Tuesday, 1 December 2020

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীর হত্যাকান্ড যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভাজনেরই ফলফল

০১লা ডিসেম্বর ২০২০ 

মার্কিনীরা তাদের নিজেদের ঘরে মারাত্মকভাবে বিবাদে জড়িয়েছে, যার ফলাফল বিশ্বব্যাপী প্রকাশ পাচ্ছে। এটা পরিষ্কার যে, ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউজ ছাড়ার আগে নিশ্চিত করতে চাইছে যে, পরবর্তী বাইডেন প্রশাসনের জন্যে ইরানের সাথে নতুন করে চুক্তি করা যেন কঠিন হয়ে যায়। ইরানের জন্যেও এখন জাতীয় গৌরব রক্ষা করে যুক্তরাষ্ট্রের সাথে আবার আলোচনায় বসাটা দুরূহ হয়ে গেলো।

গত ২৭শে নভেম্বর ইরানের পারমাণবিক প্রকল্পের শীর্ষ বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ আজানা আততায়ীদের হাতে নিহত হবার পর থেকে মধ্যপ্রাচ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। ইরানের সম্ভাব্য প্রত্যুত্তরই শুধু নয়, এই হত্যাকান্ডের পিছনে ইস্রাইল ও যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভাজনও আলোচনায় আসছে। ‘বিবিসি’ বলছে যে, ফাখরিজাদেহ ছিলেন ইরানের পরমাণু অস্ত্র প্রকল্পের জনক। সে হিসেবে হামলাকারীরা ইরানের পরমাণু প্রকল্পে এর চাইতে বড় কোন টার্গেট পেতে পারে না। ২০১০ থেকে ২০১২ সালের মাঝে ইরানের ৪ জন পরমাণু বিজ্ঞানী রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে। ইরানিরা ইস্রাইলকেই এই হামলাগুলির জন্যে দোষারোপ করেছিল। এবার ইস্রাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এব্যাপারে কোন মন্তব্য করতে রাজি না হলেও বিশ্লেষকেরা ইস্রাইলকেই এব্যাপারে দায়ি করছেন। ইরানের গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তিদের হত্যাকান্ড সাম্প্রতিককালে বড় খবর হয়েছে। ২০১৯এর ২৭শে ডিসেম্বর ইরাকের কিরকুক শহরে ইরান সমর্থিত মিলিশিয়াদের রকেট হামলায় একজন মার্কিন কন্ট্রাক্টর নিহত হবার পর ৩রা জানুয়ারি বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় ইরানের ‘আইআরজিসি’ বাহিনীর প্রধান কাসেম সুলাইমানিকে নিহত হন। এর প্রতিশোধ হিসেবে ৮ই জানুয়ারি ইরানিরা ইরাকে যুক্তরাষ্ট্রের দু’টা সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে, যেখানে কেউ হতাহত হয়নি।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিবাদ

মার্কিন অভ্যন্তরীণ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘এফবিআই’এর প্রাক্তন কাউন্টার ইন্টেলিজেন্স এসিসট্যান্ট ডিরেক্টর ফ্র্যাঙ্ক ফিগলিউজি ‘এমএসএনবিসি’র সাথে কথা বলতে গিয়ে বলেন যে, ইস্রাইল বুঝতে পারছিল যে, ইরানের বিরুদ্ধে তারা কিছু করতে গেলে সেটা কয়েক সপ্তাহের মাঝেই করতে হবে; যতদিন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আছেন। আর যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ইস্রাইল খুব সম্ভবতঃ এরকম কোন কাজের মাঝে যাবে না। ট্রাম্প এই কাজগুলির দায়িত্ব নেবেন না; নিতে হবে বাইডেনকে। এটা পরিষ্কার যে, ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউজ ছাড়ার আগে নিশ্চিত করতে চাইছে যে, পরবর্তী বাইডেন প্রশাসনের জন্যে ইরানের সাথে নতুন করে চুক্তি করা যেন কঠিন হয়ে যায়। ইরানের জন্যেও এখন জাতীয় গৌরব রক্ষা করে যুক্তরাষ্ট্রের সাথে আবার আলোচনায় বসাটা দুরূহ হয়ে গেলো। আর ইরানও চাইবে ইস্রাইলের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে গেলে তা যেন ট্রাম্প প্রশাসনের বাকি কয়েকদিনের মাঝেই সম্পন্ন হয়; বাইডেন ক্ষমতায় বসার আগেই। ফিগলিউজি মনে করছেন যে, আগামী কয়েক সপ্তাহের মাঝেই হয়তো ইস্রাইল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক আক্রমণ দেখা যাবে। তিনি আরও বলছেন যে, ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপগুলি বেশি সক্রিয় বিধায় সেখানেই যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে হামলা হবার সম্ভাবনা বেশি।

