Tuesday, 6 December 2022

ইউক্রেনে আকাশ যুদ্ধ… নয় মাসের শিক্ষা কি?

জুলাই ২০২২। ইউক্রেনিয় 'বুক এম-১' মধ্যম পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোঁড়া হচ্ছে ক্ষেপণাস্ত্র। আকাশ নিজেদের নিয়ন্ত্রণে না থাকার পরেও ইউক্রেনিয়রা সফলভাবে বড় রকমের আক্রমণে যেতে পেরেছে; যেখানে তারা কৌশলগতভাবে রুশদেরকে অবাক করে দিয়েছে এবং রুশ বিমান বাহিনী ইউক্রেনের সেনাবাহিনীকে খোলা আকাশের নিচে আটকাতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ বড় বিমান বাহিনী রয়েছে এমন কোন রাষ্ট্রের বিরুদ্ধেও অপেক্ষাকৃত ছোট কোন রাষ্ট্রের সেনাবাহিনী ভূমিতে বড় ধরণের আক্রমণে যেতে পারে।

০৬ই ডিসেম্বর ২০২২

‘ডিফেন্স নিউজ’এর এক লেখায় মার্কিন বিমান বাহিনীর কর্নেল ম্যাক্সিমিলিয়ান ব্রেমার এবং মার্কিন থিঙ্কট্যাঙ্ক ‘স্টিমসন সেন্টার’এর সিনিয়র ফেলো কেলি গ্রিকো বলছেন যে, সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সামরিক বাহিনী দু’টা ফ্রন্টে রুশদের বিরুদ্ধে সফল আক্রমণের মাধ্যমে প্রমাণ করলো যে, পশ্চিমাদের এতদিনের চিন্তাটা ভুল; যেখানে বলা হচ্ছিলো যে, আকাশের নিয়ন্ত্রণ নিতে না পারলে যুদ্ধক্ষেত্রে সফলতা আসবে না। মার্কিন যুদ্ধচিন্তার একেবারে উল্টো, ইউক্রেনিয়দের সাথে ছিল না আকাশে কোন বিমান বাহিনীর ছায়া; ছিল না আকাশ থেকে কোন ‘ফায়ার সাপোর্ট’। কেউ কেউ সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন যে, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে আকাশ শক্তির গুরুত্ব কমে যাবে; আবার কেউ বলছেন যে, রুশরা এতটাই বাজেভাবে যুদ্ধ পরিচালনা করছে যে, ইউক্রেন যুদ্ধ থেকে শিক্ষা নেয়া উচিৎ হবে না। ব্রেমার এবং গ্রিকো বলছেন যে, এই চিন্তাগুলি খুবই মারাত্মক ভুল; যা বাস্তবতা বুঝতে না পারার কারণে তৈরি হচ্ছে।

ইউক্রেনিয়রা রুশদের অন্ধ করে দিয়েছিল

ব্রেমার এবং গ্রিকো বলছেন যে, ইউক্রেনিয়রা রুশদেরকে আকাশ ব্যবহার করা থেকে বিরত রাখার কৌশল নিয়েছিল। ইউক্রেনিয়দের শক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে হটিয়ে রুশরা তাদের বিমানগুলি আকাশে ওড়াতে পারছিলো না। রুশ বিমান বাহিনী আকাশ থেকে তথ্যও সংগ্রহ করতে পারছিলো না। ড্রোন এবং স্যাটেলাইট থেকে তোলা ছবিগুলি যথেষ্ট ভালো ইন্টেলিজেন্স দেয়নি। রুশ ‘অরলান-১০’ গোয়েন্দা ড্রোনগুলির অনেকগুলিই ইউক্রেনিয়দের হাতে ধ্বংস হয়েছে। পশ্চিমা অবরোধের কারণে এগুলিকে প্রতিস্থাপিত করাটা বেশ কষ্টসাধ্য হয়ে গেছে। ফলশ্রুতিতে রুশরা ইউক্রেনিয়দের খারকিভ অপারেশন শুরুর আগে কিছুই বুঝে উঠতে পারেনি। রুশরা প্রায় অন্ধ ছিল। অর্থাৎ আকাশ নিয়ন্ত্রণ নয়, বরং আকাশ ব্যবহার থেকে বিরত রাখাটাই ছিল ইউক্রেনের সামরিক সফলতার মূল চাবি। ইউক্রেনিয়রা যে দক্ষিণে খেরসনে আক্রমণ শুরু করছে, সেটা জানাই ছিল। তাই রুশরাও তাদের বাহিনীগুলিকে সেখানে মোতায়েন করতে থাকে। কিন্তু তারা চিন্তাও করেনি যে, উত্তর-পূর্বের খারকিভেও ইউক্রেনিয়রা হামলা করতে পারে।

খারকিভের অপারেশনে ইউক্রেনিয় ট্যাংক এবং গাড়িগুলি যখন দিনের বেলায় রাস্তা এবং খোলা প্রান্তর দিয়ে ছুটে যাচ্ছিলো, তখন সেগুলি রুশ বিমান বাহিনীর জন্যে সহজ টার্গেট হবার কথা ছিল। কিন্তু ইউক্রেনিয়দের কৌশল রুশ বিমান বাহিনীকে আকাশ ব্যবহার করতে বা আকাশে বেশি সময় উড়তে বাধা দিয়েছে। রুশ সেনাবাহিনী তাদের বিমান বাহিনীকে টার্গেটের তথ্য দিয়েছে এবং সেগুলিতে বিমান বাহিনী বোমা ফেলেছে। তবে টার্গেটগুলি ছিল আগে থেকে জানা টার্গেট। গোয়েন্দা ড্রোনের সংখ্যা কম থাকার কারণে রুশরা ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রসর হওয়া সম্পর্কে ভালো তথ্য পায়নি। 

জুন ২০২২। রুশ 'সুখোই-২৫' যুদ্ধবিমান ইউক্রেনিয়দের স্বল্প পাল্লার কাঁধের ওপড় থেকে ছোঁড়া বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাত পাবার পরেও ঘাঁটিতে ফেরত আসতে পেরেছে। অর্থাৎ বিমানের পাইলট বেঁচে ফিরেছেন। একজন অভিজ্ঞ ফাইটার পাইলট তৈরি করতে ১০ বছর সময় এবং গড়ে কমপক্ষে ৬ থেকে ১০ মিলিয়ন ডলার খরচ হয়।

রুশ বিমান বাহিনী আসলে ছিল কোথায়?

ব্রিটিশ থিংকট্যাঙ্ক ‘রয়াল ইউনাইটেড সার্ভিসেস ইন্সটিটিউট’ বা ‘রুসি’ ইউক্রেনের আকাশে যুদ্ধের উপর একটা গভীর বিশ্লেষণ প্রকাশ করেছে। ইউক্রেনের ‘এস-৩০০’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলি পুরো ইউক্রেন জুড়ে কয়েক’শ রাডারের উপর নির্ভরশীল ছিল। রুশরা তাদের ‘সুখোই-২৪’ গোয়েন্দা বিমানের মাধ্যমে প্রতিটা রাডারের অবস্থান নিশ্চিত করে। যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহের মাঝে রুশ ‘সুখোই-২৪’ বোমারু বিমানগুলি ১’শর মতো রাডার বোমা ফেলে ধ্বংস করে। সেসময় থেকে ইউক্রেনের ‘এস-৩০০’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলি অনেকটাই অন্ধ হয়ে যায়; কারণ রুশদের বিমান হামলার আগাম সতর্কবার্তা আসা বন্ধ হয়ে যায়। বিমান বিধ্বংসী নেটওয়ার্ক অকার্যকর হয়ে যাওয়ায় যুদ্ধের প্রথম কয়েক দিনে ইউক্রেনিয় বিমান বাহিনীর ‘সুখোই-২৭’ এবং ‘মিগ-২৯’ বিমানগুলিকে পুরো ইউক্রেনের আকাশ রক্ষার দায়িত্ব নিতে হয়। বিমানগুলি যথেষ্ট ক্ষয়ক্ষতির সন্মুখীন হলেও তারা নিজেদের ভূমিতে অবস্থিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলিকে পুনরায় কার্যক্ষম করার জন্যে যথেষ্ট সময় ও সুযোগ করে দেয়। এর ফলস্বরূপ মার্চের প্রথম সপ্তাহ থেকে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রুশ বিমান বাহিনীর ক্ষতি বাড়িয়ে দেয়। এই সময়টাতেই রুশ বিমান বাহিনী ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে টার্গেট না করে বিপদে পড়া সেনাবাহিনীর গাড়ির বহরগুলিকে সহায়তা দেয়া শুরু করে।

‘রুসি’র প্রতিবেদন নিয়ে কথা বলতে গিয়ে ‘রুসি’র বিশ্লেষক জাস্টিন ব্রঙ্ক এবং জ্যাক ওয়াটলিং ওয়াশিংটনের ভূরাজনৈতিক থিঙ্কট্যাঙ্ক ‘সিলভেরাডো পলিসি একসেলেরেটর’ পরিচালিত ‘জিওপলিটিক্স ডেক্যানটেড’ নামের এক অনলাইন আলোচনায় বলছেন যে, ইউক্রেন যুদ্ধের প্রথম তিনদিন রুশ বিমান বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। ইউক্রেনের যুদ্ধবিমানগুলির সাথে আকাশেও ব্যাপক যুদ্ধ চলেছে। রুশ বিমানগুলি ইউক্রেনের ফ্রন্টলাইন থেকে ৩’শ কিঃমিঃ ভেতর পর্যন্ত প্যাট্রোল দিয়েছে। এই সময়টাতে বিভিন্ন কারণে ভূমিতে অবস্থিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলি নিজেদের প্রস্তুত করতে সক্ষম হয়নি। তবে এই অবস্থা পরিবর্তিত হতে থাকে; যখন উভয় পক্ষেরই ‘বুক’ (ন্যাটো যাকে বলে ‘এসএ-১১’), ‘অসা’ (বা ‘এসএ-৮’) এবং ‘এস-৩০০’ (বা ‘এসএ-১০)এর মতো বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলি ফ্রন্টলাইন বরাবর কার্যকর হতে শুরু করে। এই ক্ষেপণাস্ত্রগুলি মূলতঃ রাডার নিয়ন্ত্রিত, দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলা সম্ভব এবং মধ্যম থেকে শুরু করে আরও বেশি উচ্চতায় বিমান ধ্বংস করতে সক্ষম। রুশ বিমান বাহিনী এই ক্ষেপণাস্ত্রগুলিকে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। তাই এরপরে তাদের হাতে একমাত্র অপশন ছিল নিচু দিয়ে উড়ে টার্গেটে হামলা করা। নিচু দিয়ে ওড়ার ফলে বিমানগুলি রাডার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রগুলির হাত থেকে রেহাই পায় ঠিকই; কিন্তু ফলাফলস্বরূপ কাঁধের উপর থেকে নিক্ষেপ করা স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের টার্গেট হয়ে যায়। এই পরিস্থিতি থেকে বাঁচতে রুশরা নিচু দিয়ে ওড়া কমিয়ে দিতে বাধ্য হয়।

