ in New Age, 24 September 2021
‘Purchase of US defence hardware: Dhaka, Washington closing in on deal’ in The Financial Express, 18 October 2019
‘Türkiye wants to enhance defense cooperation with Bangladesh: Envoy’, in Daily Sabah, 16 November 2022
‘Bangladesh Supplies TEBER Guidance Kit From Turkiye’, in Turkish Defence News
‘বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ বছর পূর্তি’, সময় টিভি, ১৪ই জানুয়ারি ২০২২ (https://www.youtube.com/watch?v=Eg4KrHxT5RI)
‘আধুনিক সমরাস্ত্রে চ্যালেঞ্জিং অনুশীলন সেনাবাহিনীর’, যুগান্তর, ১৮ই জানুয়ারি ২০২২
‘এবছর থেকে শীতকালীন মহড়া শুরু করেছে বিজিবি’, যমুনা টিভি, ১৩ই জানুয়ারি ২০২০ (https://www.youtube.com/watch?v=jPdQ2ezInRY)
‘যুদ্ধ প্রশিক্ষন মহড়ায় অন্যরকম সেনাবাহিনী দেখলো গ্রামবাসি’, সংবাদ, ১৪ই জানুয়ারি ২০২২
‘বাংলাদেশের জন্য ১১ টন অস্ত্র বহনকারী বিমান গ্রিসে বিধ্বস্ত, বলছেন সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী’, বিবিসি বাংলা, ১৭ই জুলাই ২০২২
‘স্পেন ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান’, যুগান্তর, ০৪ঠা অগাস্ট ২০২২
‘বিজিবির জন্য এন্টি ট্যাংক গাইডেড মিসাইল ক্রয় করা হচ্ছে’, সাম্প্রতিক, ০২রা নভেম্বর ২০১৯
‘বিজিবিতে এন্টি গাইডেড উইপন সংযোজন করা হয়েছে’, কালের কন্ঠ, ১৭ই জুলাই ২০২১