তবে যুক্তরাষ্ট্রেই সকলে এক সুরে কথা বলছেন না। প্রাক্তন মার্কিন জেনারেল জ্যাক কীন ‘ফক্স নিউজ’এর সাথে কথা বলতে গিয়ে বলেন যে, ইরান যুক্তরাষ্ট্রের স্বার্থে বহুবার হামলা করলেও দেশটা যুক্তরাষ্ট্রের অস্তিত্বের প্রতি হুমকি নয়; কিন্তু ইরানের পরমাণু প্রকল্প ইস্রাইলের অস্তিত্বের প্রতি হুমকি। যেকারণে ইরানের ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং ইস্রাইলের নীতি সবসময়েই ভিন্ন ছিল। ইস্রাইলিরা সবসময়েই বিশ্বাস করেছে যে, ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির প্রকল্প চালিয়ে নিয়েছে। ২০১৮ সালের জানুয়ারি মাসে ইস্রাইলিরা তেহরানের একটা গোডাউন থেকে বিপুল পরিমাণ গোপন দলিলপত্র চুরি করে তেল আভিভে নিয়ে আসে। সেই দলিলগুলি প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্র ইরানের সাথে পারমাণবিক চুক্তি স্বাক্ষর করার পরেও ইরান তার বোমা তৈরির প্রকল্প থেকে সরে আসেনি। ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনায় ইস্রাইলিরা হামলা করে দেশটার পারমাণবিক বোমা তৈরির প্রকল্পকে পিছিয়ে দেবার চেষ্টা করে। জানুয়ারি মাসে কাসেম সুলাইমানিকে হত্যার পর ইরানিরা মার্কিন নির্বাচনকে মাথায় রেখেই হয়তো বড় কোন প্রতিশোধমূলক হামলা থেকে বিরত থাকে। এবারও জো বাইডেন নির্বাচনে জেতার কারণে ইরানিরা সেরকমই চিন্তা করতে পারে। ইরানিরা হয়তো মনে করতে পারে যে, বাইডেন প্রশাসন ইরানের উপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেবে।

 

ইরানের পরমাণু বিজ্ঞানীর গাড়ি। এই হত্যাকান্ডটা ছিল অন্য কোন হত্যাকান্ড থেকে সম্পূর্ণ আলাদা। প্রায় হলিউড স্টাইলে রিমোট কন্ট্রোল মেশিন গানের মাধ্যমে এই হত্যাকান্ড চালনা করা হয়। বিশ্লেষকেরা বলছেন যে, এধরণের ঘটনা সামনের দিনগুলিতে সংঘাতের ভাষা পরিবর্তন করে দিচ্ছে। যুদ্ধবিগ্রহে প্রযুক্তির ব্যবহার নতুন এক উচ্চতা অর্জন করেছে, যেখানে অনেক ক্ষেত্রেই মানুষ সরাসরি অংশ নিচ্ছে না। হত্যাকান্ডের ধরণ নতুন ধরণের এক সংঘাতের দিকে ইঙ্গিত দিচ্ছে, যা ভূরাজনৈতিক ব্যালান্সকেও চ্যালেঞ্জ করতে পারে।