রুশ বিমানগুলি নিচু দিয়ে ওড়ার সময়ে টার্গেটে নিখুঁতভাবে হামলা করতে পারেনি। কারণ নিচু দিয়ে উড়ে গাইডেড বোমাগুলি ছোঁড়া যায় না। কাজেই বাধ্য হয়ে রুশ বিমানগুলিকে তড়িঘড়ি করে সাধারণ ‘আনগাইডেড’ বোমাগুলিই ছুঁড়তে হবে। এত নিচে দিয়ে দ্রুতগতিতে ওড়ার সময়ে একটা ফাইটার বিমানের টার্গেটে নিখুঁতভাবে হামলা করা সম্ভব নয়। আর বিমানগুলির একই টার্গেটের উপরে দু’বার হামলা করাটাও বিপজ্জনক; কারণ তাতে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র বা বিমান বিধ্বংসী কামানের টার্গেট হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।

জাস্টিন ব্রঙ্ক বলছেন যে, যুদ্ধের প্রথম কিছুদিনের ফলাফল থেকে যে ব্যাপারটা পশ্চিমারা বুঝতে পারে তা হলো, রুশরা ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয়নি। আকাশে রুশদের একচ্ছত্র প্রাধান্য থাকা সত্ত্বেও ইউক্রেনের বিমানগুলি আকাশে উড়তে পারছে। এই সময়টাতে পশ্চিমারা ইউক্রেনকে কোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেয়নি। তবে এটাও উল্লেখযোগ্য যে, পশ্চিমাদের কাছে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র অনেক থাকলেও ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্টই কম।

ব্রেমার এবং গ্রিকো মনে করছেন যে, রুশরা ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে পারেনি, এটা শুধু রুশদের ব্যর্থতা নয়। পশ্চিমারাও আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিকে যথেষ্ট ভালোভাবে বুঝতে ব্যর্থ। স্তরীভূত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যেখানে ভিন্ন ভিন্ন উচ্চতায় আঘাত হানতে পারার মতো ক্ষেপণাস্ত্র, রাডার, জ্যামিং সিস্টেম, এবং অন্যান্য প্রযুক্তি একত্রে সমন্বয় করে সেগুলিকে ছড়িয়ে ছিটিয়ে মোতায়েন করে এবং নিয়মিতভাবে স্থান পরিবর্তন করায়, সেখানে বিমান প্রতিরক্ষাকে ধ্বংস করতে পারাটা মোটেই সহজ নয়। সহজ কথায় বলতে গেলে, আধুনিক প্রযুক্তি এখন এতটাই সহজলভ্য হয়ে গেছে যে, শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার মিশন অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে। হয়তো কিছু অঞ্চলে কিছু সময়ের জন্যে আকাশ নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হতে পারে। কিন্তু পুরো আকাশের নিয়ন্ত্রণ নেয়া সম্ভব নয়; যা একসময় করা যেত।

আধুনিক মনুষ্যচালিত বিমানগুলি এখন অত্যন্ত মূল্যবান এবং এগুলিকে চালাতেও অত্যন্ত উঁচু মানের ট্রেনিং দরকার হয়। এর বিপরীতে স্বল্প খরচের বিমান প্রতিরক্ষার অস্ত্রগুলিকে নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করে প্রতিপক্ষের জন্যে আকাশ ব্যবহার করাই দুরূহ করে ফেলা সম্ভব। মোটকথা অতি মূল্যবান অস্ত্রগুলি কম খরচের অস্ত্রগুলির কাছে হেরে যাচ্ছে। ব্রেমার এবং গ্রিকো মনে করছেন যে, সামনের দিনগুলিতে কেউ যদি প্রতিপক্ষকে আকাশ ব্যবহার না করতে দেয়ার কৌশল নিয়ে আগায়, তাহলে তাকে সেই পথ থেকে বিরত রাখার পদ্ধতি খুব কমই থাকবে।

ব্রেমার এবং গ্রিকো বলছেন যে, ১৯৯১ সালে ইরাকের বিরুদ্ধে পশ্চিমা কোয়ালিশনের যুদ্ধের সময়ে ইরাক তার ‘স্কাড’ ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিনিয়ত স্থান পরিবর্তন করিয়েছে এবং প্রচুর ভুয়া টার্গেট ব্যবহার করেছে। এর ফলে পশ্চিমারা পুরো আকাশের মালিক থাকা সত্ত্বেও তারা পুরোপুরিভাবে নিশ্চিত হতে পারেনি যে একটা ‘স্কাড’ ক্ষেপণাস্ত্রের লঞ্চারও তারা ধ্বংস করতে পেরেছে। ইউক্রেনিয়রাও রুশ বিমানের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সাথেসাথেই রাডার বন্ধ করে দিয়ে স্থান পরিবর্তন করেছে। ফলে রুশরা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলিকে সহজে খুঁজে পায়নি। ইউক্রেনের ‘এস-৩০০’ এবং ‘বুক এম-১’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলি যেমন রুশ বিমানগুলিকে মধ্যম উচ্চতায় ওড়া থেকে বিরত রাখতে পেরেছে, ঠিক তেমনি ডনবাসে যুদ্ধ শুরুর পর থেকে রুশরাও সেখানে ‘এস-৪০০’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করে ইউক্রেনের বিমান ওড়ায় বাধা দিয়েছে। ফলস্বরূপ, উভয় পক্ষই আকাশকে নিজের পক্ষে ব্যবহার করতে পারছে না। 

মে ২০২২। ইউক্রেনিয় সেনার কাঁধে স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের ‘এস-৩০০’ এবং ‘বুক এম-১’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলি ক্ষেপণাস্ত্র ছুঁড়েই রাডার বন্ধ করে দিয়ে জায়গা পরিবর্তন করে ফেলছে। এভাবে মধ্যম উচ্চতার আকাশ রুশ বিমান বাহিনীর জন্যে বিপজ্জনক হয়ে গেছে। এর প্রতিক্রিয়ায় রুশরা যখন নিচু দিয়ে তাদের বিমান উড়িয়েছে, তখন তারা হাজার হাজার স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের টার্গেটে পরিণত হয়েছে।


ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা

‘রুসি’র প্রতিবেদনে বলা হচ্ছে যে, ইউক্রেনের ‘এস-৩০০’ দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাথে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে ‘বুক’ এবং ‘অসা’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। মধ্যম পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলি ১৯৮০এর দশকে সার্ভিসে আসে। ইউক্রেনিয়রা সেই সোভিয়েত সময় থেকে প্রায় ১’শর মতো ‘বুক’ সিস্টেম অপারেট করছে। তবে সাম্প্রতিক সময়ে এগুলিকে ইউক্রেনিয়রা যথেষ্ট উন্নত করেছে। এই ব্যবস্থা স্বয়ংসম্পূর্ণ এবং বেশ নির্ভরযোগ্য। ইউক্রেনিয় ক্রুরা ট্যাবলেট ব্যবহার করে সফটওয়্যারের মাধ্যমে জানতে পারছে যে, শত্রুর বিমানগুলির অবস্থান কোথায় কোথায় রয়েছে।

‘ফোর্বস’ ম্যাগাজিনের এক লেখায় ‘ডেভিড এক্স ইউক্রেনিয়দের ট্যাবলেট ব্যবহারের কাহিনী তুলে ধরেছেন। ‘ক্রোপিভা’ নামের একটা সফটওয়্যার তৈরি করেছে ইউক্রেনিয় এনজিও ‘আর্মি এসওএস’; যারা এটাকে ডিজাইন করেছে মার্কিন ‘ব্লু ফোর্স ট্র্যাকার’ বা ‘বিএফটি’ সফটওয়্যারের আদলে; তবে এর মূল্য ‘বিএফটি’র মতো আকাশচুম্বী নয়। এই সফটওয়্যার যেকোন এন্ড্রয়েড ট্যাবলেটে কাজ করে। ইন্টারনেট ব্যবহার করে ইউক্রেনের সামরিক ব্যবহারকারীরা এই সফটওয়্যারে যুক্ত হয়। ব্যবহারকারীরা তাদের কাছাকাছি থাকা রুশ সামরিক ইউনিটগুলিকে সফটওয়্যারের মানচিত্রে নির্দিষ্ট করে দেয়; যার মাঝে শত্রুর শক্ত অবস্থান, বিমান এবং ট্যাঙ্কও থাকে। এর মাধ্যমে যেকোন ইউক্রেনিয় সেনা পুরো যুদ্ধক্ষেত্রের একটা ছবি পেয়ে যায়; যেখানে বহু উৎস থেকে ইন্টেলিজেন্স একত্রে সমন্বিত হয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে বিমান বিধ্বংসী ব্যবস্থাগুলি শত্রু বিমানের অবস্থান সকলকে জানিয়ে দেয়। এতে বাকিরা সকলে একটা আগাম সতর্কবাণী পায়। আগে থেকে বিমান হামলার ব্যাপারে তথ্য পেলে তারা সেগুলিকে ভূপাতিত করার জন্যে প্রস্তুত থাকতে পারে। একইসাথে এই সফটওয়্যার রুশ বিমান বাহিনীর পক্ষে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা অনেক কঠিন করে ফেলেছে; কারণ তারা রুশ হামলার আগাম সতর্কবার্তা পেয়ে যাচ্ছে। এই সফটওয়্যার ইউক্রেনের পুরোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সফলতার অনেকগুলি কারণের মাঝে একটা।

ইউক্রেনিয় মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রগুলি এতগুলি রুশ বিমান ভূপাতিত করেছে যে, রুশরা বাধ্য হয়েছে মধ্যম বা তদূর্ধ্ব উচ্চতায় ওড়া বন্ধ করে নিচে দিয়ে উড়তে; যেখানে হাজারো স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের ফাঁদে পড়ে রুশরা। পশ্চিমা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলি মিডিয়াতে যথেষ্ট কভারেজ পেলেও ইউক্রেনের মূল বিমান প্রতিরক্ষা এখনও পুরোনো সোভিয়েত আমলের।

কার ক্ষয়ক্ষতি কত?

