Friday, 20 November 2020

'ভূরাজনৈতিক ভূমিকম্প ২০২০'

২০শে নভেম্বর ২০২০ 

 


 


আলহামদুলিল্লাহ!
আমার চতুর্থ বই প্রকাশিত হলো।
 
'ভূরাজনৈতিক ভূমিকম্প ২০২০ - করোনা দুর্যোগে আদর্শিক সংকট এবং বিপর্যস্ত বিশ্ব ব্যবস্থা'


















বই-এর বিষয়বস্তু সম্পর্কে কিছুটা ধারণা এই বর্ণনা থেকে পাওয়া যাবে -


-----------------------------------------------------------------------------------------------

"
২০২০ সালকে সংজ্ঞায়িত করেছে করোনাভাইরাসের মহামারি। ভাইরাসের সংক্রমণের মাঝে ভূরাজনৈতিক প্রতিযোগিতা উঠেছে চরমে। এই ভূরাজনৈতিক খেলায় আগের খেলোয়াড়রাই মাঠে রয়েছে। তবে২০১৯ সালের হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার সাথে করোনাভাইরাস মিশ্রিত হওয়ায় পরিস্থিতি হয়েছে বেসামাল। এবং তা বর্তমান বিশ্বব্যবস্থার অতি ভঙ্গুর পরিস্থিতিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ২০২০ সালে সবচাইতে বড় ভূমিকম্প ছিল এটাই; যা কিনা পশ্চিমা আদর্শের ভিতকেই দুর্বল করে ফেলেছে। এর আগের কোন দুর্যোগেই এমনটা ঘটেনি। ভূমিকম্পের মতোই দুর্বল স্তম্ভগুলিকে এই দুর্যোগ আক্রমণ করেছে; অতি দুর্বলগুলিকে ধ্বসিয়ে ফেলেছে। অনেক স্থানেই তৈরি হয়েছে ফাঁটল; যেখানে নতুন ধরনের দুর্যোগের আশঙ্কা দেখা যাচ্ছে।

২০২০ সাল ছিল ভূরাজনৈতিক ভুমিকম্পের বছর; কারণ তা যুক্তরাষ্ট্রের স্থলাভিষিক্ত হতে পারে কোন জাতিরাষ্ট্র, সেব্যাপারটাকে সামনে আনেনি। বরং পশ্চিমা জীবনব্যবস্থা কতদিন সমাধানহীন অবস্থায় দুনিয়ার নেতৃত্ব দিতে পারবে, সেই প্রশ্নকে সামনে এনেছে। প্রশ্নটা এখন আর জাতিরাষ্ট্রের প্রতিযোগিতার মাঝে সীমাবদ্ধ নয়; এটা এখন একটা আদর্শিক প্রশ্ন। গত বেশ কয়েক বছর ধরেই পশ্চিমা আদর্শ থেকে আসা জাতিরাষ্ট্রের চিন্তাটাই প্রশ্নবিদ্ধ হচ্ছে বিশ্বব্যাপী। অনেকগুলি জাতিরাষ্ট্রই অস্তিত্ব সংকটে রয়েছে; বাকিগুলি জাতিরাষ্ট্রের বাউন্ডারি না মেনেই চলছে দেদারসে। জঙ্গলের নিয়মে চলছে বিশ্ব; যা সভ্য দুনিয়ার দিকে ইঙ্গিত দেয় না। এই পরিস্থিতি মানুষকে নতুন সমাধান খুঁজতে মরিয়া করে তুলবে।"


-----------------------------------------------------------------------------------------------


আপাততঃ বইটি কুরিয়ারের মাধ্যমে ডেলিভারির ব্যবস্থা রাখা হয়েছে। যারা অর্ডার করতে ইচ্ছুক, তারা নিচের ফেসবুক পেইজে পুরো ঠিকানা এবং ফোন নম্বরসহ 'ইনবক্স' করুন। পেমেন্ট করতে হবে বিকাশে। ডেলিভারি চার্জ ফ্রি। অর্থাৎ বইএর মূল্যের বাইরে কোন চার্জ দিতে হবে না।  

https://www.facebook.com/k360bd/ 
 
 -----------------------------------------------------------------------------------------------
 
 

 

 
 লেখক - আহমেদ শরীফ

প্রকাশক - মুহাম্মদ রাশেদুল ইসলাম, ড্রিমস পাবলিকেশনস, টাঙ্গাইল

প্রথম প্রকাশ - অক্টোবর ২০২০

প্রচ্ছদ - তৌহিদুল ইসলাম

মুদ্রণ - এস আর প্রিন্টার্স

পৃষ্ঠা সংখ্যা - ৪২৪; হার্ড কভার 

মূল্য - ৯০০/- (নয়শত টাকা মাত্র) 

ISBN : 978-984-34-9520-4
 -------------------------------------------------------------------------------
লেখকের প্রথম বই তিনটা না পেয়ে থাকলে এই লিঙ্ক থেকে ঘুরে আসুন - 
 

'বঙ্গোপসাগর আসলে কার? বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের ভূরাজনীতিতিতে বাংলাদেশের অবস্থান'
 
 

No comments:

Post a Comment