দীর্ঘমেয়াদী চিত্র

এই হত্যাকান্ডটা ছিল অন্য কোন হত্যাকান্ড থেকে সম্পূর্ণ আলাদা। প্রায় হলিউড স্টাইলে রিমোট কন্ট্রোল মেশিন গানের মাধ্যমে এই হত্যাকান্ড পরিচালনা করা হয়। বিশ্লেষকেরা বলছেন যে, এধরণের ঘটনা সামনের দিনগুলিতে সংঘাতের ভাষা পরিবর্তন করে দিচ্ছে। যুদ্ধবিগ্রহে প্রযুক্তির ব্যবহার নতুন এক উচ্চতা অর্জন করেছে, যেখানে অনেক ক্ষেত্রেই মানুষ সরাসরি অংশ নিচ্ছে না। ড্রোন যুদ্ধ এই মুহুর্তে যথেষ্ট আলোচিত বিষয় হয়ে গিয়েছে; বিশেষ করে সিরিয়া, লিবিয়া এবং আজেরবাইজানের যুদ্ধে ড্রোনের সফল ব্যবহারের কারণে তা বারংবার আলোচনায় উঠে আসছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর গোয়েন্দাবৃত্তি এমনকি হামলার জন্যেও ব্যবহৃত হচ্ছে ড্রোন। কাসেম সুলাইমানিকেও ড্রোন হামলার মাধ্যমেই হত্যা করা হয়েছিল। ছোট ড্রোনগুলিও অতি দ্রুতই মারাত্মক সক্ষমতা দ্বারা সজ্জিত হচ্ছে। অনেকেই বলছেন যে, ড্রোন ব্যবহারের ফলে অনেক রাষ্ট্র বা গোষ্ঠী কম খরচেই গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা অর্জন করে ফেলতে পারে; যেগুলির ব্যবহার অনেক ক্ষেত্রেই রাজনৈতিকভাবে হতে পারে অতি গুরুত্ববহ। ইরান এই হত্যাকান্ডের প্রতিশোধ নিক আর না নিক, এই হত্যাকান্ড নতুন ধরণের এক সংঘাতের দিকে ইঙ্গিত দিচ্ছে, যা ভূরাজনৈতিক ব্যালান্সকেও চ্যালেঞ্জ করতে পারে।

২০২০ সাল ইরানের জন্যে সকল দিক থেকেই খারাপ যাচ্ছে। এবছরেই ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় এক বোমা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই স্থাপনায় পারমাণবিক বোমা তৈরিতে প্রয়োজনীয় ইউরেনিয়াম এনরিচমেন্টএর জন্যে ‘সেন্ট্রিফিউজ’ নামক যন্ত্র তৈরি করা হতো। অনেকেই এই হামলার পিছনে ইস্রাইলকেই দায়ি করেছে। তবে ইরান এই হামলার প্রতিশোধ হিসেবেও তেমন কিছু দেখাতে পারেনি, যা ইরানের রাষ্ট্রীয় সক্ষমতাকে আরও একবার প্রশ্নবিদ্ধ করেছে। অনেকেই বলছেন যে, ইরান তার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা এবং ব্যক্তিত্বদের রক্ষা করতে সক্ষম হচ্ছে না; উপরন্তু এরকম হামলার প্রত্যুত্তর দিতেও তার অক্ষম বলে প্রতীয়মান হচ্ছে। এই সকলকিছুই এমন সময়ে আসছে, যখন আন্তর্জাতিক বাজারে তেলের বাজার সর্বনিম্ন এবং এর উপরে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইরানের উপর নিষেধাজ্ঞা নতুন করে আরোপ করেছে। এছাড়াও অর্থনৈতিক মন্দার মাঝে থাকা অবস্থাতেই ইরানে আঘাত করেছে করোনাভাইরাস। মহামারি ঠেকাতে ব্যর্থতাই শুধু নয়, নির্বাচনে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি করতে মহামারির প্রকোপ সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান, ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনের বেসামরিক বিমান ভূপাতিত করা এবং সেটা প্রথমতঃ অস্বীকার করা; এবং পরবর্তীতে আবার স্বীকার করে ক্ষতিপূরণ দেয়া; ইত্যাদি ঘটনা ইরানের রাষ্ট্রকে দুর্বল করেছে।

ইরান কি করতে পারে

অঞ্চলিকভাবেও ইরানের অবস্থান দুর্বল হচ্ছে। কাসেম সুলাইমানির হত্যার ফলে সিরিয়া এবং ইরাকে ইরানের অবস্থান যথেষ্টই দুর্বল হয়েছে। নভেম্বর মাসেই ইস্রাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্র সচিব মাইক পম্পেও সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সাথে বৈঠকে বসেন। এই বৈঠক ইরানের জন্যে মোটেই ভালো খবর নয়; কারণ এর মাধ্যমে ইস্রাইল, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো ইরানের শত্রু দেশগুলির একত্রে বসার আরেকটা সুযোগ তৈরি হয়েছে। আরব দেশগুলি তাদের অর্থনৈতিক মন্দার মাঝেও অস্ত্র ক্রয় বন্ধ রাখেনি। এছাড়াও সিরিয়ার যুদ্ধেও ইরানকে তুরস্কের মোকাবিলা করতে হচ্ছে। ইরাকেও ইরানের প্রভাবকে চ্যালেঞ্জ করছে তুরস্ক এবং সৌদি আরব। লেবাননেও অর্থনৈতিক ধ্বস, বৈরুতের বিস্ফোরণ এবং সামাজিক অসন্তোষের কারণে ইরানের অবস্থান দুর্বল হচ্ছে। ইয়েমেনের যুদ্ধও প্রায় শেষের দিকে চলে এসেছে।