যুদ্ধের সময়ে সকলেই তাদের নিজেদের ক্ষয়ক্ষতি কমিয়ে দেখায়; আর বিপক্ষের ক্ষয়ক্ষতি বাড়িয়ে দেখায়। এর উপর উভয় পক্ষই টার্গেট ধ্বংসের ব্যাপারে শত্রুকে ভুল তথ্য সরবরাহ করে। কাজেই হিসেবটা সর্বদাই কঠিন। যুদ্ধের প্রথম দিন থেকেই ডাচ সামরিক বিশ্লেষক স্টাইন মিতজার এবং তার দল ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশ্লেষণের মাধ্যমে হিসেব করে যাচ্ছেন যে, কার ক্ষয়ক্ষতি কত হচ্ছে। ‘ওরিক্স’ ওয়েবসাইটে তারা বলছেন যে, নভেম্বর পর্যন্ত রুশরা কমপক্ষে ৬৩টা যুদ্ধবিমান হারিয়েছে; যার মাঝে রয়েছে ১১টা ‘সুখোই-৩০এসএম’, ২৩টা ‘সুখোই-২৫’, ১৭টা ‘সুখোই-৩৪’ বোমারু বিমান এবং ৮টা ‘সুখোই-২৪’ বোমারু বিমান। এছাড়াও রুশরা কমপক্ষে ৭১টা হেলিকপ্টার হারিয়েছে; যার মাঝে রয়েছে ১৬টা ‘এমআই-৮’, ১১টা ‘এমআই-২৪/৩৫’ এটাক হেলিকপ্টার, ১১টা ‘এমআই-২৮’ এটাক হেলিকপ্টার, ২৭টা ‘কামভ কেএ-৫২’ এটাক হেলিকপ্টার। এছাড়াও রুশরা কমপক্ষে ১’শ ৪৮টা গোয়েন্দা ড্রোন হারিয়েছে; যার মাঝে রয়েছে ৯৭টা ‘অরলান-১০’ (১৫ কেজি ওজনের), ১৫টা ‘এলেরন-৩’, ৮টা ‘অরলান-২০’ ম্যাপিং ড্রোন। অপরদিকে ইউক্রেন হারিয়েছে কমপক্ষে ৫৫টা যুদ্ধবিমান; যার মাঝে রয়েছে ১৫টা ‘মিগ-২৯’, ৫টা ‘সুখোই-২৭’, ১৫টা ‘সুখোই-২৫’, ১২টা ‘সুখোই-২৪’। ধ্বংসপ্রাপ্ত কমপক্ষে ২৪টা হেলিকপ্টারের মাঝে রয়েছে ১৭টা ‘এমআই-৮’ হেলিকপ্টার। এছাড়াও তারা কমপক্ষে ১৪টা ‘বায়রাকতার টিবি-২’ এটাক ড্রোন হারিয়েছে। অন্যান্য ড্রোন হারিয়েছে কমপক্ষে ৪০টা; যার মাঝে রয়েছে ১০টা ‘এ১-এসএম ফিউরি’ (সাড়ে ৫ কেজি ওজনের)।

গোলাবারুদের স্বল্পতা, নাকি ইন্টেলিজেন্স বিশ্লেষণে ঘাটতি?

জ্যাক ওয়াটলিং বলছেন যে, ব্যাপারটা এমন নয় যে, রুশদের হাতে যথেষ্ট ক্ষেপণাস্ত্র ছিল না। বরং তারা কোন টার্গেটের বিরুদ্ধে কোন ধরণের অস্ত্র ব্যবহার করবে, সেক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। উদাহরণস্বরূপ, পশ্চিমারা যদি একটা বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে, তাহলে তারা শ’খানেক ক্ষেপণাস্ত্র ছুঁড়বে সেটার বিরুদ্ধে। কিন্তু রুশরা এরকম একটা টার্গেটের বিরুদ্ধে মাত্র ২ থেকে ৩টা করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে; যদিও তাদের যথেষ্ট সংখ্যক গোলাবারুদ ছিল। এছাড়াও ইউক্রেনের সামরিক টার্গেটগুলির ব্যাপারে রুশদের তথ্যের ঘাটতি ছিল না। কিন্তু এই তথ্য তাদের সামরিক হেডকোয়ার্টার্স ঘুরে বিমান বাহিনীর হাতে যখন গেছে, তখন ২৪ ঘন্টার উপরে পার হয়ে গেছে। আর যখন রুশ বিমানগুলি হামলা করতে গিয়েছে, ততক্ষণে টার্গেট সেই জায়গা থেকে সড়ে গেছে। তবে রুশ ইন্টেলিজেন্স বিশ্লেষকদেরও সমস্যা রয়েছে। তারা তথ্য থেকে ধরতে পারে না যে কোন তথ্যগুলি সঠিক, আর কোনটা ভুল হবার সম্ভাবনা রয়েছে। উদাহরণস্বরূপ, তারা ইউক্রেনের একই সামরিক ইউনিটের উপর চারটা স্থানে চারবার হামলা করেছে; যেটা হয়তো একবার করলেই যথেষ্ট ছিল।

টার্গেট ইন্টেলিজেন্স

রুশ বিমানগুলি টার্গেট ধ্বংস করতে পেরেছে কিনা, সেটার ব্যাপারে নিশ্চিত হবার জন্যে রুশরা অনেকাংশে নির্ভর করেছে পাইলটদের রিপোর্টিং এবং স্যাটেলাইট থেকে তোলা ছবির উপর। তাদের নিজস্ব স্যাটেলাইটের ‘ইলেকট্রো অপটিক্যাল’ সক্ষমতা বেশ কম। তারা প্রধানতঃ দিনের বেলাতেই ছবি তুলতে বাধ্য হচ্ছে; যেকারণে ইউক্রেনিয়দের ধোঁকা দেয়া কর্মকান্ডকে তারা বাইপাস করতে পারছে না। এই সক্ষমতার ঘাটতিগুলির প্রমাণ হলো, তারা বাণিজ্যিক স্যাটেলাইট কোম্পানিগুলির কাছ থেকে বিপুল পরিমাণে ছবি ক্রয় করছে। টার্গেট ধ্বংসের তথ্যের আরেকটা উৎস হলো ‘সিগনালস ইন্টেলিজেন্স’; যার মাধ্যমে রুশরা ইউক্রেনিয়দের রেডিও যোগাযোগের উপর নজর রাখে এবং তথ্য নেয়ার চেষ্টা করে। ইউক্রেনিয়রা এক্ষেত্রে নিয়মিতভাবে মিথ্যা তথ্য সরবরাহ করেছে। উদাহরণস্বরূপ, রুশ বিমান হামলার পরপরই টার্গেট ধ্বংস না হলেও তারা রেডিওতে বলেছে যে, তাদের যন্ত্রপাতি ধ্বংস হয়ে গেছে। এভাবে রুশরা অনেক ক্ষেত্রেই সেই ধ্বংস না হওয়া টার্গেটে আর হামলা করেনি।

ব্রেমার এবং গ্রিকো বলছেন যে, রুশদের স্যাটেলাইটগুলির ‘কভারেজ’ এবং ‘রেজোলিউশন’ উভয়ই খারাপ। এর ফলে রুশরা ইউক্রেনিয়দের খারকিভ অপারেশনের আগে সৈন্য মোতায়েনের কর্মকান্ডগুলিকে ধরতে পারেনি। রুশ বিশ্লেষক পাভেল লুজিন বলছেন যে, রাশিয়ার দু’টা ছবি তোলা স্যাটেলাইটের ‘রেজোলিউশন’ এতটাই খারাপ যে, শুধুমাত্র ক্ষেপণাস্ত্রের ফ্লাইট মিশনের জন্যে ব্যবহৃত হয়। ভূমির একটা স্থানের উপর দিয়ে দ্বিতীয়বার উড়ে যেতে এই স্যাটেলাইটগুলির ১৬ দিন লাগে। একারণে এগুলি থেকে দ্রুত তথ্য পাবার কোন পদ্ধতিই নেই।

ওয়াটলিং বলছেন যে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটা অংশ হলো বেশ বড় সংখ্যক ‘ইগলা-১’ নামের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র; যেগুলি একজন সেনা তার কাঁধের উপর থেকে ছুঁড়তে পারে। সোভিয়েত সময়ে তৈরি করা এই ক্ষেপণাস্ত্রগুলিকে ইউক্রেনিয়রা ব্যবহারের উপযোগী করে রেখেছে। যুদ্ধ শুরুর পর তারা মার্কিন ‘স্টিংগার’ এবং ব্রিটিশ ‘স্টারস্ট্রীক’ ক্ষেপণাস্ত্রও পেয়েছে। তবে সংখ্যার দিক থেকে ‘ইগলা-১’ তাদের সবচাইতে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র।

যদিও ইউক্রেনিয়রা যুদ্ধের মাঝে বহু রুশ বিমান ভূপাতিত করার দাবি করেছে, প্রকৃতপক্ষে সেগুলি নিশ্চিত কোন রিপোর্টিংএর উপরে নির্ভর করে তৈরি করা নয়; বরং সম্ভাব্য ধ্বংস করার দাবির উপরে ভিত্তি করে তৈরি করা। শত্রুর বিমানগুলি রাডারস্ক্রীন থেকে হারিয়ে গেছে মানে এই নয় যে, সেগুলি ভূপাতিত হয়েছে। হয়তো সেগুলি রুশ আকাশসীমানায় চলে গেছে; অথবা রাডার কভারেজের নিচে নেমে গেছে। আবার অনেক সময়েই একটা বিমান আঘাতপ্রাপ্ত হলেও তা সফলভাবে ঘাঁটিতে ফেরত যেতে পারে। অর্থাৎ আঘাত করতে পারলেই সেটা ধ্বংস হয়েছে, তা কখনোই বলা যাবে না।

আকাশ থেকে আকাশে যুদ্ধ

জাস্টিন ব্রঙ্ক বলছেন যে, ইউক্রেনিয় বিমান বাহিনী যুদ্ধের শুরু থেকেই বুঝেছিল যে, রুশ বিমান বাহিনীর ফাইটার বিমানগুলির সাথে আকাশ যুদ্ধের তারা পেরে উঠবে না। রুশ বিমানগুলির ‘আর-৭৭-১’ ক্ষেপণাস্ত্রগুলির পাল্লা ইউক্রেনিয়দের ক্ষেপণাস্ত্রগুলির পাল্লার চাইতে শুধু বেশিই নয়; এই ক্ষেপণাস্ত্রগুলি বিমানের রাডারের উপর নির্ভরশীল নয় এবং বিমানগুলি খুব সহজেই ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর দিক পরিবর্তন করে অন্যত্র চলে যেতে পারে। অপরদিকে ইউক্রেনিয় বিমানগুলিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পরেও একই জায়গায় অবস্থান করতে হয়; যা বেশ বিপজ্জনক। একারণে ইউক্রেনিয়রা নিচু দিয়ে উড়ে রুশ রাডারকে এড়াবার কৌশল নেয়; যেখান থেকে তারা রুশ বিমানগুলির বিরুদ্ধে নিচ থেকে অতর্কিত হামলা করে। তবে এই কৌশলে ইউক্রেনিয়দের বিপদ ছিল যে, তারা নিজস্ব স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের টার্গেট হয়ে যেতে পারে; কারণ এই ক্ষেপণাস্ত্রগুলি বন্ধু বা শত্রু চিনতে পারে না। তথাপি নিচ থেকে আক্রমণ করতে গেলে বিমানের ক্ষেপণাস্ত্রগুলি ভালোভাবে কাজ করে না; সেগুলির দ্রুতি এবং পাল্লা কমে যায়। 

রুশ 'ক্রাশুখা-৪' ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং সিস্টেম। এগুলি শত্রুর ইলেকট্রনিক যন্ত্রপাতি, রাডার এবং যোগাযোগ ব্যবস্থাকে জ্যামিং করতে সক্ষম। ইউক্রেনের সক্ষমতাকে এগুলি অনেক কমিয়ে দিয়েছে। রুশদের জ্যামিং এবং শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইউক্রেনিয়রা তাদের তুর্কি নির্মিত ‘টিবি-২’ ড্রোনগুলির ব্যবহার কমিয়ে দিতে বাধ্য হয়।

