০৮ই অক্টোবর ২০২১
আলহামদুলিল্লাহ!
আমার পঞ্চম বই প্রকাশিত হলো।
'নয়া বিশ্ব অব্যবস্থা - পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতা এবং নেতৃত্বশূণ্য বিশ্বের গতিপথ'
বই-এর বিষয়বস্তু সম্পর্কে কিছুটা ধারণা এই বর্ণনা থেকে পাওয়া যাবে -
-----------------------------------------------------------------------------------------------
""২০২০ সালের প্রথমভাগে বেশিরভাগ দ্বন্দ্বই সমুদ্র বাণিজ্যের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে হলেও দ্বিতীয় ভাগে এর গতিপ্রকৃতি বেশ কিছুটা পরিবর্তত হয়েছে। ইউরেশিয়া এবং মধ্যপ্রাচ্যের গুরুত্ব বেড়েছে। ককেশাসের যুদ্ধ, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার এবং কিরগিজস্তানের সংকট ইউরেশিয়াকে করেছে গুরুত্বপূর্ণ। একইসাথে যুক্তরাষ্ট্রে বিতর্কিত নির্বাচনের ফলাফল হিসেবে মধ্যপ্রাচ্যে ইস্রাইলের সাথে সৌদি গ্রুপ এবং তুর্কিদের মাঝে হঠাত সমঝোতা মুসলিম বিশ্বের জনগণকে অস্বস্তির মাঝে ফেলেছে। আর পরবর্তীতে গাজা যুদ্ধের সময় মুসলিম বিশ্বের এই নেতৃত্বকে ইস্রাইলের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিতে দেখে মুসলিমদের মাঝে নেতৃত্বের সংকট প্রবল হয়েছে। এই নেতৃত্বের হাহাকারই সামনের দিনগুলিকে পরিবর্তনের দিকনির্দেশনা দেবে।
পশ্চিমা আদর্শের দুরবস্থার কারণেই সারা বিশ্বের নেতৃত্বের কাছে জাতীয় নিরাপত্তা এখন সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। ফলশ্রুতিতে বৈশ্বিক অব্যবস্থা প্রকট হচ্ছে; আঞ্চলিক শক্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সংঘাতের সম্ভাবনাও বেড়ে যাচ্ছে। তবে পুঁজিবাদের ক্রান্তিলগ্নে সংঘাতের কারণ হিসেবে সর্বাগ্রে থাকছে সম্পদের নিয়ন্ত্রণ। অপরের সম্পদ যেমন টার্গেটে পরিণত হচ্ছে, তেমনি অপরের আক্রমণ থেকে নিজের সম্পদকে বাঁচাতে প্রযুক্তিগত সংঘাতে আগ্রহী হচ্ছে সকলে। যুদ্ধক্ষেত্র এখন সাইবারস্পেস এবং যুদ্ধাস্ত্র হলো কয়েক লাইনের কোড। ট্যাঙ্ক বা যুদ্ধজাহাজের স্থলাভিষিক্ত হচ্ছে ড্রোনের ঝাঁক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সোশাল মিডিয়া"।
-----------------------------------------------------------------------------------------------
https://www.facebook.com/k360bd/
প্রকাশক - মুহাম্মদ রাশেদুল ইসলাম, ড্রিমস পাবলিকেশনস, টাঙ্গাইল
প্রথম প্রকাশ - অগাস্ট ২০২১
প্রচ্ছদ - তৌহিদুল ইসলাম
মুদ্রণ - প্রিন্টটেক প্রিন্টিং প্রেস
পৃষ্ঠা সংখ্যা - ৪১০; হার্ড কভার
মূল্য - ৯০০/- (নয়শত টাকা মাত্র)
ISBN : 978-984-35-1135-5
'বঙ্গোপসাগর আসলে কার? বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের ভূরাজনীতিতিতে বাংলাদেশের অবস্থান'
Congratulations.
ReplyDeleteCongratulation bhai for your four books
ReplyDelete