মার্কিন ভূরাজনৈতিক থিঙ্কট্যাঙ্ক ‘ইউরেশিয়া গ্রুপ’এর প্রতিষ্ঠাতা ইয়ান ব্রেমার বলছেন যে, ইরানি পরমাণু বিজ্ঞানী হত্যার কারণে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের পক্ষে ইরানের সাথে নতুন করে আরেকটা চুক্তি করা কঠিন হবে। একইসাথে তিনি মনে করছেন যে, ইরান এমন কিছু করতে চাইবে না, যাতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের অধীনে আরেকটা চুক্তি করাটা একেবারে অবাস্তব হয়ে যায়। ২০২০ সালে ইরানের জন্যে একমাত্র ‘ভালো’ খবর হলো, জো বাইডেন মার্কিন নির্বাচনে জয়লাভ করেছেন। বাইডেন সরকারের হবু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান এবং পররাষ্ট্র সচিব টনি ব্লিনকিন ইরানের সাথে আলোচনার ব্যাপারে আগ্রহী। এমতাবস্থায় ইরান হয়তো ইস্রাইলের কিছু কর্তাব্যক্তির বিরুদ্ধে হামলা করে প্রতিশোধ নেবার চেষ্টা করতে পারে। তবে ইরানের সক্ষমতা এবং ভূরাজনৈতিক বাস্তবতা এই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।

মার্কিনীরা তাদের নিজেদের ঘরে মারাত্মকভাবে বিবাদে জড়িয়েছে, যার ফলাফল বিশ্বব্যাপী প্রকাশ পাচ্ছে। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীর হত্যাকান্ড এরকমই একটা ঘটনা মাত্র। ওবামা প্রশাসনের সময় মার্কিন গোয়েন্দা সংস্থা ‘সিআইএ’এর প্রাক্তন ডিরেক্টর জন ব্রেনান ২৭শে নভেম্বর এক টুইটার বার্তায় বলেন যে, ইরানের বিজ্ঞানীকে হত্যা করাটা ছিল একটা অপরাধমূলক এবং ঔধ্যত্বপূর্ণ কাজ। এর ফলে পাল্টাপাল্টি হামলায় আঞ্চলিক সংঘাতের সৃষ্টি হতে পারে। ইরানের নেতৃবৃন্দের উচিৎ হবে পরবর্তী প্রজ্ঞাবান এবং দ্বায়িত্বশীল মার্কিন নেতৃত্বের জন্যে অপেক্ষা করা; এবং ধৈর্য্যধারণ করে প্রতিশোধমূলক কর্মকান্ড থেকে দূরে থাকা। ব্রেনানের এই বার্তা যে ব্যাপারটা এড়িয়ে যায় তা হলো, তিনি ‘সিআইএ’এর নেতৃত্বে থাকার সময়েই ৪ জন ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছিল। তিনি অবশ্য সেসময় চুপই ছিলেন। ব্রেনানের বার্তার জবাবে টেক্সাসের মার্কিন সিনেটর টেড ক্রুজ আরেক টুইটার বার্তায় বলেন যে, এটা অদ্ভুত ব্যাপার যে, ‘সিআইএ’এর একজন প্রাক্তন প্রধান নিয়মিতভাবে এমন একটা সরকারের পক্ষে কথা বলছে, যারা যুক্তরাষ্ট্রের ধ্বংস কামনা করে। ক্রুজ আরও বলেন যে, ইরান ইস্রাইলকে সকল সময়েই আক্রমণ করে কথা বলে; জো বাইডেন কি এব্যাপারে ঐকমত্য পোষণ করেন? ক্রুজের বার্তার জবাবে জন ব্রেনান আবারও টুইটার বার্তায় বলেন যে, ক্রুজের আইনের তোয়াক্কা না করা এবং সবকিছু সাধারণভাবে নেবার চিন্তাটাই দেখিয়ে দিচ্ছে যে, তিনি টেক্সাসের মানুষের প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখেন না।

8 comments:

  1. Is there any possibilities of a civil war in the US???? Some of my relatives living there pretending such matter.

    ReplyDelete
    Replies
    1. As a rule, any civil war or insurgency requires support from other state(s) to sustain... with this in mind, it can only be said that USA is divided and the division is beyond repair.... and other competing powers are always looking for opportunities to weaken their primary adversary (USA); American divisions present those powers with an opportunity of a century... yet, geopolitical realities would constrain their abilities to intervene in US internal disputes... this is a new geopolitical balance the world is looking at, in which none of the powers has absolute ability to take over from the Superpower (USA)....