‘ইলেকট্রনিক ওয়ারফেয়ার’ এবং জ্যামিং

জ্যাক ওয়াটলিং বলছেন যে, রুশরা সর্বদাই বিপক্ষের বিমান আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার পিছনে সকল শক্তি বিনিয়োগ করেছে। এর মাঝে রয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য বিমানধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র। যেহেতু ইউক্রেনিয়রাও সোভিয়েত ডিজাইনের অস্ত্র ব্যবহার করে, তাই রুশদের অস্ত্রগুলি ইউক্রেনিয়দের বিরুদ্ধে সফলতা পেয়েছে। এছাড়াও রুশরা বেশ শক্তিশালী ‘ইলেকট্রনিক ওয়ারফেয়ার’ ব্যবস্থা ডেভেলপ করেছে; যেগুলি শত্রুর ইলেকট্রনিক যন্ত্রপাতি, রাডার এবং যোগাযোগ ব্যবস্থাকে জ্যামিং করতে সক্ষম। এগুলি ইউক্রেনের সক্ষমতাকে অনেক কমিয়ে দিয়েছে। তবে এখানে উল্লেখ্য যে, ইউক্রেনিয় এবং রুশ বাহিনীগুলি যেহেতু একই প্রকারের যুদ্ধাস্ত্র ব্যবহার করে, তাই রুশরা যখন জ্যামিং করছে, তখন ইউক্রেনের যোগাযোগের সাথেসাথে রুশ যোগাযোগও ব্যাহত হচ্ছে। রুশ সেনাদের অভিযোগের প্রেক্ষিতে যুদ্ধের প্রথম কিছুদিনের পর থেকে তারা জ্যামিংএর কার্যক্রম কমিয়ে দিতে বাধ্য হয়। তবে ডনবাসে আক্রমণ শুরু করার সময় থেকে রুশরা তাদের জ্যামিংএর অপারেশন আবারও ব্যাপকভাবে বৃদ্ধি করে। রুশদের জ্যামিং এবং শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইউক্রেনিয়রা তাদের তুর্কি নির্মিত ‘টিবি-২’ ড্রোনগুলির ব্যবহার কমিয়ে দিতে বাধ্য হয়। ড্রোনগুলি এরপর থেকে মূলতঃ ম্যারিটাইম এলাকায় নজরদারির জন্যে ব্যবহৃত হচ্ছে।

আকাশ থেকে আকাশে রিফুয়েলিং

জাস্টিন ব্রঙ্ক বলছেন যে, রুশরা তাদের আকাশে রিফুয়েলিং বিমানগুলিকে প্রধানতঃ তাদের কৌশলগত বোমারু বিমানগুলিকে, ম্যারিটাইম প্যাট্রোল বিমানগুলিকে এবং ইলেকট্রনিক ইন্টেলিজেন্স বিমানগুলিকে জ্বালানি দেয়ার কাজে ব্যবহার করে। এগুলির সংখ্যা বেশ সীমিত; পশ্চিমা বিমান বাহিনীগুলির মত নয়। রুশরা সাধারণতঃ তাদের ফাইটার বিমানগুলিকে আকাশে জ্বালানি সরবরাহ করে না। তাদের বেশিরভাগ ফাইটার বিমানই এরকম মিশনের জন্যে ট্রেনিং নেয় না। রিফুয়েলিং মিশন বেশ জটিল এবং ভালো পাইলটরাও এই মিশনগুলিকে হাল্কাভাবে নিতে পারে না। রাতের বেলায় অথবা বেশ চাপের মাঝে থাকা অবস্থায়, যেমন জ্বালানি যদি একেবারেই তলানিতে চলে যায়, এরকম পরিস্থিতিতে রিফুয়েলিং অপারেশন খুবই বিপজ্জনক হতে পারে। পুরো ফাইটার ইউনিটিগুলিকে এই বিষয়ে যথেষ্ট দক্ষ না করে বিমান আক্রমণের পরিকল্পনার মাঝে আকাশ থেকে আকাশে রিফুয়েলিংএর ব্যাপারগুলিকে অন্তর্ভুক্ত করা যায় না।

রুশরা তাদের ১৬টার মতো ‘সুখোই-৩০’, ‘সুখোই-৩৫’ এবং ‘মিগ-৩১’ ফাইটার বিমানকে নিজেদের আকাশসীমানার ভেতরে প্যাট্রোলে রাখে সবসময়। এগুলি নিজেদের আকাশসীমানায় থাকার ফলে তারা অপেক্ষাকৃত অধিক উচ্চতায় উড়তে পারে; যেখানে জ্বালানি খরচ অপেক্ষাকৃত কম হয়। এই বিমানগুলি প্রায় ২ ঘন্টা বা এরও বেশি সময় আকাশে থাকতে পারে। অপরদিকে নিজেদের আকাশসীমানায় নিচু দিয়ে ওড়ার কারণে ইউক্রেনের বিমানগুলি খুব বেশি সময় আকাশে থাকতে পারে না। রুশরা যুদ্ধের প্রথমদিকে দিনে ২’শ থেকে ৩’শটা সর্টি ওড়ালেও অক্টোবর নাগাদ তারা দিনে প্রায় ১’শ ৪০টা করে সর্টি ওড়াচ্ছে; যা মোটেই কম নয়।

পশ্চিমারা বিমান আক্রমণে শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে বেশ বড়সড় বাহিনী ব্যবহার করে থাকে; যেকারণে সেরকম জটিল মিশন সমন্বয় করতে হলে আকাশ থেকে আকাশে রিফুয়েলিং খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। এরকম একটা মিশনে ‘ইলেকট্রনিক ওয়ারফেয়ার’ বিমান থাকে শত্রুর রাডার জ্যামিং করার জন্যে; কিছু বিমান রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বহণ করে, যা রাডারের ইলেকট্রনিক সিগনালকে টার্গেট করে। রাডার এরকম ক্ষেপণাস্ত্র দেখলেই বন্ধ করে দিয়ে জায়গা পরিবর্তন করে। বন্ধ করে দেয়া রাডারকে আবার অন্য কোন অস্ত্রের মাধ্যমে ধ্বংস করার প্রয়োজন হয়। এগুলিকে আবার রক্ষা করার জন্যে ফাইটার বিমান এবং পুরো মিশনের নেতৃত্ব দেয়ার জন্যে ‘এয়ারবোর্ন ওয়ার্নিং এন্ড কন্ট্রোল সিস্টেম’ থাকে। রুশরা এরকম জটিল মিশন সম্পাদন না করলেও কিছু ক্ষেত্রে কয়েকটা বিমান দিয়ে এমন হামলার চেষ্টা করেছে। অনেক উচ্চতা থেকে রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে; আর একইসাথে ‘সুখোই-২৫’ বিমানগুলি নিচু দিয়ে উড়ে হামলার চেষ্টা করেছে। কিন্তু এরকম মিশন খুবই বিপজ্জনক; কারণ নিচু দিয়ে উড়তে গেলে নিশ্চিতভাবে ইউক্রেনিয়দের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের টার্গেটে পরিণত হবে। বিভিন্ন ঘাঁটি থেকে এই বিমানগুলিকে উড়িয়ে একটা মিশনে ব্যবহার করতে গেলে সময়ের সমন্বয়ের প্রয়োজন। কোন ঘাঁটিতে কিছু বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে; আবহাওয়ার সমস্যা থাকতে পারে। তখন মিশনের বাকি বিমানগুলিকে বেশি সময় আকাশে থাকতে হতে পারে। একারণেই এরূপ মিশনে অতিরিক্ত জ্বালানি লাগতে পারে। আকাশে ট্যাঙ্কার না থাকলে অনেক সময়ে কিছু বিমানকে ছাড়াই এরকম একটা মিশনে যেতে হতে পারে; যা কিনা মিশনের সফলতা বহুলাংশে কমিয়ে দিতে পারে।

রুশদের পাইলট ও বিমানের উপরে চাপ বাড়ছে

জাস্টিন ব্রঙ্ক বলছেন যে, ইউক্রেনে রুশ বিমান বাহিনীর হামলায় এটাক বিমানগুলির পাইলটদের বেশি পরিশ্রম করতে হচ্ছে। উঁচু দিয়ে ওড়া ফাইটার বিমানগুলি তেমন একটা চাপের মাঝে নেই; তাদের পাইলটদের জন্যেও এটা তেমন একটা কষ্টকর মিশন নয়। কিন্তু ভূমিতে আক্রমণ করা ‘সুখোই-২৫’ এবং ‘সুখোই-৩৪’ বিমানগুলি যেহেতু নিচু দিয়ে উড়ছে, তাই সেগুলি যথেষ্ট ঝাঁকুনির মাঝ দিয়ে যাচ্ছে। এর ফলে বিমানের কাঠামো যেমন দুর্বল হচ্ছে, তেমনি পাইলটদের উপর দিয়েও ধকল যাচ্ছে বেশি। এরকম মিশনে পাইলট এক মুহুর্তের জন্যেও আরাম করতে পারে না। সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে বেশ কয়েকটা রুশ যুদ্ধবিমান দুর্ঘটনায় পড়েছে। লম্বা সময়ের হিসেবে দেখলে এগুলিকে একটা সূত্রে গাঁথা যায়। বেশি মিশনে থাকার ফলে পাইলটদের উপর যেমন ধকল বাড়ছে, তেমনি বিমানগুলিও হয়তো তাদের ৫০ ঘন্টা, বা ১’শ ঘন্টা বা আড়াই’শ ঘন্টা ওড়ার পর মেইনটেন্যান্সের যে নিয়মগুলি ছিল, তা এড়িয়ে যেতে বাধ্য হচ্ছে।

জ্যাক ওয়াটলিং বলছেন যে, রুশ মেইনটেন্যান্সের লোকেরাও অনেক ক্ষেত্রেই নিজেদের কাজ ঠিকমতো করছে না। ইউক্রেনিয়রা এমন রুশ হেলিকপ্টার তাদের হাতে পেয়েছে, যেগুলির বিভিন্ন যন্ত্রাংশ মেইনটেন্যান্সের পরে যায়গামতো লাগানো হয়নি। অথচ এভাবেই বিমানগুলিকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। 

ইউক্রেনের আকাশে রুশ 'কামভ কেএ-৫২' এটাক হেলিকপ্টার। রুশরা ইউক্রেনে বেশকিছু হেলিকপ্টার হারিয়েছে; যার মাঝে ‘কামভ কেএ-৫২’ সবচাইতে বেশি। রুশ ‘কেএ-৫২’ হেলিকপ্টারগুলি মিশনে গিয়ে ফেরত আসার সময় তার ‘ফ্লেয়ার’এর স্টক শেষ হয়ে যাচ্ছে। তখন এগুলি ইউক্রেনিয় ক্ষেপণাস্ত্রের টার্গেটে পরিণত হচ্ছে। রুশ হেলিকপ্টারগুলি অর্থহীন হয়ে যায়নি মোটেই। তাদের অন্যান্য অস্ত্র, যেমন রকেট দিয়ে তারা শত্রুর শক্ত অবস্থানগুলিতে হামলা করতে পারছে। অথবা নিরাপদ দূরত্ব থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারছে। এই অস্ত্রগুলি শত্রুর অবস্থানকে ব্যাতিব্যস্ত রাখতে পারে; যেসময়ের মাঝে অন্যান্য আর্টিলারি যথেষ্ট নিখুঁতভাবে টার্গেটে হামলা করতে পারবে।