      Delete
    2. That's true. Again if we see the history of the United States then it can be found that US faced a civil war where outside intervention was not the fact rather that was a fight between the rich and the poletariates.

      Delete
    3. the American civil was could run because the Confederates received the vital gunpowder from the British.... officially the British remained neutral; but that decision was enough for the Confederates to receive gunpowder....

      the point is, a federal state is divided; which is why its a federal state in the first place.... USA, Russia, India, and some other countries primarily divided countries with some patchwork keeping them together.... such states are vulnerable when other states want to take the opportunity.... but it isn't always the motivation of the opponents to utilize the opportunity.... geopolitics binds them together sometimes.... the US can only hope for that right now.... may be some savior to prevent others from tearing up....

      Delete
    4. Receiving gun powders from the British was more of a business for the (The British). Alongside, Confederates were none but the successors of the British colonial people influenced by the British precedents. So there were things that made these situations. And revenge could be a factor here as well (Maybe)

      Delete
    5. There are backlogs when it comes to the matter of leading a ultra large country possessing federal government system. USSR could survive only for 70 years. India is enjoying their 73rd independence day. US could be proud for the matter that they are still relatively making things for the last 150+ years which could be a world record. So as the Persian empire (Apx 250). The main reason behind US's stability is that they could realize a common ideology based on which they could keep themselves under a single umbrella. In case of India, secularism matters a lot for the country. US is the father of the current business tactics (Capitalism) though the flow has started from the Europe who suffered a lot during World war 2. Some playful game made US the current superpower. When the USSR broke down, people could realize the aggressive nature of the communist policy that provoked the breakdown of USSR. Recently we could see some of those things within India. When it comes to US, the issue is very complex. A lot of questions has raised and the policy is now unable to give those answers. Thanks to Mr. Trump for making things more clear.

      Delete
    6. An agreement is needed that an ideological country like Britain is not likely to behave like a nationalist country like Bangladesh.... Bangladesh may sell items to other countries with nothing but business in mind; but that was the case for Britain, they wouldn't have been the Superpower for two centuries... lets have another example - Israel receives technology from the US just business as usual?... what about Taiwan receiving weapons from US? just business?....

      on the other point, don't forget the anti-British people who became part of the new state USA.... the Irish and the Europeans who learned to hate Britain, also ended up as immigrants there.... so, USA is a mixed bag every kind of people.... some like to sleep with Britain; others take Britain as their mortal enemy...

      lets not move away from the basic discussion.... divisions like these within a country would obviously be exploited by other states, provided that geopolitical reality permits....

      Delete
    7. regarding USSR and USA as federal states....

      Please remember that the talk was on "Russia" as a federal state, not the USSR.... USSR was not Russia, because of the fact that USSR was a counter ideology that tried to uproot Western Capitalism.... Russia on the other hand, is a nationalist federal country.... India is also the same.... here, the divisions of Russia and India are a lot more than the US.... USA inherited mostly European white people (currently mixed with every type of people), who brought in Western Capitalism with them.... fall of the Soviet Union was related to the fall of Socialism as an ideology; this hasn't happened with the USA; or Britain before them....

      of late, Western ideology has shown its decline in every sphere of life, which has indicated towards not only the decline of the US, but the West as a whole.... since the 18th century, the world is running on ideologies; before which it was ecclesiastical ruling.... the main fights are about ideology... USA didn't fall yet, because nobody had been able to push it to the brink yet.... contrary to that, USSR had to import food grains from the USA; its citizens were hiding their Playboy magazines; their soldiers ran towards Mi-26 helicopters to leave Afghanistan.... a push didn't materialize in case of USA; but it did in case of USSR....

      in the case of India, please go through the writings here.... lots of writings on India as a weak state... so, not touching upon it now....

      Delete