হেলিকপ্টার অপারেশন

রুশরা ইউক্রেনে বেশকিছু হেলিকপ্টার হারিয়েছে; যার মাঝে ‘কামভ কেএ-৫২’ সবচাইতে বেশি। জাস্টিন ব্রঙ্ক বলছেন যে, রুশরা তাদের ‘কামভ কেএ-৫২’ হেলিকপ্টারগুলিকে ডিজাইন করেছে স্পেশাল অপারেশন্স সেনাদেরকে সহায়তা দেয়ার জন্যে। এজন্যে এগুলিকে রাতে ওড়ার জন্যে যথেষ্ট ইলেকট্রনিক্স দেয়া হয়েছে। মিশনের চাহিদা অনুযায়ী এই হেলিকপ্টারগুলিকে শত্রু এলাকার অনেক ভেতরে যেতে হবে। নিচু দিয়ে উড়তে গেলে শত্রুর স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের আওতায় আসবে বলেই এগুলিতে প্রচুর পরিমাণে প্রতিরক্ষামূলক ‘কাউন্টারমেজার’ বা ‘ফ্লেয়ার’ বহণ করা হয়; যা কিনা ক্ষেপণাস্ত্রকে ভুল দিকে ধাবিত করে। তবে এই ‘ফ্লেয়ার’এর সংখ্যা যেহেতু সীমিত, তাই শত্রুর হাতে কত ক্ষেপণাস্ত্র রয়েছে, তা বোঝাটা গুরুত্বপূর্ণ। কোন গেরিলা বাহিনীর হাতে এরকম খুব বেশি ক্ষেপণাস্ত্র থাকে না। কিন্তু ইউক্রেনের হাতে এরকম ক্ষেপণাস্ত্র রয়েছে বিপুল পরিমাণে। ইউক্রেনের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা অঞ্চলের বেশি গভীরে গেলে বহু সংখ্যক ক্ষেপণাস্ত্রকে এড়াতে হতে পারে। রুশ ‘কেএ-৫২’ হেলিকপ্টারগুলি মিশনে গিয়ে ফেরত আসার সময় তার ‘ফ্লেয়ার’এর স্টক শেষ হয়ে যাচ্ছে। তখন এগুলি ইউক্রেনিয় ক্ষেপণাস্ত্রের টার্গেটে পরিণত হচ্ছে।

‘কামভ ৫২’ হেলিকপ্টারগুলির ডিজাইনেও কিছু সমস্যা রয়েছে; যেকারণে এগুলি ক্ষেপণাস্ত্র বহণ করলে মারাত্মক ঝাঁকুনির সন্মুখীন হয়। রুশরা এই সমস্যার সমাধান করেনি; যা সত্যিই অবাক করার মতো। এছাড়াও এই হেলিকপ্টারগুলি লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর হঠাৎ করেই স্থান ত্যাগ করতে পারে না। যেকারণে এগুলি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পরে নিজেরাই শত্রুর ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের টার্গেটে পরিণত হচ্ছে। এপ্রিল মাসের পর থেকে রুশ হেলিকপ্টারগুলি নিরাপদ দূরত্ব থেকে অপারেশন চালাচ্ছে। তবে ব্রঙ্ক বলছেন যে, রুশ হেলিকপ্টারগুলি অর্থহীন হয়ে যায়নি মোটেই। তাদের অন্যান্য অস্ত্র, যেমন রকেট দিয়ে তারা শত্রুর শক্ত অবস্থানগুলিতে হামলা করতে পারছে। অথবা নিরাপদ দূরত্ব থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারছে। এই অস্ত্রগুলি শত্রুর অবস্থানকে ব্যাতিব্যস্ত রাখতে পারে; যেসময়ের মাঝে অন্যান্য আর্টিলারি যথেষ্ট নিখুঁতভাবে টার্গেটে হামলা করতে পারবে।

রুশ ক্ষেপণাস্ত্র এবং সেগুলির কার্যকারিতা

জ্যাক ওয়াটলিং বলছেন যে, রুশ ক্ষেপণাস্ত্র এবং সুইসাইড ড্রোনগুলি নিখুঁতভাবে ইউক্রেনের স্থায়ী স্থাপনাসমূহে হামলা করতে সক্ষম হচ্ছে। বিশেষ করে এগুলি ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন এবং বন্টন সেক্টরের মারাত্মক ক্ষতি সাধন করতে পেরেছে। দ্বিতীয়তঃ তাদের শহর এবং কৌশলগত স্থাপনাগুলিকে রক্ষা করতে গিয়ে ইউক্রেনিয়রা তাদের বড় সংখ্যক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফ্রন্টলাইনের সেনাবাহিনীর কাছ থেকে সরিয়ে নিতে বাধ্য হচ্ছে। তৃতীয়তঃ এই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলাকে প্রতিহত করতে গিয়ে ইউক্রেনিয়দের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের স্টক কমে যাচ্ছে। যদি এই স্টক আবারও পুরণ করে ফেলা সম্ভব না হয়, তাহলে একসময় সেটা শেষ হয়ে যাবে এবং তখন রুশ বিমান বাহিনী মধ্যম উচ্চতা থেকে বোমা হামলা করতে সক্ষম হবে। এর ফলে রুশরা একদিকে যেমন স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পাল্লার বাইরে দিয়ে উড়তে পারবে, তেমনি তাদের বোমা হামলা আরও নিখুঁত হবে।

যুদ্ধের শুরুর দিকে রুশ যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিরুদ্ধে ইউক্রেনিয়দের সফলতা ছিল প্রায় ১৮ শতাংশের মতো। সেসময় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলি বেশ চাপের মাঝে ছিল। পরবর্তীতে তা অনেক উন্নতি হয়ে ৪০ থেকে ৬০ শতাংশে পৌঁছায়। সুইসাইড ড্রোনের বিরুদ্ধে এই সফলতার হার আরও বেশি। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যাপারটা পুরোপুরিভাবে আলাদা। নিজেদের ‘এস-৩০০’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলিকে কোথায় মোতায়েন করা হয়েছে, সেটার উপর নির্ভর করে রুশ ‘টচকা-ইউ’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হয়তো কিছু ধ্বংস করা সম্ভব হয়ে থাকতে পারে। কিন্তু ‘ইস্কান্দার’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে সফলতা পাবার সম্ভাবনা বেশ কম। এই ক্ষেপণাস্ত্রের একটা ভার্সনের বিরুদ্ধে কিছু সফলতা পাওয়া সম্ভব হলেও আরেকটা ভার্সনের বিরুদ্ধে সফলতার সম্ভাবনা নেই বললেই চলে। এর অর্থ হলো, এই ক্ষেপণাস্ত্রগুলি প্রায় সর্বদাই টার্গেটে আঘাত করতে পারছে। তবে রুশদের সমস্যা হলো তাদের হাতে ‘ইস্কান্দার’ ক্ষেপণাস্ত্র খুব বেশি সংখ্যক নেই। রুশরা সম্ভবতঃ মাসে ৬টা করে এরূপ ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে। যুদ্ধের শুরুতে হয়তো তাদের হাতে প্রায় ৯’শর মতো ক্ষেপণাস্ত্র ছিল। এখন পর্যন্ত যুদ্ধে তারা তাদের স্টকের প্রায় অর্থেক ছুঁড়েছে।

ওয়াটলিং বলছেন যে, রুশরা অন্যান্য ক্ষেপণাস্ত্র, যেমন ‘এস-৩০০’এর মতো বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রগুলি ভূমির টার্গেটে ব্যবহার করছে। এগুলির প্রায় ৯০ শতাংশ স্টক রুশদের হাতে এখনও রয়ে গেছে। তারা জাহাজ ধ্বংসী ক্ষেপণাস্ত্রও ব্যবহার করছে ভূমির টার্গেটের বিরুদ্ধে। এই ক্ষেপণাস্ত্রগুলি ভূমির টার্গেটের জন্যে তৈরি করা হয়নি বিধায় এগুলির নিখুঁতভাবে টার্গেটে আঘাত হানতে পারার সম্ভাবনা কম। তবে রুশরা যদি বুঝতে পারে যে, কি ধরণের টার্গেটে হামলা করতে হবে, তাহলে তারা তাদের হাতে থাকা অস্ত্রগুলিকে সেভাবে ব্যবহার করার পরিকল্পনা করতে পারে। তারা ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে বেশ সফলতার সাথে ‘ক্যালিবর’ ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলি ব্যবহার করেছে। এর মাঝে ‘ক্যালিবর’এর জাহাজ ধ্বংসী ভ্যারিয়্যান্টও ছিল। এগুলির ব্যবহার নির্ভর করছে যারা পরিকল্পনা করছে, তারা কত ভালোভাবে টার্গেটকে এবং ক্ষেপণাস্ত্রের ধরণকে বুঝতে পারছে। 

অক্টোবর ২০২২। সুইসাইড ড্রোন ধ্বংস করার লক্ষ্যে আকাশের দিকে গুলি ছুঁড়ছে ইউক্রেনিয় পুলিশ সদস্যরা। ই ড্রোনগুলির পাল্লা যথেষ্ট থাকার কারণে এগুলি বিভিন্ন দিক থেকে হামলা করতে পারছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আগে থেকে অবস্থান নিতে পারলে ড্রোনগুলিকে গুলি করে ধ্বংস করা সম্ভব। কিন্তু রুশ ড্রোনগুলি কোন টার্গেটে হামলা করবে, তা তো আগে থেকে জানা যাচ্ছে না। আর খুব নিচু দিয়ে ওড়ার কারণে একেবারে শেষ মুহুর্তে এগুলি খুঁজে পাওয়া যাচ্ছে। আপাততঃ ড্রোন এগিয়ে থাকলেও বিমান বিধ্বংসী সক্ষমতা বৃদ্ধির সাথেসাথে এটা পরিবর্তন হতে পারে। এখানে দীর্ঘমেয়াদে কোনটাই নিশ্চিতভাবে এগিয়ে থাকবে না।


কম খরচের সুইসাইড ড্রোন… যুদ্ধের নতুন ধারা

জ্যাক ওয়াটলিং বলছেন যে, ইরানিরা ইয়েমেনে যেসকল সুইসাইড ড্রোন দিয়েছিল বা ড্রোন তৈরির প্রযুক্তি দিয়েছিল, সেগুলির তুলনায় রাশিয়াকে যেগুলি দিয়েছে, সেগুলির মান অনেক বেশি উন্নত। এই ড্রোনগুলির ইলেকট্রনিক্সগুলি আগের চাইতে অনেক উন্নত। এগুলির ওয়ারহেড টার্গেট ধ্বংস করার জন্যে পর্যাপ্ত। এগুলি আকাশে ধ্বংস করাটাও বেশ কঠিন। কারণ এগুলিতে চার প্রকারের ন্যাভিগেশন যন্ত্র রয়েছে। এর মাঝে একটাকে জ্যামিং করার চেষ্টা করা হলে সে স্বয়ংক্রিয়ভাবে আরেকটা ব্যবহার করতে শুরু করে। আর এই ড্রোনগুলির পাল্লা যথেষ্ট থাকার কারণে এগুলি বিভিন্ন দিক থেকে হামলা করতে পারছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আগে থেকে অবস্থান নিতে পারলে ড্রোনগুলিকে গুলি করে ধ্বংস করা সম্ভব। কিন্তু রুশ ড্রোনগুলি কোন টার্গেটে হামলা করবে, তা তো আগে থেকে জানা যাচ্ছে না। আর খুব নিচু দিয়ে ওড়ার কারণে একেবারে শেষ মুহুর্তে এগুলি খুঁজে পাওয়া যাচ্ছে।

জাস্টিন ব্রঙ্ক বলছেন যে, ইরানের এই ড্রোনগুলিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, এতে বিভিন্ন ধরণের ইলেকট্রনিক্স বসানো যাবে। এগুলি লেজার দ্বারা গাইড করাও সম্ভব। উদাহরণস্বরূপ, যদি রুশ ‘অরলান-১০’ গোয়েন্দা ড্রোন লেজারের মাধ্যমে কোন চলমান টার্গেটকে নির্দিষ্ট করে, ‘শাহেদ-১৩৬’ ড্রোন সেই টার্গেটে হামলা করতে পারবে। সুইসাইড ড্রোনের সামনে একটা ক্যামেরাও বসানো সম্ভব। তবে তখন এই ড্রোনগুলির মূল বৈশিষ্ট্যটাই পরিবর্তিত হয়ে যাবে। অর্থাৎ এখন যেমন এগুলি মাত্র ২৫ থেকে ৩০ হাজার ডলারে তৈরি করা যাচ্ছে, তখন তার মূল্য হয়ে যাবে ৮৫ হাজার থেকে ১ লক্ষ ডলারের মতো। ইরান এসব ইলেকট্রনিক্স যন্ত্রাংশ খুব সহজে যোগাড় করতে পারবে না। কাজেই এগুলি তখন হয়ে যাবে স্পেশাল ধরণের অস্ত্র; যা বিরাট সংখ্যায় তৈরি করা সম্ভব নয়। অথচ ইরানের ‘শাহেদ’ ড্রোনগুলির মূল শক্তিই হলো এগুলির সংখ্যা।

জ্যাক ওয়াটলিং বলছেন যে, পশ্চিমারা সকল রুশ অস্ত্রই খুলে দেখেছে এবং সেগুলিতে প্রচুর পশ্চিমা ইলেকট্রনিক্স যন্ত্রাংশ পাওয়া গিয়েছে। গত অগাস্টের পর থেকে রাশিয়াতে এই ইলেকট্রনিক্স চিপগুলির সরবরাহ বেড়েছে। এগুলির বেশিরভাগই বাণিজ্যিকভাবে বাজারে বিক্রি হয়; কাজেই এগুলির উপরে রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করা সম্ভব নয়। কোন অস্ত্রের মাঝে ব্যবহৃত এই ইলেকট্রনিক্স চিপগুলি যদি পরিবর্তন করতে হয়, তাহলে পুরো অস্ত্রের ডিজাইনই পরিবর্তন করতে হবে। নয়তো নতুন করে নিজেদের দরকার মতো চিপ তৈরি করতে হবে। কাজেই একটা চিপ সরবরাহে যদি সমস্যা তৈরি হয়, তাহলেই পুরো ব্যবস্থাটা সমস্যায় পড়ে যাবে। তবে কয়েক হাত ঘুরে যায় বলে এই চিপগুলির উপরে নিয়ন্ত্রণ আরোপ করা কঠিন। যদিও রুশরা যে নেটওয়ার্ক ব্যবহার করে এই চিপগুলি যোগাড় করে, সেই নেটওয়ার্ক ভেঙ্গে দেয়াটা বেশ কঠিন হলেও একেবারে অসম্ভব নয়। বাস্তবিকপক্ষে এই কাজটা করতে বেশ বড়সড় আন্তর্জাতিক সমন্বয়ের প্রয়োজন হবে।

ব্রেমার এবং গ্রিকো বলছেন যে, এক’শ বছর আগে সামরিক বিমান সার্ভিসে আসার পর থেকে শুধুমাত্র বড় শক্তিধর দেশগুলির কাছেই আর্থিক, সাংগঠনিক, প্রযুক্তিগত এবং বৈজ্ঞানিক চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশাল এবং আধুনিক বিমান শক্তি তৈরি করার সক্ষমতা রয়েছে। কিন্তু বর্তমানে প্রযুক্তির বহুবিধ ব্যবহার, দ্রুত হ্রাস পাওয়া খরচ এবং ইন্টারনেটের বিশ্বব্যাপী নেটওয়ার্কের কারণে বিশ্বের বেশিরভাগ দেশই এখন মনুষ্যবিহীন বিমান তৈরি করতে সক্ষম। তুর্কি ‘টিবি-২’ ড্রোন অত্যন্ত কম খরচে ইউক্রেনের হাতে আকাশ থেকে গোয়েন্দাবৃত্তির সক্ষমতা এনে দিয়েছে। ‘নিউ ইয়র্ক টাইমস’ বলছে যে, বর্তমানে ইউক্রেনের হাতে প্রায় ৬ হাজার বিভিন্ন প্রকারের বাণিজ্যিক ড্রোন রয়েছে; যেগুলি আকাশ থেকে রুশ অবস্থানের ছবি তুলে এবং ইউক্রেনিয় আর্টিলারির জন্যে টার্গেট খুঁজে দিচ্ছে। ডনবাসে রুশরা তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সুসংহত করার পর থেকে ইউক্রেনও বাধ্য হয়েছে তাদের ড্রোনের ব্যবহারকে পরিবর্তন করতে। তারা বাধ্য হয়েছে তাদের ‘টিবি-২’ ড্রোনগুলিকে অন্য স্থানে সরিয়ে নিতে। ইউক্রেন তাদের অনেক ড্রোন হারিয়েছে; কিন্তু সেগুলি আবারও তারা প্রতিস্থাপন করতে পারবে; তাদের ড্রোন পাইলটরা যুদ্ধ চালিয়ে যেতে পারবে। কিন্তু মনুষ্যচালিত বিমানগুলির ব্যাপারটা আলাদা। মার্কিন বিমান বাহিনীর সাবেক জেনারেল ডেভিড গোল্ডফেইন ‘দ্যা মস্কো টাইমস’কে বলছেন যে, একজন অভিজ্ঞ ফাইটার পাইলট তৈরি করতে ১০ বছর সময় এবং গড়ে কমপক্ষে ৬ থেকে ১০ মিলিয়ন ডলার খরচ হয়।

ইউক্রেনের ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা

তবে এই ‘শাহেদ’ ড্রোনগুলির একটা বৈশিষ্ট্য যেটা অনেকেই প্রথমে ধরতে পারেনি তা হলো, এর ইঞ্জিন যতটুকু তাপ উৎপাদন করে, তা ‘হীট সীকিং’ বিমান ধ্বংসী ক্ষেপণাস্ত্রের টার্গেট হবার জন্যে যথেষ্ট। কাজেই ইউক্রেনের ‘ইগলা-১’ এবং পুরোনো ‘স্ট্রেলা’ ক্ষেপণাস্ত্রগুলি এই ড্রোনের বিরুদ্ধে ব্যবহার করা যায়। এই পুরোনো ক্ষেপণাস্ত্রগুলি আধুনিক যুদ্ধবিমানের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে না পারলেও এসব ড্রোনের বিরুদ্ধে ভালো কাজ করবে। এছাড়াও ‘মিগ-২৯’এর ‘আর-৭৩’ ক্ষেপণাস্ত্রের মাধ্যমেও এই ড্রোনগুলিকে ধ্বংস করা সম্ভব হয়েছে। তবে আকাশ থেকে আকাশে ছোঁড়া এই ক্ষেপণাস্ত্রগুলির একেকটার মূল্যই মিলিয়ন ডলার। কাজেই এগুলিকে ড্রোন ধ্বংস করার কাজে ব্যবহার করাটা কোন ভালো সমাধান নয়। সাম্প্রতিক সময়ে ব্রিটিশ এবং আমেরিকান সরকার ইউক্রেনকে স্বল্প পাল্লার বিমান ধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করার ঘোষণা দিয়েছে; যেগুলি ড্রোনগুলির বিরুদ্ধে অপেক্ষাকৃত ভালো ফলাফল দিতে পারে। মার্কিন ‘এভেঞ্জার’ ব্যবস্থাটা গাড়ির উপর থেকে ‘স্টিংগার’ ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। গাড়ির উপরে থাকার কারণে এগুলি পায়ে হাঁটা সেনাদের চাইতে দ্রুত একস্থান থেকে অন্যস্থানে যেতে পারে। তবে রাতের বেলায় অপারেট করতে গেলে সেনাদেরকে নাইট ভিশন গগলস দিতে হবে। সমস্যাটার কোন সমাধান নেই তা নয়; তবে পুরো ইউক্রেন জুড়ে এমন হামলা ঠেকাতে কতটা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব, সেটা একটা প্রশ্ন। পশ্চিমারা এটা নিয়ে তেমন একটা ভাবেনি এতকাল।

ওয়াটলিং বলছেন যে, পশ্চিমারা ইউক্রেনকে আর্টিলারি দেয়ার ক্ষেত্রে একটা ভুল করেছে। তারা ১৪ প্রকারের আর্টিলারি পাঠিয়েছে সেখানে; যেগুলির প্রতিটা অপারেট করার ম্যানুয়াল আলাদা। ইউক্রেনিয়দের এগুলি অপারেট করতে গিয়ে শুধু সেনাদেরকেই নয়, তাদের মেইনটেন্যান্স লোকজনকেও ট্রেনিং দিতে হচ্ছে। এগুলির ভিন্ন প্রকারের গোলাবারুদ যোগাড় করা এবং ফ্রন্টলাইনে ব্যবহার করাটা একটা বড় লজিস্টিক্যাল সমস্যা। যদি পশ্চিমারা বিমান বিধ্বংসী ব্যবস্থা দেয়ার ক্ষেত্রে একই রকম ভুল করে, তাহলে তা আরও মারাত্মক সমস্যার সৃষ্টি করবে। কারণ পশ্চিমাদের অনেক বিমান বিধ্বংসী ব্যবস্থার জন্যে যথেষ্ট গোলাবারুদ স্টকে নেই; আর এগুলির ট্রেনিং আরও বেশি জটিল।

পশ্চিমারা অনেকেই বলছে যে, ইউক্রেনকে মার্কিন 'এফ-১৬' যুদ্ধবিমান দেয়া উচিৎ। তবে, ‘এফ-১৬’ বিমানের চাকার ব্যবস্থাটা খুব একটা শক্তিশালী করে তৈরি করা হয়নি। ইউক্রেনের বর্তমান বিমানঘাঁটিগুলির রানওয়ে থেকে ‘এফ-১৬’ ওড়াবার চেষ্টা করলে তা বিমানগুলিকে কাঠামোগতভাবে দুর্বল করে ফেলতে পারে। এছাড়াও এগুলি ওড়ার জন্যে অনেক দীর্ঘ এবং খুব ভালো পেভমেন্টের রানওয়ে দরকার হয়। এবং যথেষ্ট সংখ্যায় মূল্যবান গ্রাউন্ড সাপোর্ট যন্ত্রপাতির প্রয়োজন হয়। এই ব্যবস্থাগুলি যেকোন একটা দেশই নিতে পারে; তবে তা শান্তিকালীন সময়ে সম্ভব; যখন নিজেদের মাথার উপরে বোমা পড়ছে, তখন নয়।  

 
ইউক্রেনের জন্যে পশ্চিমা যুদ্ধবিমান কতটা বাস্তবসম্মত?


ব্রেমার এবং গ্রিকো বলছেন যে, ইউক্রেনকে যদি পশ্চিমারা আধুনিক যুদ্ধবিমান দেয়, তাহলে সেটা প্রতিপক্ষকে আকাশ ব্যবহার থেকে বিরত রাখার বর্তমান কৌশল থেকে দূরে ঠেলে দেবে। বর্তমান কৌশল যে সফল, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু পশ্চিমা চতুর্থ জেনারেশনের ফাইটার বিমান হলো আকাশ নিয়ন্ত্রণ কৌশলের অংশ। তারা মনে করছেন না যে, ইউক্রেনের উচিৎ রাশিয়ার বিরুদ্ধে আকাশ নিয়ন্ত্রণের প্রতিযোগিতায় নামা। রুশরা আকাশের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে যুদ্ধক্ষেত্রে মৌলিক একটা পরিবর্তনের কারণে। এই কারণটা হলো, এখন থেকে আক্রমণের চাইতে প্রতিরোধই বেশি শক্তিশালী। রুশরা একারণেই আক্রমণে গিয়ে ব্যর্থ হয়েছে; অর্থাৎ আকাশের নিয়ন্ত্রণ নিতে পারেনি। ইউক্রেন যদি একই চেষ্টা করতে যায়, তাহলে তারাও ব্যর্থ হবে। যুক্তরাষ্ট্রও যদি তাদের নিজেদের কৌশল পরিবর্তন করে মনুষ্যবিহীন অপেক্ষাকৃত কম খরচের বিপুল পরিমাণ ড্রোনের দিকে না আগায়, তাহলে তাদেরকে সামনের দিনগুলিতে অতিরিক্ত মূল্যবান এবং সংখ্যায় কম মনুষ্যচালিত বিমানের উপরে নির্ভর করতে হবে; যুদ্ধ দীর্ঘ হলে যেগুলিকে প্রতিস্থাপন করা অত্যধিক কষ্টকর।

অপরদিকে জাস্টিন ব্রঙ্ক বলছেন যে, পশ্চিমারা যখন কেউ কেউ বলছেন যে, ইউক্রেনকে ‘এফ-১৬’ যুদ্ধবিমান দেয়া উচিৎ, তা একেবারে ফেলে দেবার মতো নয়। কারণ মধ্যম মেয়াদে ইউক্রেনের এমন একটা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন, যেখানে পশ্চিমা যুদ্ধবিমানও থাকবে। ভূমি থেকে ছোঁড়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থাতে পশ্চিমারা খুব বেশি বিনিয়োগ করেনি; কারণ গত ৩০ বছর ধরে পশ্চিমারা আকাশ নিয়ন্ত্রণ করেছে। কাজেই এগুলি খুব বেশি দিন সরবরাহ করে ইউক্রেনকে টিকিয়ে রাখা যাবে না। স্বল্প সংখ্যায় হলেও ইউক্রেনের প্রয়োজন এমন একটা স্বক্ষমতা, যা কিনা রুশ ফাইটার বিমানের সাথে মোটামুটিভাবে পাল্লা দিতে পারবে। ‘মিগ-৩১’ ফাইটারগুলি যুদ্ধে যোগ দেয়ার পর ইউক্রেনের জন্যে অনেক বেশি কঠিন হয়ে গেছে। কারণ এই বিমানগুলি অতি দূরপাল্লার ‘আর-৩৭’ ক্ষেপণাস্ত্র দ্বারা সজ্জিত। এই ক্ষেপণাস্ত্র এখন ‘সুখোই-৩৫’ বিমানও বহণ করছে। যদি রাশিয়ার সাথে ইউক্রেনের কয়েক মাসের একটা যুদ্ধবিরতি বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে এর মাঝে ইউক্রেনকে ‘এফ-১৬’ যুদ্ধবিমানের জন্যে প্রস্তুত করা যেতে পারে। সংখ্যার দিক থেকে এই বিমানগুলি যুক্তরাষ্ট্র ছাড়াও অনেক ইউরোপিয় দেশ ব্যবহার করে; যেগুলি কিছুদিনের মাঝেই ‘এফ-৩৫’ স্টেলথ বিমান দিয়ে প্রতিস্থাপন করা হবে। এই ‘এফ-১৬’গুলি মোটামুটি ভালো অবস্থায় রয়েছে এবং এগুলি ন্যাটোর ব্যবহৃত সকল অস্ত্র বহণে সক্ষম। এটা ইউক্রেনকে সাশ্রয়ী খরচে ভালো একটা সক্ষমতা দিতে পারে।

তবে ব্রঙ্ক বলছেন যে, এই বিমানগুলির সমস্যা হলো, এগুলি ওড়ার জন্যে অনেক দীর্ঘ এবং খুব ভালো পেভমেন্টের রানওয়ে দরকার হয়। এবং যথেষ্ট সংখ্যায় মূল্যবান গ্রাউন্ড সাপোর্ট যন্ত্রপাতির প্রয়োজন হয়। এই ব্যবস্থাগুলি যেকোন একটা দেশই নিতে পারে; তবে তা শান্তিকালীন সময়ে সম্ভব; যখন নিজেদের মাথার উপরে বোমা পড়ছে, তখন নয়। ইউক্রেনিয়রা যদি ‘এফ-১৬’এর জন্যে উপযুক্ত করে রানওয়ে তৈরি করতে শুরু করে, তাহলে রুশরা তা স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পারবে এবং তারা সেই রানওয়েকে ক্ষতিগ্রস্ত করবে। ডিজাইনগত কারণেই ‘এফ-১৬’ বিমানের চাকার ব্যবস্থাটা খুব একটা শক্তিশালী করে তৈরি করা হয়নি। ইউক্রেনের বর্তমান বিমানঘাঁটিগুলির রানওয়ে থেকে ‘এফ-১৬’ ওড়াবার চেষ্টা করলে তা বিমানগুলিকে কাঠামোগতভাবে দুর্বল করে ফেলতে পারে। এই জায়গাটায় ‘এফ-১৬’এর স্থলে ‘এফএ-১৮’ হয়তো অপেক্ষাকৃত ভালো হতে পারে। কিন্তু ‘এফএ-১৮’এর সংখ্যা আবার অনেক কম। এই বিমান ব্যবহার করা যেকোন দেশ বা বাহিনীই এগুলি ইউক্রেনকে দেবার জন্যে যথেষ্ট ভালো অবস্থানে নেই। এছাড়াও ওয়াশিংটনে এই বিমান এবং বিমানের সাথে প্রয়োজনীয় টেকনিক্যাল কনট্রাক্টর লোকজন সরবরাহ করার জন্যে রাজনৈতিক সদিচ্ছা কতজনের রয়েছে, তা চিন্তা করার মতো।

ব্রঙ্ক বলছেন যে, ইউক্রেনের জন্যে সবচাইতে বেশি উপযোগী বিমান হলো সুইডেনের ‘সাব জেএএস-৩৯ গ্রিপেন’। ইউক্রেনিয়রা এই মুহুর্তে যে ধরণের অপারেশন চালাচ্ছে, ঠিক এমন ধরণের অপারেশনের জন্যেই ‘গ্রিপেন’ বিমান ডিজাইন করা হয়েছিল। কিছুদিন আগ পর্যন্তও জোট নিরপেক্ষ অবস্থানে থাকার কারণে সুইডেনের প্রতিরক্ষানীতি ছিল স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ প্রয়োজনে তারা কারো সহায়তা ছাড়াই রুশ আগ্রাসন মোকাবিলা করবে। এই নীতির অধীনে তারা ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘাঁটি, এমনকি হাইওয়ে থেকে যুদ্ধবিমান ওড়াবে। একারণেই ‘গ্রিপেন’কে এমনভাবে ডিজাইন করা হয়েছে, যার কারণে তা যেকোন আমেরিকান বা ইউরোপিয় যুদ্ধবিমানের চাইতে অপেক্ষাকৃত সহজে রক্ষণাবেক্ষণ করা যায়। মাত্র ছয়জন লোক এই বিমানের মেইনটেন্যান্স করতে পারে; যার মাঝে একজনের মাত্র হতে হবে উচ্চ ট্রেনিংপ্রাপ্ত; বাকিরা তেমন কোন ট্রেনিং না থাকলেও চলে। বিমানের অভ্যন্তরের যন্ত্রগুলি পর্যন্ত পৌঁছাতে ক্রুদের কোন রেঞ্চও ব্যবহার করতে হয়না। স্টার্ট নিতে বাইরে থেকে কোন বৈদ্যুতিক ব্যবস্থারও দরকার হয় না। মাত্র দু’টা গাড়ির প্রয়োজন এই বিমানকে যুদ্ধের জন্যে পুনরায় ওড়ার উপযোগী করতে। এই বিমানগুলি ব্রিটিশ ‘মিটিঅর’ ক্ষেপণাস্ত্রও বহণ করতে সক্ষম; যা কিনা ইউরোপিয়দের হাতে থাকা সবচাইতে দূরপাল্লার আকাশ থেকে আকাশে ছোঁড়া ক্ষেপণাস্ত্র; যদিও সেটা ইউক্রেনকে দেয়া যাবে কিনা, তা ইউরোপিয় সরকারগুলির রাজনৈতিক সদিচ্ছার উপরে নির্ভর করবে। ‘গ্রিপেন’ রুশ যুদ্ধবিমানগুলিকে মোকাবিলা করার জন্যে যথেষ্ট উপযোগী। তবে সুইডেন বহুকাল নিরপেক্ষ দেশ ছিল। সেখান থেকে হঠাৎ করেই তারা ইউক্রেনকে ‘গ্রিপেন’ যুদ্ধবিমান দেয়ার জন্যে প্রস্তুত হয়ে যাবে, এটা মনে করাটা কঠিন। তবে যদি আগামী ছয় মাসের মাঝে ইউক্রেনের জন্যে কোন যুদ্ধবিমানের কথা বলা হয়, তাহলে সেখানে ‘গ্রিপেন’ ছাড়া আর কোন বিমানই প্রস্তুত নয়। 

এপ্রিল ২০২২। বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে ইউক্রেনিয় 'সুখোই-২৫' এটাক বিমান ফ্লেয়ার ছড়াচ্ছে। ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিচ্ছে যে, যারা শত্রুকে আকাশ ব্যবহারে বাধা দিতে চাইছে, তাদের কাজগুলি যারা শত্রুর আকাশের নিয়ন্ত্রণ নিতে চাইছে, তাদের কাজের চাইতে তুলনামূলকভাবে অনেক বেশি সহজ হয়ে গেছে।  


আকাশ যুদ্ধে নতুন যুগের সূচনা?

ইউক্রেনের আকাশে রুশদের ব্যর্থতা অনেকের কাছেই বেশ পরিষ্কার; তবে এর কারণ সকলের কাছে এক নয়। ‘দ্যা আটলান্টিক কাউন্সিল’এর এক আলোচনায় মার্কিন বিমান বাহিনীর প্রাক্তন জেনারেল ফিলিপ ব্রীডলাভ বলছেন যে, তারা ধারণা করেছিলেন যে, রুশরা ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পারবে। কিন্তু সেটা তারা পারেনি। এই যুদ্ধটা আগের সকল যুদ্ধ থেকে আলাদা। এটা এমন একটা পরিস্থিতি, যেন একেবারে প্রথম বিশ্বযুদ্ধের পরিখায় ফিরে যাওয়া। একই আলোচনায় মার্কিন বিমান বাহিনীর প্রাক্তন লেঃ কর্নেল টাইসন ওয়েটজেল বলছেন যে, রুশরা ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে না পেরে মারাত্মক ভুল করেছে। তবে তিনি স্বীকার করছেন যে, আকাশ যুদ্ধ এখন অনেক সস্তা হয়ে গেছে এবং ভবিষ্যতে আকাশ নিয়ন্ত্রণে নেয়া আরও কঠিন হতে পারে। স্পেনের ‘এল পাইস’ পত্রিকার এক প্রতিবেদনে বলা হচ্ছে যে, ফ্রন্টলাইনে ইউক্রেনিয় সেনারা সবচাইতে বেশি ভয় পায় রুশ ড্রোনগুলিকে; বিশেষ করে বাণিজ্যিক ড্রোনগুলি; যেগুলিকে পরিবর্তন করা হয়েছে বোমা ফেলার জন্যে।

ব্রেমার এবং গ্রিকো বলছেন যে, ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিচ্ছে যে, একটা ছোট শক্তির রাষ্ট্র কিভাবে একটা বৃহৎ রাষ্ট্রের শক্তিশালী বিমান বাহিনীকে আকাশ থেকে দূরে রাখতে পেরেছে; আকাশের নিয়ন্ত্রণ শত্রুর হাতে ছেড়ে দেয়নি। স্তরীভূত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইউক্রেনিয়রা তাদের আকাশকে রুশ বিমান বাহিনীর জন্যে ‘মাইনফিল্ড’ বানিয়ে ফেলেছে। ইউক্রেনের ‘এস-৩০০’ এবং ‘বুক এম-১’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলি ক্ষেপণাস্ত্র ছুঁড়েই রাডার বন্ধ করে দিয়ে জায়গা পরিবর্তন করে ফেলছে। এভাবে মধ্যম উচ্চতার আকাশ রুশ বিমান বাহিনীর জন্যে বিপজ্জনক হয়ে গেছে। এর প্রতিক্রিয়ায় রুশরা যখন নিচু দিয়ে তাদের বিমান উড়িয়েছে, তখন তারা হাজার হাজার স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের টার্গেটে পরিণত হয়েছে। এছাড়াও ইউক্রেনিয়রা নিজেদের দেশে যুদ্ধ করার কারণে কিছু সুবিধা ভোগ করছে। ইউক্রেন বিমান বাহিনীর মূখপাত্র ইউরি ইহনাত ‘নিউ ইয়র্ক টাইমস’কে বলছেন যে, ইউক্রেনিয়রা নিজেদের আকাশে যুদ্ধ করছে; যেখানে প্রতিটা এলাকা তাদের পরিচিত। অপরদিকে শত্রুদেরকে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা এলাকার ভেতরে ঢুকতে হচ্ছে। ব্রেমার এবং গ্রিকোর মতে, এটা নতুন যুগের সূচনা, যেখানে প্রতিরোধকারীরা নিশ্চিতভাবেই আক্রমণকারীর চাইতে বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। এছাড়াও বিপুল সংখ্যক স্বল্প খরচার ড্রোন প্রতিরোধকারীদের হাতে বড় একটা সক্ষমতা এনে দিয়েছে।

মার্কিন বিমান বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ লেঃ জেনারেল ক্লিনটন হাইনোট ‘দ্যা আটলান্টিক কাউন্সিল’এর এক আলোচনায় বলেছেন যে, যারা শত্রুকে আকাশ ব্যবহারে বাধা দিতে চাইছে, তাদের কাজগুলি যারা শত্রুর আকাশের নিয়ন্ত্রণ নিতে চাইছে, তাদের কাজের চাইতে তুলনামূলকভাবে অনেক বেশি সহজ হয়ে গেছে। জেনারেল হাইনোটের মতে, যদি উভয় পক্ষই আকাশ ব্যবহার করতে ব্যর্থ হয়, তাহলে সেই অবস্থাটা যদি যুক্তরাষ্ট্রের জন্যে সুবিধাজনক হয়, তাহলে মার্কিনীদের উচিৎ উভয় পক্ষের জন্যে আকাশ ব্যবহার কঠিন করে ফেলার কৌশলের দিকেই অগ্রসর হওয়া।

ইউক্রেনের আকাশ যুদ্ধ থেকে শিক্ষা


যদিও বিভিন্ন দেশ এবং বাহিনী ইউক্রেন যুদ্ধ থেকে ভিন্ন ভিন্ন শিক্ষা নেবে এবং ইউক্রেন যুদ্ধ শেষ হতে এখনও বাকি রয়েছে, তথাপি কিছু ক্ষেত্রে কয়েকটা দাগ টানাই যায়, যা কিনা যে কারুর জন্যে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে।

প্রথমতঃ আকাশ নিজেদের নিয়ন্ত্রণে না থাকার পরেও ইউক্রেনিয়রা সফলভাবে বড় রকমের আক্রমণে যেতে পেরেছে; যেখানে তারা কৌশলগতভাবে রুশদেরকে অবাক করে দিয়েছে এবং রুশ বিমান বাহিনী ইউক্রেনের সেনাবাহিনীকে খোলা আকাশের নিচে আটকাতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ বড় বিমান বাহিনী রয়েছে এমন কোন রাষ্ট্রের বিরুদ্ধেও অপেক্ষাকৃত ছোট কোন রাষ্ট্রের সেনাবাহিনী ভূমিতে বড় ধরণের আক্রমণে যেতে পারে।

দ্বিতীয়তঃ আকাশ থেকে তথ্য সংগ্রহের জন্যে এখন আর অতি মূল্যবান যুদ্ধবিমান না হলেও চলে। বাণিজ্যিকভাবে বিক্রি হওয়া ড্রোন এখন ফ্রন্টলাইনের সেনাদেরকে টার্গেটিংএর তথ্য এনে দিচ্ছে; যা কিনা নিজেদের আর্টিলারির নিখুঁতভাবে টার্গেটে আঘাত হানার সক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

তৃতীয়তঃ বিপক্ষের আকাশ থেকে তথ্য সংগ্রহ করার সক্ষমতা কতটুকু হবে, তা নির্ভর করছে বিপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতার উপর। শত্রুর পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করা না গেলে তা যুদ্ধক্ষেত্রে বড় রকমের হারের কারণ হতে পারে; যা ইতিহাস থেকে সকলেই জানেন।

চতুর্থতঃ সুসাইড ড্রোনের মূল ব্যাপারটাই হলো স্বল্প খরচ এবং বিপুল সংখ্যা। খরচ বেড়ে গেলে সংখ্যা কমে আসবে; এর কার্যকারিতাও কমে যাবে। বিশেষ মিশনের জন্যে আলাদা সক্ষমতার ড্রোন ব্যবহার করা যেতে পারে; কিন্তু সংখ্যার খেলায় ড্রোনের সক্ষমতা বৃদ্ধির সীমা রয়েছে। একইভাবে ড্রোনগুলিকে আকাশে ধ্বংস করার সক্ষমতারও সীমাবদ্ধতা রয়েছে। আপাততঃ ড্রোন এগিয়ে থাকলেও বিমান বিধ্বংসী সক্ষমতা বৃদ্ধির সাথেসাথে এটা পরিবর্তন হতে পারে। এখানে দীর্ঘমেয়াদে কোনটাই নিশ্চিতভাবে এগিয়ে থাকবে না।

পঞ্চমতঃ একটা সামরিক বাহিনীর সক্ষমতা নির্ভর করে তার একেকটা সামরিক ইউনিটের মাঝে সমন্বয়ের উপর। সম্পদের সীমাবদ্ধতা থাকবেই। তবে নিজেদের বাহিনীগুলি একটা আরেকটাকে কতটা সহায়তা দিতে পারে, সেটার উপরে নির্ভর করবে সার্বিক সাফল্য। এক্ষেত্রে আকাশের ভিন্ন ভিন্ন উচ্চতায় কাজ করা বিমান প্রতিরক্ষা রাডার, মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র, বিমান বিধ্বংসী কামান, স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, জ্যামিং সিস্টেমস, একস্থান থেকে অন্যস্থানে দ্রুত স্থানান্তরের সক্ষমতা, নিজেদের ফাইটার বিমানের ভূমিতে থাকা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাথে একত্রে কাজ করার সক্ষমতা, নিজেদের বিমানগুলিকে লুকিয়ে রাখার ব্যবস্থা এবং যেকোনভাবে আকাশে ওড়াবার সক্ষমতা তৈরি, শত্রুর স্যাটেলাইটকে বোকা বানাবার জন্যে ভুয়া টার্গেট, সিগনালসএর মাধ্যমে শত্রুকে ভুল তথ্য সরবরাহ করা এবং শত্রুর সিগনালসএর উপরে নজরদারি, নিজেদের যোগাযোগের নিরাপত্তা বৃদ্ধি, ইন্টেলিজেন্স বিশ্লেষণ সক্ষমতা, ইত্যাদির একত্রে সমন্বয়ের মাধ্যমেই একটা রাষ্ট্র তার আকাশ সক্ষমতাকে বৃদ্ধি করতে সক্ষম। এখানে কোন একটা জিনিসকে অন্যটা থেকে আলাদা করে দেখা যাবে না।



সূত্রঃ

‘Success denied: Finding ground truth in the air war over Ukraine’ by Col. Maximilian Bremer & Kelley Grieco, in Defense News, 21 September 2022
‘The Russian Air War and Ukrainian Requirements for Air Defence’ by Justin Bronk, Nick Reynolds & Jack Watling, in RUSI, 07 November 2022
‘How the Russian Air Force Failed in Ukraine’ in Geopolitics Decanted, 18 November 2022 (https://podcasts.apple.com/gb/podcast/how-the-russian-air-force-failed-in-ukraine/id1614010500?i=1000586627593)
‘US Air Force needs to embrace air denial as a core mission’ by Col. Maximilian Bremer & Kelley Grieco, in Defense News, 08 September 2022
‘Mutual Denial of Air Superiority Could Benefit US in Future Conflict, Top USAF Planner Says, in Air & Space Forces Magazine, 06 September 2022
‘Air denial: The dangerous illusion of decisive air superiority’ by Col. Maximilian Bremer & Kelley Grieco, in The Atlantic Council, 30 August 2022
‘There’s A Good Reason The Russian Air Force Is Faltering. Ukrainian Air-Defense Crews Have Better Apps’ by David Axe, in Forbes, 18 October 2022
‘In Denial About Denial: Why Ukraine’s Air Success Should Worry the West’ by Col. Maximilian Bremer & Kelley Grieco, in War on the Rocks, 15 June 2022 (https://warontherocks.com/2022/06/in-denial-about-denial-why-ukraines-air-success-should-worry-the-west/)
‘Attack On Europe: Documenting Ukrainian Equipment Losses During The 2022 Russian Invasion Of Ukraine’ in Oryx (https://www.oryxspioenkop.com/2022/02/attack-on-europe-documenting-ukrainian.html)
‘Attack On Europe: Documenting Russian Equipment Losses During The 2022 Russian Invasion Of Ukraine’ in Oryx (https://www.oryxspioenkop.com/2022/02/attack-on-europe-documenting-equipment.html)
‘The Air-to-Air War in Ukraine No One Saw Coming’ by Sebastian Roblin, in 1945, 01 September 2022 (https://www.19fortyfive.com/2022/09/the-air-to-air-war-in-ukraine-no-one-saw-coming/)
‘Russia’s aerial warfare in Ukraine falters’ in El Pais English, 16 October 2022

No comments:

Post a Comment